নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

রোম্যান্স

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৬



হাইওয়ে ধরে এগুনো টু হুইলার
স্পিডোমিটারে সর্বোচ্চ গতি মৃত্যুকে ছুঁই ছুঁই।
বেশ দূরত্বে স্পিড ব্রেকার,
ন্যানো সেকেন্ডের বিরতি দিয়ে
আবার সাইলেন্সার কাঁপিয়ে স্পোর্টি নয়েস।
ইংলিশ নায়ক নায়িকার মতো
আঁটোসাঁটো কালো ড্রেস আর হাইনেক বুট।
তোমার আধা খোলা চুল,
আমার ঘাড় আর হেলমেট স্পর্শ করে যাচ্ছে কখনো।
হেডফোনে হাইহোপসের বিখ্যাত সোলো
রিপিটেড ওয়ান মুডে প্লে করা।
কখনো আকাশ দেখি, লুকিং গ্লাসে তুমি,
নো ইউটার্ন, ফুয়েল ট্যাংক ফুল
ইয়ো..................
নো রিটার্নস হোম টুডে, দিন পেরিয়ে রাত সাবার।

ছবি : ইন্টারনেট।
(বেশ কিছু ইংরেজি শব্দ ব্যবহার করেছি, ক্ষমাপ্রার্থী সেজন্য)

মন্তব্য ৩৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা দারুন হয়েছে
রোমান্টিক কবিতা

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৭

মায়াস্পর্শ বলেছেন: কখনো এমন অভিজ্ঞতা হয়েছিলো? ধন্যবাদ অনেক।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি স্প্যানকডের মাল্টি নিক নি হাহাহাহা

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫০

মায়াস্পর্শ বলেছেন: না না। চেষ্টা করি নিজের মত লিখতে। হয়তো কাকতালীয়ভাবে মিল থাকে কিছুটা। তবে আমি কাওকে অনুসরণ করিনি কখনো।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি গ্লোস্টারশায়ারে একটি ট্রেনিং-এ গিয়েছিলাম।

একদিন খুব ভোরে বনে মর্নিং ওয়াক করছি, পিছনে ঘোড়ার খুরের আওয়াজ শুনে থামলাম। তাকিয়ে দেখি, দুজন মহিলা বনরক্ষী! দুজন ঘোড়ায় চড়ে এসে আমার পাশে থামলো।

আমাকে একজন বললো- শুভ সকাল, তোমাকে এদিকে নতুন দেখছি!

আমি বললাম - একটা ট্রেনিং-এ এসেছি। তোমার ঘোড়াটা খুব সূন্দর!

চড়ে দেখবে নাকি একবার? মেয়েটা বললো।

আমি বললাম- আগে চড়িনি। পড়ে যাবো না তো?

সে হেসে বললো - জীবনে প্রথম প্রথম অনেক কিছু ট্রাই করতে হয়। এসো!

এই বলে আমাকে হাত বাড়িয়ে তার পিছনে উঠতে সাহায্য করলো।

দারুণ ছিলো রাইডটা! পুরো বন ঘুরিয়ে দেখিয়েছিল বনরক্ষীটি।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৯

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ আপনাকে। অনেক সুন্দর স্মৃতি শেয়ার করলেন। আমি একবার ঘোড়ার পিঠে উঠেছিলাম, তবে দোড় দেয়নি।পরে শুনলাম ওইটা ছিলো গাধা। একটা লোক গাধা নিয়ে বাড়ি বাড়ি এসে টাকা, চাল এসব চাইতেন।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৯

নয়ন বড়ুয়া বলেছেন: কবিতা পাঠ করলাম...

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৭

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ আপনাকে অনেক দাদা।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: সুন্দর লিখেছেন।

কিন্তু... হাইওয়েতে স্পীডব্রেকার? ???

