নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

রম্য-রঙ্গ-৩

১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৭



দুই বন্ধুতে কথা হচ্ছে ১ম বন্ধুর কথা-বার্তা সব যৌনতা নিয়ে কিন্তু ২য় বন্ধু তা ঘুড়িয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছে। এতে ১ম বন্ধু বিরক্ত হচ্ছে এবং এক পর্যায়ে ২য় বন্ধুকে ঘায়েল করার জন্য বলল-

১ম বন্ধু : দোস্ত তোর ঐ টার সাইজ কেমন ?
২য় বন্ধু : কোনটা ?
১ম বন্ধু : না মানে কলা না মুলার মত
২য় বন্ধু : মানে?
১ম বন্ধু : মানে আবার কি তোর বন্দুকটার কথা বলছি
২য় বন্ধু : আমার তো কোন বন্দুক নাই
১ম বন্ধু : আরে হালার সেই বন্দুক না। চামড়ার বন্দুক
২য় বন্ধু : চামড়ার আবার বন্দুক হয় না কি ?
১ম বন্ধু : বেশি ভদ্রতা দেখাস, রাগ উঠাইসনা, তাইলে কিন্তু অহন খুইলা দেহুম।
২য় বন্ধু : অ-বুঝছি। থাক থাক আর খোলতে হইবো না। এই কথা হা. হা. হা..........................



গ্রামের বাড়িতে পোলাপান খেলা-ধুলা করছে। একজন বেশি দুষ্টামি করছে এবং খেলায় বাধা দিচ্ছে তখন দুই/তিন জন সুর করে বলতে শুরু করলো-
ঐ ছেড়া বান্দর
তর মায় সোন্দর
তর মার বিয়া
ভাঙ্গা ঢোল দিয়া।

প্রতিউত্তরে ছেলেটি যার সাথে বেশি শত্রুতা তার উদ্দেশ্যে বলছে-

ঐ ছেড়া মোকপোড়া
কাইন্দা বেড়াছ সারা পাড়া
তর লগে আড়ি
লাজ থাকরে যাইসনা আমার বাড়ি।




৪/৫ জন বন্ধু বান্ধব মাঠে বসে গল্প করছে, পিচ্ছি এক বাদামওয়ালার কাছ থেকে বাদম কিনে খাচ্ছে। হঠাৎ একজন পো করে পাদ দিল।
অমনি এক জন আরেক জনকে দোষ দিচ্ছে। তখন পিচ্ছি বলছে-

পাদে পাদন্তী
পাদে ভাগ্যবতী
পাদ আছে যার
ভাত আছে তার
পাদ নাই যার
পোড়া কপাল তার।
ছড়া শুনে সবাই হতভম্ব। এ ওর মুখ দেখা দেখি করছে আর পিচ্ছি তখন দাত কেলিয়ে হাসছে। এবার সে মজা পেয়ে যেতে যেতে বলছে-
ছেড়া-বেড়া
কাঠলের কোষ
ছেড়ি পাদ দিলে
ছেড়ার দোষ।
এবার সবাই মুখ টিপে হাসছে আর বলছে- ও বাবারে হাসতে হাসতে মরে যাচ্ছি পিচ্ছি কি শোনাল !




ছাত্র-শিক্ষক কথা হচ্ছে পড়া-লেখার ফাঁকে ফাঁকে।
ছাত্র : স্যার, রাস্তায় যারা কলা বেচে এটা সেটা বেচে তাদেরকেতো একদিনও তাদের জিনিস খাইতে দেখি না।
স্যার : তো কি হয়েছে ?
ছাত্র : না মানে ওরা ক্যান খায়না কে জানে ? আমি হলে ১টা ১টা করে সব খেয়ে সাবাড় করতাম।
স্যার : সবাই যদি তোমার মত খেয়ে সাবাড় করে যার যার জিনিস। তাহলে বেচবে কি ? আর অন্য মানুষজন কিনবেই বা কোথা থেকে
ছাত্র : আরে তাইতো এমন কইরা তো ভাবি নাই। সবাই খাইলে বেচব কে ?
স্যার : কি কলা খাবে না কি ?
ছাত্র : না স্যার অন্য দিন।




এই রঙ্গটি একটি গল্প তা থেকে নিজের ইচ্ছামত বানিয়ে ফেললাম-
এক চাষী ১১টি কৈ মাছ ধরে বাড়ি নিয়ে এসে বউকে বলল-
শুনছ ভাল করে মাছগুলো ভেজে রাখ গরম ভাত দিয়ে খাব। তো চাষীবউ মাছ ধুয়ে ভেজে রাখল। ঘ্রানে সে খাওয়ার লোভ সামলাতে পারলনা। প্রথমে ভাবল ১টা খেয়ে দেখি কেমন হয়েছে। মজা পেয়ে খেতে খেতে সে ১০টি মাছ খেয়ে ফেলল।

স্বামী যখন খেতে বসল তখন দেখতে পেল ১টি মাছ। জিজ্ঞেস করল বাকি মাছ কই। চাষীবউ উত্তর দিল-

