নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

ছোট্ট আহ্বান

১৪ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৫১

ঝড় ঝঞ্ঝা বয়ে যাচ্ছে , বাতাসের গতি ভয়াবহ
একটু জিরিয়ে নাও হে প্রিয় ,
দেখো থেমে যাবে মহা প্রলয় ,
তোমার পাশে তোমার ভাই, তোমার বোন
ওরা তোমার অতি আপনজন।
তবে তুমি কেন পারছ না হতে ,বিশ্ব প্রেমিক বা প্রেমিকা ?
আলতো হাতের ছোঁয়ায় পৃথিবী বদলানোর শপথ ভুলে গিয়েছ ?

একটু জিরিয়ে নাও হে প্রিয় ,
খানিকবাদে মেঘ ভেদিয়ে সূর্য এলে ,
যেই তেজ তোমাকে ভস্মে পরিণত করল
তার বিরুদ্ধে অভিযোগ করে বসবে ,
কি লাভ নিজের বিরুদ্ধে অভিযোগ করে ?
শীতল ভালোবাসার ছোঁয়ায় হিংসা বিদ্বেষ মোচন করার শপথ ভুলে গিয়েছ ?

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ভাইবোন-আপনজন সবসময় আপন থাকে না। পকেটে টান পড়লে হাড়ে হাড়ে বোঝা যায়।

১৪ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:১৯

মায়াস্পর্শ বলেছেন: একমত আপনার সাথে শ্রদ্ধেয়, তবে তারাই কিন্তু আপন। আমি যা বুঝাতে চেয়েছি তা হচ্ছে, আমরা আশেপাশের মানুষদের আপন ভাবতে পারিনা।

২| ১৪ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:১২

পুরানমানব বলেছেন: ইহা কেবল লেখনীতেই মানাইবে , বাস্তবে আহম্মকি ছাড়া আর কিছুই হইবে না।

১৪ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:২২

মায়াস্পর্শ বলেছেন: চেষ্টা করলে হয়তো হতেও পারে। ধন্যবাদ।

৩| ১৪ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:২০

আলমগীর সরকার লিটন বলেছেন: আমরা অনেককিছু বলি বা লিখি কিন্তু বাস্তবতার সাথে মিল নেই
ভাবুক শুধু ভাবে ভাবুকারা গায় না গান------------------

১৪ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:২৩

মায়াস্পর্শ বলেছেন: জা বাস্তবে পাওয়া যায় না তা মানুষ কল্পনায় নিতে পারে। এই লেখাটাও আমার কল্পনা। ধন্যবাদ ভাই।

১৪ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:২৫

মায়াস্পর্শ বলেছেন: যা* টাইপো ছিল।

৪| ১৪ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:৫৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায়, সহজ সরল সুন্দর কবিতা লিখেছেন।

১৪ ই মার্চ, ২০২৪ দুপুর ১:০৩

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

৫| ১৪ ই মার্চ, ২০২৪ দুপুর ১:২২

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: নিজের উপর নিয়ন্ত্রণ বড় প্রয়োজন। মানুষ তা সহজে পারে না।

১৪ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৪২

মায়াস্পর্শ বলেছেন: রিয়াদ ভাই ভালো আছেন?
আপনি লেখার মূলভাব সহজেই বুঝে গেছেন এবং সুন্দর মন্তব্যে তা ফুটিয়ে তুলেছেন।
ধন্যবাদ অনেক।

৬| ১৪ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ক্ষেত্রে আপনজনরাই সব। আমরা আশাহত হবো না কখনো। আলহামদুলিল্লাহ জীবন সুন্দর

১৪ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৪৬

মায়াস্পর্শ বলেছেন: ছবি আপু , অনেকদিন পরে মন্তব্য করলেন।
ভালো আছেন ?
আসলে আপনজনেরাই সবকিছু। যারা আপনজন ছেড়ে থাকেন তারাই বুঝেন।

৭| ১৪ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৪৫

মিথমেকার বলেছেন: তবে তুমি কেন পারছ না হতে, বিশ্ব প্রেমিক বা প্রেমিকা
আমরা ভালবাসতে ভুলে গেছি হয়তো। এখন আমরা শুধুই বাঁচতে চাই কিন্তু ভালোবাসায় বাঁচতে চাইনা; অমর হতে চাই না।
কবিতা সুন্দর হয়েছে কবি।

১৪ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৫০

মায়াস্পর্শ বলেছেন: অনেক ধন্যবাদ মিথ। ভালোবাসায় বাঁচতে শেখা আগে জরুরি। হিংসা বিদ্বেষ আর ঈর্ষা ভালোবাসার বন্ধনীকে দুর্বল করে দিয়েছে।

৮| ১৪ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যখন লাইনে থাকি তখন তো পোস্ট চোখে পড়ে না। তা না হলে অবশ্যই পড়তাম মন্তব্য করতাম। কোন ফাঁকে পোস্ট চলে যায় :(

১৪ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৫৭

মায়াস্পর্শ বলেছেন: এমনি বলেছি আপু , সামনে পেলে পড়ে এরকম সুন্দর মন্তব্য করবেন। B-)

৯| ১৫ ই মার্চ, ২০২৪ রাত ১:৩২

মিরোরডডল বলেছেন:




আলতো হাতের ছোঁয়ায় পৃথিবী বদলানোর শপথ
শীতল ভালোবাসার ছোঁয়ায় হিংসা বিদ্বেষ মোচন করার শপথ


লেখাটা ভালো লাগলো।
............

প্রতিটা গানের সাথে অনেক স্মৃতি জড়িয়ে থাকে। অনেক গন্ধেও পরিচিত স্মৃতি ভেসে ওঠে।

this is very true.
প্রতিটা গান কোন একটা সময়, কোন এক প্রিয় মুখ মনে করায়।
সেইম এজ স্মেল।

সাত মাস আগে আমার বড় ভাই না ফেরার দেশে চলে যায়। আমি যখন তাকে শ্রদ্ধা জানাতে ঢাকা গিয়ে আসলাম, সাথে তার দুটা শার্ট নিয়ে আসছি যার মাঝে ওর ব্যবহার করা পারফিউমের ঘ্রাণ। সেটা শুনলেই মনে হয় ও যেনো আশেপাশেই আছে।


১৫ ই মার্চ, ২০২৪ ভোর ৫:৩৬

মায়াস্পর্শ বলেছেন: সাত মাস আগে আমার বড় ভাই না ফেরার দেশে চলে যায়। আমি যখন তাকে শ্রদ্ধা জানাতে ঢাকা গিয়ে আসলাম, সাথে তার দুটা শার্ট নিয়ে আসছি যার মাঝে ওর ব্যবহার করা পারফিউমের ঘ্রাণ। সেটা শুনলেই মনে হয় ও যেনো আশেপাশেই আছে
পরপারে ভালো থাকুক উনি। শার্ট দুটো যত্নে রাখবেন।

১০| ১৫ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:১৪

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.