নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

অন্যরকম ইচ্ছা পূরণ

০২ রা আগস্ট, ২০১৭ সকাল ৯:২৯


১৯৯৪ সালের কোন এক সকালে সৈয়দপুরের সরকারী বাসা থেকে ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলে যাচ্ছি। ৪র্থ শ্রেনীতে পড়ি। অন্যান্য বন্ধু আগেই স্কুলে চলে যাওয়ায় একাই সকালের মিষ্টি রোদ গায়ে মেখে হেটে হেটে যাচ্ছি। প্রায় ৩০ মিনিটের হাটা পথ। রাম্তা দিয়ে যাচ্ছি আর এটা-সেটা ভাবছি। হঠাৎ সামনে দেখতে পেলাম সেনাবহিনীর এক সৈনিক সাইকেল চালিয়ে আসছে সামনের দিক থেকে। তার সাইকেলের সামনে বিভিন্ন প্রকার গোলাপ ও রজনীগন্ধা ফুল। কাছাকাছি আসতেই আমার ইচ্ছা হলো ওনার থেকে ফুল নেওয়ার কিন্তু একজন অপরিচিত মানুষের কাছ থেকে কি ভাবে ফুল চাওয়া যায় জানিনা। মনে মনে বলতে থাকলাম-ইস্ যদি একটা ফুল পড়ে যেত, তাহলে আমি নিয়ে নিতাম।
সৈনিক আমাকে ক্রস করে চলে গেল। আমিও সামনের দিকে পা বাড়ালাম। কি মনে করে পিছন দিকে তাকাতেই দেখতে পেলাম একটা রজনীগন্ধার স্টিক সেই সাইকেল থেকে নীচে পড়ল। অপ্রত্যাশিতভাবে মনটা খুশীতে ভরে গেল। কিন্তু ঠিক তখনই বিপরীত দিক থেকে একটা গাড়ী ধেয়ে আসছে। নির্ঘাত ফুলটিকে পিষ্ট করবে, সবকিছু ভুলে একদৌড়ে ফুলটিকে ছোঁ মেরে হাতে নিয়ে রাস্তার পাশে এসে দাড়ালাম আর অমনি গাড়িটি সাই করে চোখের সামনে দিয়ে চলে গেল। আর একটু দেড়ি হলে ফুলসহ আমি পিষ্ট হয়ে পৃথিবী থেকে চিরদিনের তরে চলে যেতাম।
ফুলটির ঘ্রান শুকতে শুকতে স্কুলে পৌছলাম। তখনও ক্লাস শুরু হয়নি, ব্যাগ রেখে মাঠে গেলাম। বন্ধুরা ফুল দেখে কেউ বলল-কোথা থেকে এনেছ, কেউ বলল-নিশ্চয় চুরি করেছ, অন্যকেউ বলল-উপহার পেয়েছ, বাগান থেকে ছিড়ে এনেছ ইত্যাদি নানা প্রশ্ন ? সবশেষে আমি আসল ঘটনাটা খুলে বললাম। তখন সবাই ফুলটি নিজের করে নিতে চায়। আমি বললাম-একটা ফুলতো আর সবাইকে দিতে পারবনা। তারচেয়ে এটা আমার কাছেই থাকুক।
তারপর থেকে রজনীগন্ধা ফুল দেখলেই সেই অন্যরকম ইচ্ছা পূরণের ঘটনাটা চোখের সামনে ভেসে উঠে।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৩

প্রামানিক বলেছেন: চমৎকার স্মৃতিচারণ।

০২ রা আগস্ট, ২০১৭ সকাল ১১:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । ভাল থাকবেন দাদা ।

২| ০২ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৭

বিজন রয় বলেছেন: ফুলেরও কাটা আছে। তাই সব ফুলে তাকাতে নেই।

আর আপনার অত রিস্ক নেওয়া ঠিক হয়নি। যদিও ছোট ছিলেন।
তবে আমি মনে করি ওই ঘটনা এখন আপনাকে অনেক সাবধান হতে শিখিয়েছে।

শুভকামনা।

০২ রা আগস্ট, ২০১৭ সকাল ১১:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর মতামত আপনার জন্যও রইল শুভকামনা।

৩| ০২ রা আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৩

শামচুল হক বলেছেন: ভালো লাগল আপনার স্মৃতিচারণ।

০২ রা আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: মতামত জানানোর জন্য অবশ্যই ধন্যবাদ প্রাপ্য হইয়াছেন।

৪| ০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪২

মোস্তফা সোহেল বলেছেন: ফুল ভালবেসে জীবন দিতে গেছিলেন!
স্মৃতিচারনা ভাল লাগল।

০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক ধন্যবাদ সোহেল ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.