নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

কিছু স্বপ্ন

৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৫৫


কিছু স্বপ্ন আকাশে ভাসিয়েছি
মেঘের ভেলায় বৃষ্টির ঠিকানায়
আমার এ চোখ ভিজিয়ে দেবে
কবিতার মত ভাললাগা শ্রাবণ সন্ধ্যায়।

কিছু স্বপ্ন চিরকাল নিরুদ্দেশ
অনুরুপ অদেখা অজানায়
মরনের পর তারা হয়ে জ্বলবো
তোমায় দেখব বলে আকাশের গায়।

কিছু স্বপ্ন ভেঙ্গে যায়
ভোরের আলো না ফুটতেই ধরণীর বাস্তবতায়
এ জীবন তবু বাক নেয় না
আহত হলদে প্রজাপতির ডানায়।

কিছু স্বপ্ন যেন রজনীগন্ধার ঘ্রাণ
যা কেবল বিলাসী মানুষেরে মানায়
মিথ্যার কারুকার্যে স্বর্গ রচনায়
ছেদ পড়ে মুখোমুখি সত্য জানায়।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে কবিতা
আরো লিখে যান অবিরত
শুভেচ্ছা কবিকে

৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনুপ্রানিত করার জন্য ধন্যবাদ আপনাকে। পাশে থাকবেন।

২| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০১

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে ++

৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনি পাশে আছেন থাকবেন এইতো চাই। ভাল থাকবেন। ধন্যবাদ ভাইজান।

৩| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:২৪

মোস্তফা সোহেল বলেছেন: কিছু টাইপো আছে ঠিক করে দিন। কবিতা সুন্দর হয়েছে।
মেঘোর < মেঘের
তুব < তবু
আর এই লাইনটাতে মনে হয় সমস্যা আছে<মরনের পর তারা গয়ে জ্বলবো।
ধন্যবাদ কবি।

৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন: শুধরে নিয়েছি। ভুল ধরিয়ে দেবার জন্য রক্তিম গোলাপের শুভেচ্ছ। ভাল থাকবেন, পাশে থাকবেন।

৪| ৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:০১

তপোবণ বলেছেন: চমৎকার লিখেছেন। আরো আশা করছি।

৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন: উৎসাহ দেবার জন্য শুভ কমনা রইল জনাব।

৫| ৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩০

ধুতরার ফুল বলেছেন: বেশ! চমৎকার কবিতা।

৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ।

৬| ৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনি স্বপ্ন রাজ্যের আরো গভীরে প্রবেশ করুন। আর স্বপ্নগুলো বাস্তবে ধরা দেইক- এই কামনা থাকল।

৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অবশ্যই কদম ফুলের শুভেচ্ছ আপনাকে।

৭| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১২:১০

সুমন কর বলেছেন: ভালো লাগল।

০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ দাদা।

৮| ০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:২৬

সনেট কবি বলেছেন:



কবি মাইদুল সরকার

ছন্দবদ্ধ কথামালা সাজানো গুঁছানো
সুখপাঠ্য পরিপাটি অন্তর কথন
বিষয়ের বিচরণে সুদক্ষ অনেক
কবিতার রত্নে ভরা সাহিত্য সম্ভার।
মাইদুল সরকার কবিকে মিলাই
কবিতার রাজ্য জয়ে কেমন সে বীর
দেখলাম আছে তাঁর দারুণ দক্ষতা
কারিকুরি আবেগের যথেষ্ট সুন্দর।

কবিতার উপলক্ষ্য প্রেম ও প্রকৃতি
একে একে দেখি-পড়ি মনের তৃপ্তিতে
দেখি সব শোভাময় পাতায় পাতায়।
রুচিবান মালি এক কাব্যের কাননে
সাজালেন নানারূপ কবিতা কুসুমে
সাহিত্যের সুনন্দন শান্তির নিবাস।

০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: সনেট কবি যে আমাকে নিয়ে একেবারে হৃদয়গ্রাহী এক সনেট রচনা করে ফেললেন। খুব ভাল লাগলো। কৃতজ্ঞতা প্রকাশ করছি।
পাশে থাকবেন। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.