নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

রম্য-রঙ্গ-৪

২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৫



১।
বাবা-মা দু'জনই ব্যস্ত চাকরি, পার্টি, ক্লাব নিয়ে। বাসায় ২টি ছেলে-মেয়েকে রেখে সব সময় সব খানে যাওয়া যায়না। আবার সাথে নিলেও সমস্যা এ বলে প্রশ্রাব ধরেছে, ও বলে হাগু করব। লোকজনের সামনে এ ধরনের কথা বার্তায় বাবা-মা বিব্রত হন। তাই এ সব ঝামেলা থেকে বাঁচতে মা তার ছোট দুই বাবুকে শিখিয়ে দিল দু'টি মন্ত্র।

ছেলেকে শিখাল- প্রশ্রাবে ধরলে বলবে, গান করব।

মেয়েকে শিখাল-প্রশ্রাবে ধরলে বলবে, পাখি ছেড়ে দেব।

একদিন ছেলেকে রেখে মেয়েকে নিয়ে মা গেল অনুষ্ঠানে রাত বাড়তে থাকলো কিন্তু তাদের ফেরার নাম নেই। বাবা ছেলেকে খায়িয়ে শুয়ে পড়ল

মাঝ রাতের আগে ছেলে ঘুম থেকে উঠে বাবাকে ডাকছে। বাবা বিরক্ত হয়ে বলল-কি হয়েছে ?

ছেলে-বাবা, গান করব
বাব-এত রাতে
ছেলে-হ্যা, এখন গান করতে ইচ্ছে করছে
বাবা-কাল শুনবে, এখন ঘুমাও
ছেলে-না গান করব, গান না করলে ঘুমাতে পারবনা।
বাব- কি যন্ত্রনা, আচ্চা কানে কানে একটু গান করে শুয়ে পড়
ছেলে-বাবার কানে প্রশ্রাব করে দিল
বাবা-একি? তুমি একি করছে?
ছেলে-মা ইতো শিখিয়েছে গান করতে
বাব-রাগে অগ্নিশর্মা।

আরেকদিন মেয়েকে নিয়ে বাবা গেল মার্কেটে শপিং করতে। এক পর্যায়ে মেয়ে বাবাকে বলছে- বাবা, পাখি ছেড়ে দেব।
বাবা-মানে ?
মেয়ে- হ্যা, আমার পাখি ছেড়ে দিতে হবে, আর থাকতে পারছিনা।
বাব-তোমার কাছেতো পাখি নেই?
মেয়ে-আছে।
বাবা-কোথায় আমিতো দেখছি না?
মেয়ে-চল ওয়াশ রুমে যাব
বাবা-অধৈর্য হয়ে-এখানেই পাখি ছাড়না
মেয়ে-না, সবার সামনে পাখি ছাড়া যাবেনা
বাব-ছাড়, সমস্যা নেই, আমি আছি
মেয়ে-প্রশ্রাব করে পাজামা ভিজিয়ে ফেলল
বাবারতো আক্কেল গুড়ুম, এই তোমার পাখি ছাড়া ?
মেয়ে-আম্মুইতো শিখিয়েছে।


২।
দশম শ্রেণিতে পড়া ২ বন্ধুর কথা হচ্ছে-

১ম জন-আচ্ছা দোস্ত তুই অন্তর্বাস পরিসনা
২য় জন- অন্তর্বাস মানে?
১ম জন-মানে আন্ডার প্যান্ট পরিসনা
২য় জন-না পরিনা
১ম জন-কেন পরিস না?
২য় জন-পরলেই ওটা দাড়িয়ে যায়
১ম জন-না পরলে দাড়ায় না?
২য় জন-তেমন একটা না, তবে দাড়ালে পকেটে হাত দিয়ে রাখি
১ম জন- আরে ওটা পরবিইতো অস্বস্তি পরিবেশ থেকে রক্ষা পাওয়ার জন্য
২য় জন-আর রক্ষা। বেড়ায় ক্ষেত খায়
১ম জন- হা. হ. হা...................ঠিক বলেছিস-বেড়ায় ক্ষেত খায়।


৩।
পতিতা ও ১ জন যুবকের মধ্যে কথোপকথন হচ্ছে-

যুবক-আপনি আমায় কিছুতেই পটাতে পারবেনা। আমি খারাপ ছেলে নই।
পতিতা-উপরে সবাই বালা, ভিতরে কে কেমন হেইডাই আসল কথা।
যুবক-আপনি শুধু বলেন, কেন আপনি এ লাইনে এসেছেন ? তাহলে আপনার ১ দিনের ইনকাম আমি দিয়ে দেব।
পতিতা-আর মিছা কথা কইছনা, কত মানু দেখলাম।
কত ব্যাটায় জোড় কইরা খাইয়া-লইয়া দিল চম্পট
আর তুই আইছত করতে ধর্মঘট।
যুবক টাকা বের করে পতিতার হাতে দিল।
পতিতা চোখের পানি ফেলে বলল তার কাহিনী-

আমার যখন লিচু
সবাই নিল পিছু
আমার যখন আম
সবাই বলে খাম
আমার যখন বেল
সবাই মারে তেল
আমার এখন ঝুলে
সবাই গেল ভুলে।


৪।
২ জন কাজের লোকের মধ্যে কথা হচ্ছে-

১ম জন-ভাই তোর মালিক কেমন? কখন কখন খাইতে দেয়?
২য় জন-ভাল না, খওন দেয় সেই সকালে, সেই দুপুরে আর সেই রাইতে।
১ম জন- তয়, তোর মালিক কেমন?
২য় জন-আমার মালিক ভাল। খাওন দেয়-বেন ,বিয়াল। বেন ,বিয়াল। বেন ,বিয়াল। বেন ,বিয়াল। বেন ,বিয়াল।(দ্রুত ৫ বার উচ্চারণ)







মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ২ নাম্বার টি ভাল লাগে নি :( ৩ ও না ৪ ও না
১ মোটামুটি

২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

২| ২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৪

রোকনুজ্জামান খান বলেছেন: Pakhi............Chere.....Dibe.
ha....Ha.......ha.

২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: মজা ছেড়ে দেব।


হা. হা.হা...........................................

যাক মজা পেলেন জেনে ভাললাগলো।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫০

সুমন কর বলেছেন: নতুন ছিল, ১ মজার ছিল।

২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ।

ভাল থাকুন।

৪| ২৬ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৬

শামচুল হক বলেছেন: মজার গল্প।

২৬ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: মজার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

৫| ২৬ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৯

জাহিদ অনিক বলেছেন:
লিখে দিতে পারতেনঃ

অসভ্য ও প্রাপ্তঃবয়স্কদের জন্য =p~

২৭ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল বলেছেন।

৬| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩০

বিলিয়ার রহমান বলেছেন: আমি লাইক দিয়েছি!!

কারন আমি কমেন্ট করা সমস্ত পোস্টেই লাইক দেই!!:)


এডাল্ট কনটেন্ট না পোস্ট করাই বেটার!!!


৩ নম্বরের ছড়াটা বড্ড বর্বর রকমের!!!

২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: যাক আনার মতামত জনলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.