নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

লুঙ্গি বিপত্তি

০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৩:০২


লুঙ্গি আমাদের দেশে বহুল ব্যবহৃত একটি পরিধেয় বস্ত্র। এর মত আরাম দায়ক বস্তু বাঙালি পুরুষের কাছে আর নেই। যারা লুঙ্গি পড়েনা তাদের কথা ভিন্ন। তবে ইদানিং শহরাঞ্চলে এর ব্যবহার কিঞ্চিত কমেছে। কিন্তু এর কদর এশিয়া মহাদেশে বেশি থাকলেও অন্যান্য মহাদেশেও এর ব্যবহার আছে বলে প্রমাণ পাওয়া যায়। যতই এর সুবিধা ও কদর থাকনা কেন ঠিক মত না পরিতে পারিলে বিপত্তি ঘটে বলাই বাহুল্য।
১। নানির বাড়িতে বেড়াতে গিয়েছি । খুব আনন্দ করছি। একদিন আছর নামাজের পর আমরা মসজিদের বারান্দায় দাড়িয়ে কথা বলছি। পাশেই রাস্তায় দুই কিশোর ঝগড়া করতে করতে হাতাহাতিতে লিপ্ত হল। পাশের বাড়ির এক মামা তখন নদীতে গোসল সেরে এ পথ দিয়ে বাড়ি যাচ্ছিলেন। তিনি সেই কিশোরদ্বয়ের ঝগড়া দেখে দ্রুত তাদের থামাতে দৌড় দিলেন আর অমনি বেখেয়ালে তার লুঙ্গিটা কোমড় থেকে খসে মাটিতে পড়ে গেল। এমন ঘটনায় দু একজন জোড়ে হেসে ফেলল, কিশোরেরা হাশির শব্দে হঠাত থেমে গেল। সামনের দিকে তাকাতেই তাদের চক্ষু বিষ্ময়ে বিষ্ফারিত। সেই মামা দ্রুত লুঙ্গিটা পড়ে লজ্জায় পড়িমড়ি করে স্থান ত্যাগ করলেন।

২। ০৩ বন্ধু এক বিয়ে বাড়িতে গেছে বেড়াতে। তাদেরকে রাতের বেলায় একটা ঘরে থাকতে দেওয়া হয়েছে। রাতের খাবার খেয়ে তারা লুঙ্গি পরে শুয়ে পড়ল এবং গল্প করতে করতে ঘুমিয়ে গেল। সকালে দুই বন্ধুর আগে ঘুম ভাংলো। তারা দেখল তাদের অপর বন্ধুটি দিগম্বর হয়ে এখনো ঘুমাচ্ছে। তার লুঙ্গিটি পায়ের কাছে ঝুলে রয়েছে। প্রথমে সেই দুই বন্ধু ভীষন লজ্জা পেল। তারপর বলল-ভাগ্য ভাল এবাড়ির কোন লোক এই দৃশ্য দেখেনি। দেখলে আমাদের মান-সম্মান প্লাষ্টিক হত। তারা দুজনে তাকে শিক্ষা দেবার জন্য দুষ্টমি করে ঘুমন্ত বন্ধুর গোপন জিনিসের সাথে সুতা বেধে অপর প্রান্ত জানালার গ্রিলের সাথে বেধে রাখল। কিছুক্ষণ পর সেই বন্ধুটি ঘুম থেকে জেগে দেখল তার লুঙ্গিটি পড়নে নেই এবং তার গোপন সম্পদের সাথে সুতা বাধা। লজ্জায় সে তাড়াতাড়ি সুতা ছিড়ে লুঙ্গি পরিধান করল। পরে দুই বন্ধু তাকে বলল- আর কোনদিন যদি এমন হয় তবে তোর খবর আছে। সে তখন লজ্জায় মুখ ফিরিয়ে রাখল।

৩। মিরাজ শহর থেকে বাবা-মার সাথে গ্রামের বাড়ি এসেছে। কিছুদিন থাকবে। আমরাদের গ্রামের ছেলেরা লুঙ্গি পড়ে অভ্যস্ত। মিরাজও ছেলেদের দেখাদেখি লুঙ্গি পড়ছে। কিন্তু তার লুঙ্গি পড়া সুন্দর হচ্ছেনা, সে তা সামলে রাখতে পারছেনা। একদিন নদীতে সবাই গোছল করতে নামলাম। সেথায় বুক পানি। আমরা সাতার কাটছি। কখনোবা কাদা ছোড়াছুড়ি করছি। ক্লান্ত হয়ে একে একে সবাই নদী থেকে উপরে উঠে এলাম। মিরাজ সেই উপরে উঠল তখন সবাই তাকে লেংটু লেংটু বলে চেচাতে লাগলো। সে নিজের দিকে তাকিয়ে শরমে আবার পানিতে ঝাপিয়ে পড়ল। তখন আমরা আর কোন উপায় না দেখে একটা গামছা ছুড়ে দিলাম তার দিকে। সে গামছা পড়ে বাড়ি ফিরলো।

তাই যারা নতুন লুঙ্গি পরা শুরু করেছেন সাবধানে থাকবেন। নয়তো যেকোন সময় বিপত্তি ঘটতে পারে।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৩:১২

ধুতরার ফুল বলেছেন: =p~ =p~

০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

২| ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমি বলি কি লুঙ্গিতে সাবধান।

আপনি বেশ মজা করে লিখেছেন।

০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার মজা লেগেছে জেনে ভাললগাল। অবশ্যই লুঙ্গিতে সাবধান।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:


লুংগি হচ্ছে, লম্বা স্কার্ট

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: তাই নাকি ? হা হা হা.................

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৮:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: লুঙ্গি আরামদায়ক। যাদের সমস্যা আছে তারা ঘুমের সময় না পরলেই ভালো হয়। তবে আমার কোন সমস্যা হয় না। একবার কিশোর বয়সে মা বোনের সাথে কথা বলতে গিয়ে লুঙ্গি পরার সময় হঠাৎ হাত থেকে পড়ে যায় লুঙ্গি। মাইক্রো সেকেন্ডের মধ্যেই অবশ্য নীচ থেকে উঠিয়ে নেই। এক্সিডেন্ট হতেই পারে...

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার ছোট্ট ঘটনাটা শেয়ার করার জন্য ধন্যবাদ।

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:৩১

প্রামানিক বলেছেন: কাহিনীগুলো অনেক সময় বাস্তবেই ঘটে থাকে। ধন্যবাদ

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: বাস্তব ঘটনাইতো উপস্থাপন করেছি। আপনাকেও ধন্যবাদ।

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১১:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন:
পুরা ঢাকা শহর একদিন লূঙ্গি পড়ে ঘুরে বেড়ানোর শখ আছে । কিন্তু পহেলা বৈশাখ ছাড়া তো সম্ভব না ।। =p~


ভালো লিখেছেন +

০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: বলেছেন: কেন সম্ভব নয়। আপনি লুঙ্গি পড়ে যখন বের হবেন তখন ভাববেন আপনাকে কেউ চিনেনা, তখন যেথা খুশি সেথা যাবেন। + এ অনুপ্রাণিত হলাম।

৭| ০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১০

নীলপরি বলেছেন: বিরাট গবেষণা । :)

০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ নীলপরি।

৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৭

কালীদাস বলেছেন: আপনার দেয়া লিংক থেকে আপনার প্রিয় দুইটা পোস্টই পড়লাম। এটা বেশি ভাল লেগেছে। হা হা =p~

১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ দাদা।

লিখা পড়ে মন্তব্য করার জন্য।

ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.