নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

দুধভাত+উৎপাত=দুধভাতে উৎপাত

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩৩

জোটে যদি দুধ ভাত
শুরু হয়ে যায় উৎপাত
ছোট বলে আমি খাব
বড় বলে আমি নেব
কাকে রেখে কাকে দেব
হায়! এক থালা ভাত
দুধভাতে উৎপাত।
দুধভাতে কলা, কাঠাল কিংবা আম
খেতে ভারি মজা
ওরা করে খাম খাম
অভাবী শিশুদের স্বভাবই এমন
খাবার দেখলেই করে কেমন
রাত হয়ে এল জোটেনি ভাত
শুরু হয়ে গেল উৎপাত।
ধনীর শিশু খেতে চায় না
দুধে মাখা ভাত
বাবা-মা করে ক্যাচাল
পাড়ে প্যাচাল
ভুলিয়ে ভালিয়ে
খাওয়াতে না পাড়লে দুধ ভাত
তখন তারাও করে উৎপাত।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪১

ওমেরা বলেছেন: মামা দিল দুধভাত পেট ভরে খাই ।
মামী এল লাঠি নিয়ে পালাই পালাই ।
ছোট বেলায় শুনেছি আগে,পরে মনে নাই ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন: ছোট বেলা আমরাও এভাবেই শুনেছি। অনেক ভাল লাগলো আপনার মন্তব্য। ধন্যবাদ।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২৬

ফাহমিদা বারী বলেছেন: বাঃ! মজার কবিতা তো!

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন: স্বাগতম ব্লগ বাড়িতে। অনুপ্রাণিত হলাম আপনার কথায়। ভাল থাকুন।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়ে ছোট বেলার কথা মনে গেলে,কবি !



ভালো লিখেছেন ++++

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: দুধ ভাত কি খুব মিস্ করছেন ? আমার কিন্তু প্রিয় দুধ ভাতের সাথে কলা, কাঠাল কিংবা আম।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২১

শাহরিয়ার কবীর বলেছেন: না,মানে বোঝাতে চেয়েছিলাম !! ছোট বেলায় নিয়িমিত দুধ ভাত খাওয়া হতো !! এখন কিন্তু নিয়মিত তা খাওয়া হয় না। আর এখন আমার বেশি ভাগ সময় বাহিরে,বাহিরে কাটে । আজ এ শহগরে,কাল ও শহরে। হোটেলেগুলোতে কি আর দুধ ভাত খাওয়ার ব্যবস্থা থাকে । :P



ভালো আছেন নিশ্চয় !!

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: সত্যি বড় হয়ে গেলে দুধ ভাত অনিয়তিম হয়ে যায়। কোন বিশেষ কাজে শহরে শহরে ঘুরছেন নাকি চাকিরর খাতিরে।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ছন্দ বেশ দারুণ ভাবে মিলিয়েছেন। শেষের দিকে একটু এলোমেলো লাগল। শুরুটা দারুণ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: বাস্তব মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.