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭

মায়াস্পর্শ বলেছেন: বেশ দুরত্বে ছিলো। একটা লোকালয় পার হবার সময়। ;) ;)
ধন্যবাদ আপনাকে অনেক অনেক।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৮

মায়াস্পর্শ বলেছেন: মন্তব্যে যখন সিনিয়র ব্লগারদের দেখি তখন সত্যিই অনেক ভাল লাগে। আপনারা আমাদের মত নতুনদের অনুপ্রেরণা।

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫১

মিথমেকার বলেছেন: হাই হোপস এর সোলো আর আসক্তি মিউজিক লাভারদের জন্য সিনোনিমাস। ডেভিড গিলমোর এর এক অমর সৃষ্টি। অনেকে মনের মানুষটাকে হারিয়েও এই সোলো শোনে, কেউ মুটোফোন এর রিংটোন দিয়ে রাখে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬

মায়াস্পর্শ বলেছেন: ঠিক বলেছেন। আমার পারমানেন্ট রিংটোন। হাওয়াইয়ান গিটারে প্লে করেছিলাম। নিজের কাছেই লজ্জা লাগে। তবে সলোটা প্লে করে ড্রামস প্লে করি এখনো।

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০৪

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: কিছু বলার নেই।
আগামী তিন দিন আর কিছু লিখছি না।



তিন দিন হয়নি এখনও।


১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:১৫

মায়াস্পর্শ বলেছেন: অনাকাঙ্ক্ষিত ঘটনা। ৮ ঘন্টার একটা বোরিং জার্নির কিছুসময়ের ফলাফল এটা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২৫

মায়াস্পর্শ বলেছেন: কেমন আছেন তাই বলুন।

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২৬

মিরোরডডল বলেছেন:




বিরহ থেকে বের হয়ে রোম্যান্টিক কবিতা খুব ভালো হয়েছে।


১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৩৮

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ অনেক অনেক।

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৩১

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: অনাকাঙ্ক্ষিত ঘটনা। ৮ ঘন্টার একটা বোরিং জার্নির কিছুসময়ের ফলাফল এটা।


ডিটেইলস শুনবো।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৩৮

মায়াস্পর্শ বলেছেন: একটা কাজে গিয়েছিলাম। তার শেষ না হতেই আমায় একাকি কোন এক কারণে ফিরতে হলো বাধ্য হয়ে। ভাবলাম কিছু লেখা যায় কিনা। হয়ে গেলো কিছু একটা।

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৫১

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: বাহ, লেখায় পরিবর্তন এসেছে।

লুকিং গ্লাসে লিখলে দেখতে সুন্দর লাগবে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪৫

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন ভাই। ঠিক করে নিয়েছি।

১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪৮

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৭:৩৮

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০২

রানার ব্লগ বলেছেন: এতো প্রেম কই রাখি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:০৬

মায়াস্পর্শ বলেছেন: ;) ;)

১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৩০

বাউন্ডেলে বলেছেন: কবিতা ভালো লাগলো। কারন: ভালোলাগার জন্যই তো আপনার এই প্রয়াস।
অনুভুতি সমান হয় না কখনো। গনিতের হিসাব আবেগে স্থবির।
রোমান্স যেখানে শিরোমনি; জগত সেখানে অনুপস্থিত।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৫৪

মায়াস্পর্শ বলেছেন: একমত আপনার সাথে। ধন্যবাদ অনেক।

১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৫৫

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ ভাই।

১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪১

মিরোরডডল বলেছেন:




নতুন প্রোফাইল পিকের জন্ম কিভাবে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩৭

মায়াস্পর্শ বলেছেন: Microsoft Word এ ট্রাই করছিলাম লোগো ডিজাইন করতে :) , দেখি এইটা হইছে। ভাবলাম রেখে দেই।

১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪৩

মিরোরডডল বলেছেন:




বাউন্ডেলে খুব সুন্দর একটা কথা বলেছে।
রোমান্স যেখানে শিরোমনি; জগত সেখানে অনুপস্থিত।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৩

মায়াস্পর্শ বলেছেন: হুম, আমি উনার সাথে একমত পোষণ করেছি। মন্তব্যটা পড়ে ভেবে দেখলাম আশেপাশের অনেক বিষয়।

১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৫

মিরোরডডল বলেছেন:





তাই? ভেবে কি দেখলো?
কি কি বিষয়?

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০৯

মায়াস্পর্শ বলেছেন: দুইভাবে ভেবেছি। যেখানে পজিটিভ এবং নেগেটিভ দুইটাই আছে। রোম্যান্সে যখন মানুষ বা প্রানী মশগুল থাকে তখন জগতের ধার ধারে না কেউ। কখনো তা সুখকর, আবার কখনো সুখকর থেকে ক্ষতিকর।

১৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১২

মিরোরডডল বলেছেন:




absolutely agree.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.