নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

মুক্তির পয়গাম

২৩ শে মার্চ, ২০১৭ রাত ৮:৪৬

ফুল চন্দন সুভাশিত
কোন বার্তা নেই
কেবল কাফনের কাপড়ে মৃত্যুর পয়গাম।
নিরন্ন ক্ষুধার জ্বালায়
বোবা কান্নার দাগ
গোলামীর জিঞ্জির নব্য দাসত্বের কারাগার।
সভ্যতার গায়ে কালি
বিবেকের হাহাকার
অন্যায়ের প্রতিবাদে বলি হয় নিরপরাধ।
৭১-এ মুক্তির সেই গণ মিছিলে
বুলেট -গুলির বৃষ্টি
আতঙ্কিত মানুষের কি যে ভয়ানক আর্তনাদ।
নির্মম মৃত্যুর মহড়ায়
ওরা উঠেছে মেতে
বলে রক্ত-লাশে নে এবার স্বাধীনতার সাধ।
আবার এসেছে ফিরে
জীবনে বাঙ্গালির ট্রাজেডি
মুক্তকামী নয়ন জলে ভরে উঠে শঙ্খনদী।
বিভেদের ভাঙ্গা প্রাচীরে
মিছে ক্ষমতার দম্ভে
গড়তে পারবে না আর প্রেমের তাজমহল।
সব ভুল ভাঙ্গ
বাংলার আকাশে-বাতাশে
ফুল চন্দন সুভাশিত মুক্তির পয়গাম আন।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ১১:৪২

ধ্রুবক আলো বলেছেন: বাংলার আকাশে-বাতাশে
ফুল চন্দন সুভাশিত মুক্তির পয়গাম আন। ++
খুব সুন্দর লিখেছেন

২৪ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনিও সুন্দর মন্তব্য করেছেন।

২| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১২:১৯

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন +++

০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৩:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন। ভালো লিখবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.