নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

সেই দু\'টি চোখ

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৮



পূর্ব কথনঃ বাংলা সাহিত্যে জীবনানন্দ দাশ অনণ্য ও অন্যতম এক কবি। সুরঞ্জনা তার অসামান্য সৃষ্টি। সব প্রেমিকের স্বপ্ন যেন সুরঞ্জনার মত একটা প্রেমিকা তার হয়। জীবন বাবুর সেই সুরঞ্জনাকে নিয়ে মাঝে মাঝে ভাবতাম। তারই ফসল এই কবিতা।(০৭/০৮/২০০৭)

সুরঞ্জনা, আজও নক্ষত্র রাতে তারা ভরা আকাশ
অস্তাচলে আবিরের রংয়ে থামেনি মহাসমুদ্রের কল্লোল
নিরবধি বয়ে চলা তটিনীর তীরে উড়িতেছে গাঙ্গচিল
রাখালের বেণুর সুর বাজে দূর কোন ফশলী মাঠে।
শ্রান্ত পথিক উদাস মনে জিরাইতেছে বট-অশ্বত্থের ছায়ায়
কৃষাণী কাঁচা রোদে আঙ্গিনায় ছড়িয়েছে সোনারং ধান
সাঙ্গ হয় না ঘাসফড়িং ও হলদে প্রজাপতির খেলা
হিজলের ফুল ভাসে নব বর্ষায় পাখিদের উল্লাসে।

আজওতো বাউল গান গায় সুর তোলে একতারায়
তোমার মত করে একদিন এ জীবনে সবই হারায়
স্মৃতির দর্পণে সেই সন্ধ্যা স্নান যমুনার জল
কেবল থেকে যায় তোমার দু'টি চোখ ম্লান বেতফল।

মন্তব্য ৩১ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: মাইদুল ভাই আপনি আমাদের একালেন জীবনানন্দ!
কবিতা ভাল লেগেছে।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: এত প্রশংসা কোথায় রাখি ! অনেক অনেক ধন্যবাদ কবি।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সুন্দর লিখেছেন।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল আছেতো ভাই ? শুভ কামনা।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৫

ওমেরা বলেছেন: সুন্দর !

০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপু ভাল থাকেন। ধন্যবাদ।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জি, আগের থেকে কিছুটা সুস্হতা অনুভব করছি।
দোয়া করবেন।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন: অবশ্যই। পুরোপুরি ভাল হয়ে উঠুন।

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:



বেশ ভাল লাগল..

০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার মন্তব্য পড়ে আমারও ভাল লাগলো।

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৪

মনিরা সুলতানা বলেছেন: দারুন উপমা !!!!

০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ২:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন: খুবই অনুপ্রাণিত হলাম।

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৩

শাহরিয়ার কবীর বলেছেন: জীবনানন্দ দাশ আমার প্রিয় কবি !!!!



ভালো লাগলো++++



শুভ কামনা রইলো।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমারও। তাই একটু ওনার মতো লেখার চেষ্টা আর কি।
এবার কোন শহরে আছেন ?

৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৩

চাঁদগাজী বলেছেন:


সুপাঠ্য হয়েছে, কিন্ত সুচনাতে কবির কথা বলাতে, মনে হচ্ছে অনুকরণ করা হয়েছে

০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনুকরণ নয় অনু্প্রেরণা। আপনার ভাল লাগা জানতে পেরে তৃপ্ত হলাম। ভাল থাকবেন। ধন্যবাদ।

৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৪

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর করে লিখেছেন, সাজানো গোছানো +++

খুব ভালো লাগলো।

০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার মন্তব্য পড়ে অভিভূত হলাম। ধন্যবাদ।

১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১০:২৮

নায়না নাসরিন বলেছেন: চোখের কবিতাটি সুন্দর :)

০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার মন্তব্যটিও সুন্দর। ভাল থাকুন সবসময়।

১১| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৪

সনেট কবি বলেছেন:





মাইদুল সরকারের‘সেই দু'টি চোখ’ পোষ্টে মন্তব্য-

কবিতা দু’হাত ধরে নিয়েছে ভিতরে
চমকিত হয়ে দেখি আমরা দু’জন
একত্রে সেথায় আছি মৃদু আলাপনে
পারিনি না পড়ে শেষে কবিতার প্রেম।
কবি তারে সাজায়েছে মনোযোগ দিয়ে
তাতেই কবিতা হলো এমন সুন্দরী
মুগ্ধ না হয়ে কারো কি থাকছে উপায়?
মার্জনা করুন কবি এ পরকিয়ায়!

আপনার পরিশ্রমে কবিতা এমন
হৃদয়হরনী হয়ে টানছে পাঠকে
মায়াময়ী যেন কোন স্বর্গীয় অপ্সরা।
ইচ্ছে করে কবিতারে সাথে নিয়ে যাই
পরের সম্পদ বলে কষ্টে যাই ছেড়ে
তথাপি ও চোখ দু’টি জ্বলছে হৃদয়ে।

০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন: এত সুন্দর করে লিখেছেন যে, মনে হচ্ছে কবিতাই প্রেমিকা হয়ে উঠেছে। তাকে ছাড়া আর চলবেনা।

ধন্যবাদ সনেট কবি।

শুভ কামনা যানবেন।

১২| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৬

নীলপরি বলেছেন: স্মৃতির দর্পণে সেই সন্ধ্যা স্নান যমুনার জল
কেবল থেকে যায় তোমার দু'টি চোখ ম্লান বেতফল।


খুব সুন্দর লাগলো । ++++++

শুভকামনা ।

০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ নীলপরি। তা আছেন কেমন ?

১৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৫

নীলপরি বলেছেন: আমি ভালো আছি । আপনি কেমন আছেন ?

০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন: আলহামদুল্লিাহ্।

আচ্ছা আপনি কি গল্প লিখার কথা ভাবছেন ? কিছু মনে করবেন না ইদানিং আমিও গল্পের বিভিন্ন প্লট নিয়ে ভাবছি তাই আপনাকে জিজ্ঞাসা করলাম আর কি ?

ভাল থাকুন।

শুভ কামনা।

১৪| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৫

নীলপরি বলেছেন: আরে , আপনি কি করে জানলেন ? :)
হুম ! গল্প লেখার ইচ্ছে ছিল একটা ! এতে মনে করার কি আছে ?

আপনি তবে এবার গল্প লিখুন আর পোষ্ট দিন ।

আপনাকেও শুভ কামনা।

ভালো থাকুন ।

১৫| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৭

প্রামানিক বলেছেন: জীবানানন্দ ভাবনায় চমৎকার কবিতা। ধন্যবাদ

০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর মতামত দিয়েছেন কবি। শুভ কামনা জানবেন।

১৬| ০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৮

এম ডি মুসা বলেছেন: ভাল লেগেছে ।

০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল লাগার অনুভূতি প্রকাশে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.