নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

বিষণ্ণ মন

২৯ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৪

ছবি : ইন্টারনেট

দীর্ঘ থেকে দীর্ঘ হয়ে যায়, এই মন খারাপের রাত,
বোবা কান্নায় নীরব হয়ে আছে বিষণ্ণ এক চাঁদ।
মন চঞ্চল হতবাক, কষ্টগুলো অবাক,
চাঁদের বুড়ির ছুটি হয়েছিল তাই মেঘগুলো নির্বাক।
দীর্ঘ থেকে দীর্ঘ হয়ে যায়, আজ মন খারাপের দিন ,
সকালের রোদে গা ডুবিয়ে না পাওয়া সব ঋণ।
যান্ত্রিক যত কোলাহল,এলোমেলো সব সুর,
মেঘ গর্জনে বৃস্টি নামে, পালিয়ে যায় রোদ্দুর।
আমার সহজ সরল দিনরাত্রির নির্বাসিত ক্ষণ ,
খুনসুটি করে পার করে দেয় নির্বোধ সেই মন।
বোকা হয়ে আমি অদূর থেকে দূরে দূরে সরে থাকি ,
নষ্ট করা কিংখাবে আবার নতুন করে বুনি।

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২১

মিরোরডডল বলেছেন:




লেখাটার মাঝে কষ্ট আছে কিন্তু ভালো লেগেছে।

আমরা মানুষ কত নিষ্ঠুর, তাই নাহ? কষ্ট পেতে দেখতে ভালো লাগে, নিজেকেও কষ্ট দিতে ভালো লাগে।

আমরা আসলে মানুষ না, অমানুষ!


২৯ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৬

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আমরা আসলে মানুষ না, অমানুষ!
হয়তোবা

২| ২৯ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২২

মিরোরডডল বলেছেন:




কিংখাবে

এইটা কি জিনিস?


২৯ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৮

মায়াস্পর্শ বলেছেন: রেশমি কাপড়ে সেলাইয়ের কাজ করে বাধাই করে নেয়।

৩| ২৯ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬

মিরোরডডল বলেছেন:




কোন অঞ্চলে?

২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫২

মায়াস্পর্শ বলেছেন: খুব একটা ব্যাবহার হয়না শব্দটা।

৪| ২৯ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৮

মিরোরডডল বলেছেন:




আমি দুই লাইন লেখার ট্রাই করেছিলাম, সময় করে পড়বে।

২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৭

মায়াস্পর্শ বলেছেন: পড়েছি। আমি কোন অতীতে হারিয়ে যাচ্ছি।

৫| ২৯ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫

মিরোরডডল বলেছেন:




বিষণ্ণ মন কেনো?
আজ কি মার্শর মন খারাপ?

আমি যেমন কাল রাতে বিষণ্ণ ছিলাম।
খুব ভালো কোন মুভি দেখলে মন ভালো হয়।

এই মুভি আমি আগেও দেখেছি আবার দেখলাম।
ওল্ড মুভি।




২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৫

মায়াস্পর্শ বলেছেন: না, মন খারাপ নয়। যেদিন মন খারাপ থাকবে সেদিন দেখবো মুভিটা।

২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৫

মায়াস্পর্শ বলেছেন: এখন দেখবো। ডাউনলোড করে নিয়েছি।

৩০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৭:০৬

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ, এমন একটা মুভি সাজেস্ট করার জন্য।
" প্রতিটি জালিয়াতির সাথে মৌলিক কিছু জড়িত থাকে " আমিও এটার সাথে একমত নয়, আবার একমত। মুভিটা খুবই মর্মান্তিকভাবে শেষ হয়েছে। মানুষ চেনা বড় কঠিন।

৬| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৬

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: খুব একটা ব্যাবহার হয়না শব্দটা।

আমি এ লেখাতেই প্রথম জানলাম।

আমি কোন অতীতে হারিয়ে যাচ্ছি।

সেটা কিরকম?

রাত ৮.৪৫ এ বললো না, মন খারাপ নয়। যেদিন মন খারাপ থাকবে সেদিন দেখবো মুভিটা।

রাত ১১:২৫ এ বললো এখন দেখবো। ডাউনলোড করে নিয়েছি।

তার মানে দুই ঘণ্টা ৪০ মিনিট পর মনটা খারাপ হয়েছিলো।

যাইহোক, মুভিটা দেখা হয়েছে জেনে ভালো লাগলো।

হুম মানুষ চেনা সবচেয়ে কঠিন!
বার বার চিনতে ভুল করি, তারপরও আবার মানুষের কাছেই ফিরে আসি।
বিশ্বাস করি, নতুন করে চেনার চেষ্টা করি।


৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৭

মায়াস্পর্শ বলেছেন: সেটা কিরকম
বলে বোঝাতে পারবো না হয়তো।

তার মানে দুই ঘণ্টা ৪০ মিনিট পর মনটা খারাপ হয়েছিলো।
না, তাও না। দেখে নিলাম আগেই। মন কখন খারাপ হবে কে জানে।

যাইহোক, মুভিটা দেখা হয়েছে জেনে ভালো লাগলো।
আপনি সাজেশন না দিলে দেখা হতো না। সেজন্য কৃতজ্ঞ।

চেনার চেষ্টা করি।
আমি আর চেষ্টা করি না।

ভাল আছেন আপনি?
ওল্ড ম্যান এখনো আমার মাথায় ঘুরঘুর করছে।


৭| ৩১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৫৮

এম ডি মুসা বলেছেন: আপনার কবিতার একটা নিমিষ আছে কবিতার ভিতরে কবিতার পাঠ করেও ভালো লাগে অর্থ

সবকিছু

৩১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২১

মায়াস্পর্শ বলেছেন: ভাই অসংখ্য ধন্যবাদ। ছন্দ মিলিয়ে লিখার চেষ্টা করেছি এবার। আপনার মতামত জানা দরকার। কবিতার গঠনশৈলী নিয়ে একটা মন্তব্য করবেন দয়া করে। আর গুগল করে দেখলাম গদ্যর মত করেও নাকি কবিতা লিখা যায়। আমার কিছু কবিতা সেরকমটি হয় কিনা ?

৮| ৩১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩১

মিরোরডডল বলেছেন:




বলে বোঝাতে পারবো না হয়তো।

ট্রাই।

আমি আর চেষ্টা করি না।

সেই ভালো।

ভাল আছেন আপনি?

ভালো আছি ।
মার্শ কেমন আছে?


৩১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪০

মায়াস্পর্শ বলেছেন: ট্রাই
কোন কবিতায় করবো।

মার্শ কেমন আছে?
আপাতত বুজছিনা। ভিষণ ব্যাস্ত আছি।এ থেকে বের হতে ১৫ দিন মত লেগে যাবে। তারপর ভালমন্দ বুঝতে পারব হয়ত।

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:২০

মিরোরডডল বলেছেন:




তার মানে নেক্সট ১৫ দিন নো নিউ পোষ্ট।

আমার পোষ্টে একটা গান লিংক দেবার পর কি যে হলো, পোষ্ট ভিউ চেঞ্জ হয়ে গেছে।
অবশ্য তাতে কিছু যায় আসেনা, ওল্ড পোষ্ট, কিন্তু চেঞ্জ কেনো হলো ওটাই বুঝলাম না।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৪

মায়াস্পর্শ বলেছেন: না লিখতে পেরে আমি অসহায় হয়ে আছি। মাথায় অনেক কিছু ঘুরছে। লিখে ফেলবো এর মধ্যে।গানের নামটা বলুন আমি শুনে নিবো।

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৮

মিরোরডডল বলেছেন:




এবির গান, এই পোষ্টে দিয়েছি।


০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৩

মায়াস্পর্শ বলেছেন: গানটা কাল রাতে কয়েকবার শুনেছি । মিরাকেল হয়ে গেলো দেখছি ।

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৫

মিরোরডডল বলেছেন:




তাহলে বলতে পারবে গানের কোন অংশটুকু আমার বেশি প্রিয়?
যদি ম্যাচ করে তাহলে বুঝবো মিরাকল।



০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৬

মায়াস্পর্শ বলেছেন: হায় হায়, সে তো পারবো না

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৭

মিরোরডডল বলেছেন:




তাহলে কোন মিরাকল নেই :)




০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১০

মায়াস্পর্শ বলেছেন: :P না হলে নেই।

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৩

মিরোরডডল বলেছেন:




তাহলে চাপা টা মারলো কেনো?
কাল রাতে শুনেছে? :)

০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৬

মায়াস্পর্শ বলেছেন: ধরে নিন চাপা মেরে খুব খুশি হয়েছি নিজে নিজেই। 8-| 8-|

১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২০

মিরোরডডল বলেছেন:




প্রথম কিছু লাইনতো অবশ্যই পছন্দ।

কি করে বললে তুমি,
তোমাকে হঠাৎ করে,
ভুলে যেতে,

কি করে ভাবলে তুমি,
আমাদের এতদিনের সবই ছিল পাগলামি..


কিন্তু যদি কথা ও সুরের কথা বলি, তাহলে সবচেয়ে ভালো লাগে এই দু'লাইন।

আজ হেয়ালি সর্বনাশে,
স্বপ্নলীপি ছিড়়ে গেছে,



০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩১

মায়াস্পর্শ বলেছেন: মনে থাকবে আপনার প্রিয় অংশগুলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.