নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

অন্তিম আয়োজন

১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৮



যুবক ফিরিয়ে নাও তোমার ভালবাসা
অভাগী অসময়ে হলাম মরন পথযাত্রী
আমারে ছুঁয়না তুমি হইয়না পাপি
হয়ত আজ আমার এ ধরায় অন্ত্রিম রাত্রি।
এতটুকু চাওয়া যখন কখনো হয়নি পূরণ
এ জীবন কেবল কষ্টের নীল সরোবর
মরনের আগে হলনা সুখের দেখা
বাধা হলনা স্বপ্নের সেই ভালবাসার ঘর।

যুবক ফিরিয়ে নাও তোমার ফুল ও মালা
ফুঁরিয়ে গেছে সময়ের সব প্রয়োজন
আমি এখন দূরের কেউ অচীন বাসিন্দা
আমার এখন চিতায় যাবার চলছে আয়োজন।
ছেড়েছি নয়ন জলে বসুধার বন্ধন
কারো কাছে আর দাবী কিছু নাই
আমার বিরহে হবেনা শোকের মাতম
বিদায় বেলায় করবেনা কেউ ক্রন্দন।


ছবিঃ নেট

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কবিতার মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। কিন্তু এসব যুবকেরা বেপরোয়া হয়েই চলেছে। মনে হচ্ছে না কখনো থামবে। বানানের দিকে নজর রাখলে ভাল হয়।

১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ অয়ন ভাই
দারুণ মতামত দিয়েছেন।

২| ১৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ব্লগে পাঠক কি কমে গেল নাকি! কোন মন্তব্য নেই। এটা ঠিক না।

১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: কাল প্রায় সারাদিন ৩.০০ ঘটিকা পর্যন্ত ব্লগে সমস্যা ছিল।
লেখা পোস্ট করতে পারিনি, নতুন লেখা পড়েতে পারিনি।

আপনি এদিকটাও খেয়াল করেছেন যে মন্তব্য কমে যাচ্ছে !

ধন্যবাদ ও শুভকমানা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.