নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

প্রেম আজ মৃত জোনাকী

১২ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৫


যাও অবেলায় অপার্থিব আলোয়
অনীলে মিশে
বাধা দেব না,
যদি ফিরে আসো কখনো
আকাশের রঙে
পাবে আমায় তুমি
বিজন রাতে হিজল বনে
নিশী জোস্নায়
নতুন দুঃস্বপ্নের মত
তুমি জানবে কি ?
পাতায় পাতায় পরে আছে
জীবনের বাক হারিয়ে
হাজার মৃত জোনাকী।।
মরা নদীর গান কালো জলে
ঘাস ফুলে জলাভূমি
ছোট ছোট ঢেউ হয়ে বারবার
তীরে ফিরে আসি
মনে হয় গাঙচীল তুমি
কিছু কথা কিছু গান
চিরকাল থেকে যায় বাকি
প্রেম আজ মৃত জোনাকী।।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৭ দুপুর ১:১৪

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভালই লাগল। ভাল থাকুন কবি।

১২ ই জুন, ২০১৭ বিকাল ৩:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনিও ভাল থাকুন আধুনিক কবি।

২| ১২ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৪

শাহরিয়ার কবীর বলেছেন:
শিরোনাম ও কবিতা ভালো লেগেছে ভাই +++

১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: কবির ভালো লেগেছে এ্ইতো আমার স্বার্থকতা।

৩| ১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক ভাল লেগেছে+++++

১২ ই জুন, ২০১৭ রাত ১০:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক শুভ কামনা আপনার জন্য।

৪| ১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

সত্যের ছায়া বলেছেন: ভাল লাগা জানিয়ে গেলাম।

১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: খুব ভাল থাকিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.