নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

চলতি পথে

০৬ ই এপ্রিল, ২০২৪ দুপুর ২:২৮



কিছুক্ষন থাকবে?
- কতক্ষন?
-এই সন্ধ্যে নামে নামে,যেও না হয় তারপরে ।
-ঠিক আছে।
-এবার তবে যাই ,বড় ভয় লাগে রাতে।
-আমায় সঙ্গী করবে পথে? ভয় দূর হয়ে যাবে তবে।
-যদি বদনাম করে কেউ?
-সেই ''কেউ'' কি আমার চেয়ে কাছের কেউ?
-না না,তা কি করে হয় ?
-দেখো আজ রাতে,মেঘ ডাকছে ভয়ঙ্কর ,
-তবুও যে যেতে হয়
-তবে মেলছি ছাতা,এসো বাহুডোরে
-যদি কেউ দেখে ফেলে?
-সর্বনাশ হবে?
-না না তা নয়
-তবে কেন এতো ভয়?
-তবুও যে ভয় হয়।
-যেতে যেতে খোঁপায় দিবো গাদা ফুল
-ওরা যদি প্রশ্ন করে , ফুলের মালা কোথায় পেলাম?
-তবে আমার নাম নিও। হাতের কাকন বালা, পায়ে নুপুর ঝরা দিয়ে দেব তোমায়
-ওরা যদি আবার প্রশ্ন করে কোথায় পেলাম এগুলো?
-তবে আবার আমার নাম নিও।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০২৪ দুপুর ২:৪৪

মিরোরডডল বলেছেন:





মার্শ, রস ঝরে ঝরে পড়ছে, এত সুইট লেখাটা :)

০৬ ই এপ্রিল, ২০২৪ দুপুর ২:৫৪

মায়াস্পর্শ বলেছেন: মার্শ, রস ঝরে ঝরে পড়ছে, এত সুইট লেখাটা :)
অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা নিবেন ।
এরকম হয়েছে কখনো আপনার সাথে?

২| ০৬ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:১৫

মিরোরডডল বলেছেন:




এরকম হয়েছে কখনো আপনার সাথে?

তার আগে শুনবো হলে কি হবে, আর না হলে কি হবে :)

০৬ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:১৯

মায়াস্পর্শ বলেছেন: তার আগে শুনবো হলে কি হবে, আর না হলে কি হবে :)
কিছুই হবে না হয়তো,
আবার আপনার স্মৃতি থেকে হয়তো একটা কবিতা লেখার কিছু উপাদান পেয়ে যাব তাই জানতে চেয়েছি। :D

৩| ০৬ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:১৭

মিরোরডডল বলেছেন:




ছবিটা কি কিছুক্ষণ আগে আপডেট করা হলো, প্রথমে মনে হয় অন্য ছবি দেখেছিলাম।
ভালো হয়েছে।

০৬ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:২০

মায়াস্পর্শ বলেছেন: জ্বি, পরে আপডেট করে নিয়েছি। ধন্যবাদ অনেক অনেক।

৪| ০৬ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:২১

ইসিয়াক বলেছেন: এখন কেউ আর এত বদনামের ভয় করে না। সবাই খুল্লামখুল্লা পেয়ার করে।
তবে প্রেমে দ্বিধা ভয় সংকোচ না থাকলে মজা নাই। অপর পক্ষের সদয় সম্মতির জন্য অনন্তকাল অপেক্ষা করা যায়।

০৬ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৩৮

মায়াস্পর্শ বলেছেন: একদম মনের কথা বলেছেন কবি। এই যুগে এরকম আতংকিত প্রেম নেই। আছে আতংকিত প্রতারণা আর শো অফ। ভালো থাকবেন সবসময়ই।

৫| ০৬ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:২৪

মিরোরডডল বলেছেন:




ওয়েল, হয়তো এক্সাক্টলি এমন হয়নি কিন্তু এর চেয়েও সুইট আর গভীর কিছু হয়তো :)

সেটা যেনো আবার জানতে চাইবে না 8-|




০৬ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৪১

মায়াস্পর্শ বলেছেন: ওকে, যদি ভয় হয় তবে থাক। :-P =p~

৬| ০৬ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৪২

মিরোরডডল বলেছেন:




ইসিয়াক বলেছেন: তবে প্রেমে দ্বিধা ভয় সংকোচ না থাকলে মজা নাই।

কথা সত্যি।

ইসিয়াক বলেছেন: অপর পক্ষের সদয় সম্মতির জন্য অনন্তকাল অপেক্ষা করা যায়।

নাহ এইটা আবার ঠিক না, অনন্তকাল অপেক্ষা নো ওয়ে।
সবকিছুর একটা বয়স থাকে, সময় পেরিয়ে গেলে সম্মতি দিয়ে কি হবে তখন :)



৭| ০৬ ই এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:৩২

ইসিয়াক বলেছেন:
ইসিয়াক বলেছেন: অপর পক্ষের সদয় সম্মতির জন্য অনন্তকাল অপেক্ষা করা যায়।

নাহ এইটা আবার ঠিক না, অনন্তকাল অপেক্ষা নো ওয়ে।
সবকিছুর একটা বয়স থাকে, সময় পেরিয়ে গেলে সম্মতি দিয়ে কি হবে তখন

আপু আমি কিন্তু একজনের জন্য এখন অপেক্ষায় থাকি। মাঝেমাঝে দেখা হয় চোখের দেখা... কথা হয় না। :(

৮| ০৬ ই এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪

মিরোরডডল বলেছেন:




আপু আমি কিন্তু একজনের জন্য এখন অপেক্ষায় থাকি। মাঝেমাঝে দেখা হয় চোখের দেখা... কথা হয় না।

এখন অপেক্ষায় থাকা ঠিক আছে, হয়তো আরও কিছুকাল, কিন্তু নট ফরেভার।
শুরুতে চোখের দেখা, কথা না বলা, এটাই যেনো স্বাভাবিক।
কিন্তু তারপর?
মানুষের মন, একসময় প্রিয়জনের স্পর্শের মধ্যে থাকতে চায়।


৯| ০৯ ই এপ্রিল, ২০২৪ রাত ৯:১১

মিরোরডডল বলেছেন:




ঈদ মার্শর কাছে প্রেমিকাতুল্য, যার জন্য সব করতে পারে।
এই যেমন তার জন্য ব্লগে আসছে না আজ কয়দিন হলো :)


১০ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৪:০৫

মায়াস্পর্শ বলেছেন: কেমন আছেন?
আসলে তা নয়। অনেকদিন বাদে বাড়ি এসেছি, নিজের ডকুমেন্টস রিলেটেড কিছু কাজ নিয়ে খুব ব্যাস্ত, সামনে অন্য একটা জবের জন্য দরকার সেগুলো, পৌরসভা,কাউন্সিলর অফিস এসব করতে করতেই কাহিল হয়ে গিয়েছি। লিখার মত কম্ফোর্ট্যাবল সিচুয়েশনে নেই। ঈদের শুভেচ্ছা নিবেন এবং ভালবাসা জানবেন অনেক অনেক।

১৬ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:৪১

মায়াস্পর্শ বলেছেন: এই যেমন তার জন্য ব্লগে আসছে না আজ কয়দিন হলো
তা আপনার কারণ কি না আসার ????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.