নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

ক্যানভাস

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৩১

ছবি : ইন্টারনেট

সাদার সাথে সাদা রং মিশিয়ে
স্বচ্ছ কাঁচের গ্লাসে তোমায় আঁকি ,
রংতুলির প্রলেপে ভাবনাগুলোর যৌবন
বৃথা না যাক, তা তুমি হাসতে হাসতে বলে দিলে।

আমার আঁকায় তুমি বরফ জমা হয়ে থাকো না ,
বরং বরফ কে গলতে সাহায্য করো ,
যেমন করে গলে যায় পাষান কোনো সত্তা,
যেমন করে মোম গলে তার নিজের উপর
ফোটায় ফোটায় পরে থাকে।

তোমাকে এঁকে, এক জীবন্ত শিল্পী সত্তায়
নিজেকে অধিষ্টিত করি কখনো কখনো ,
মনে হয় ঠায় বেঁচে আছি ,
বেঁচে আছি এক ক্যানভাসের
জীবন সৃষ্টির অপূর্ব লীলায়।

লোকচক্ষুর অন্তরালে যখন তোমার
মৃত আলিঙ্গন , আমায় রঙের খেলায় মত্ত করে ,
আমি সাদা রঙে তোমায় সাজিয়ে দেই ,
যেখানে আমার অবসাদ,অভিযোগগুলোর
রঙিন হয়ে উঠার কোনো সুযোগ থাকে না।


(আমি কবিতার কোনো ছন্দ মিলাতে পারিনা।
কবিতার ছন্দ ব্যাকরণ শেখার আগে ভালো মানুষ হতে শিখছি। )

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪

মিরোরডডল বলেছেন:




সবকিছুর আগে ভালো মানুষ হওয়া জরুরী।
So, you are on the right track.


০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৮

মায়াস্পর্শ বলেছেন: চেষ্টা করছি।
Thank you so much

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৮

মিরোরডডল বলেছেন:




ছন্দ থাক আর নাই বা থাক, লেখা পড়তে ভালো লেগেছে, এটাই ইম্পরট্যান্ট।

প্রোফাইল পিক চেঞ্জ কেনো?

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৩

মায়াস্পর্শ বলেছেন: প্রোফাইল পিক চেঞ্জ কেনো?
আগের দুজন আজ বায়না করেছে তাদের ছেড়ে দেওয়ার জন্য, ওদের কি জানি একটা প্রোগ্রাম আছে । তাই এদের নিয়ে এলাম। এরা অনেক খুশি এখানে এসে ।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৩

মিরোরডডল বলেছেন:




জানি মার্শ চায়না কিন্তু আমি চাই মার্শর লেখা প্রথম পাতায় যাক, সবাই পড়বে।
অনেকের চেয়ে মার্শ ভালো লেখে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯

মায়াস্পর্শ বলেছেন: জানি মার্শ চায়না কিন্তু আমি চাই মার্শর লেখা প্রথম পাতায় যাক, সবাই পড়বে।
অনেকের চেয়ে মার্শ ভালো লেখে।

প্রথম পাতা অনেক বড় প্ল্যাটফর্ম। ওখানে লিখতে হলে আমকে আরও শিখতে হবে। ছন্দ শিখতে হবে। আগে শিখি তারপর যদি সম্মানিত মডারেটর মনে করেন, যে আমার লিখা প্রথম পাতায় যাওয়ার যোগ্য, তখন না হয় যাবে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৮

মায়াস্পর্শ বলেছেন: আজ প্রথম পাতায় একসেস দিয়েছেন।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮

মিরোরডডল বলেছেন:




কেমন বেঈমান, এতদিন এতো আদর করে রাখা হলো, আর চলে গেলো!
এরা বায়না ধরার আগেই এক মাস পর এদের বদলে দিতে হবে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫২

মায়াস্পর্শ বলেছেন: দেখি, এরা কতদিন থাকে ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.