১টি গেল পালিয়ে
ঠেকল দশে
ধুইতে-মাঝতে ৩টি খসে
থাকলো সাত
ভূতের মুখে ১টি ভীষণ কালো রাত
থাকলো ছয়
প্রতিবেশিকে ২টি দিতে হয়
ঠেকল শেষে চারে
ছেলে-মেয়ে ২টি কাড়ে
আর বাকি দুই
মোর জন্য ১টি থুই
থাকলো কেবল এক
চোখ থাকলে পাতে দেখ।

সত্যি চাষীর পাতে ১ টি ভাজা কৈই ও ২টি পোড়া লংকা। বুদ্ধির জোরে চাষীবউ পার পেয়ে গেল।




ব্লগ নিয়ে একবন্ধু বেশ উচ্ছাসিত। সে তার অপর বন্ধুকে বলছে-
১ম জন: দোস্ত আজকে ব্লগে ১টা পোস্ট দিছি। হিট হইবো।
২য় জন : ব্লগে কেমনে লেহে? সিস্টেমডা ক'দেহি। আমিও লেহুম।
১ম জন : সে কিরে! তুই আবার কি লিখবি, তুইতো ভালা কইরা পড়তেই পারসনা।
২য় জন : একখান এস.এম.এস বই কিনা খালি এস.এম.এস পোস্ট দিমু আর লগে আমার ছবি।
১ম জন : তার কাজ নেই বাপু। সবাই তোকে নিয়ে হাসা-হাসি করবে।
২য় জন : ব্লগে আবার হাসনও যায় ! আজকাই ব্লগ খুইলা দে
১ম জন : ব্লগ তো ২৪ ঘন্টাই খোলা থাকে।
২য় জন : তাই নাকি ? দারুণ একখান জিনিষতো ! এমনে এমনে হাসতে আর ভাল-লাগেনা। এইবার ব্লগে হাসুম।


ছবি : নেট
লেখা চুরি হইলে খবড় আছে।


মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২১

মোস্তফা সোহেল বলেছেন: ভাল্লাগছে ;)

১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন: হাসিতে ও ভাললাগায় ধন্যবাদ।

২| ১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫০

সুমন কর বলেছেন: B-)

১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন: মুচকি হাসি না পুরা হাসি হাসলেন জানাবেন।

ধন্যবাদ।

৩| ১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: :-P

১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: কেমন লাগলো পুরোপুরি জানতে পারলে ভাল হত।

ধন্যবাদ।

৪| ১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: :D ভালো লাগলো।





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: যাক হাসলেন তা হলে।

ধন্যবাদ। আপনিও ভাল থাকুন।

৫| ১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৭

উচ্ছল বলেছেন: আমার নিজের দেখা-
চলতি পথে একদিন দেখি ক্লাস টু তে পরে এই রকম ২ ছোট ছোট বান্ধবী হেঁটে যাচ্ছে।
এই সময় ওদের পেছনে ফেলে ৩য় একজন পিচ্চি মেয়ে এগিয়ে গেল।
তো পেছন থেকে ২ জন ছড়া কাটছে-
আগে গেলে বাঘে খায়,
পিছে গেলে সোনা পায়।
.
সামনে এগিয়ে যাওয়া মেয়েটির জবাব-
পিছে থাকি সোনা পা,
ঠাসি ঠাসি গু খা।

আমি তাজ্জব!!!

১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন: একেবারে সত্যি ঘটনা।

এরকম কত কত ঘটনা যে ঘটে আমাদের দেশে, সমাজে তার ইয়ত্তা নেই।

ঘটনা শেয়ার করায় ভাল লাগলো।

ধন্যবাদ আপনাকে।

৬| ১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৫

ভুয়া মফিজ বলেছেন: আপনার দেয়া পাদের ছড়া স্কুলে পড়ার সময় শুনেছি, তবে একটু ভিন্ন ভাবে,
পাদে পাদন্তী
পাদে ভাগ্যবতী
পাদ নাই যার
পোড়া কপাল তার।
ঠাস পাদ মহারাজ
ফোস পাদ গন্ধরাজ!

পোষ্ট ভালো হয়েছে।

১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার ছড়াটাও জানা হলো ।
এরকম কত কিছুই আমরা শুনে থাকি তাইনা ?

মন্তব্যে অনুপ্রাণিত।

শুভ কামনা।

৭| ১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৭

ভ্রমরের ডানা বলেছেন:


=p~



হা হা হা হা.... পইড়া গড়াগড়ি দিতাছি....

১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন: হাছাই কইতাছেন।
দেইখেন আবার খাট থেকে পইরা যাইয়েননা।
হা. হা. হা.................

৮| ১০ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:



স্যরি, তেমন সুবিধে হয়নি

১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: সবার কাছে যে ভাললাগবে তার কোন কারণ নেই।
প্রকৃত মতামতের জন্য ধন্যবাদ।

৯| ১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: প্রথমটা সত্যি মজার এবং শিক্ষণীয়।

১২ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর বলেছেন।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.