নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

ভ্রমরের ডানা

২৭ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫



ব্লগের সহ-ব্লগার ও কবি-"ভ্রমরের ডানার" অনেক কবিতা ও লেখা চুরি হয়ে যাওয়ায় তিনি মনক্ষুন্ন হয়েছেন। সেই চোর ও চুরিকৃত কবিতা হাতেনাতে ধরে তিনি পোস্ট দিয়েছেন এবং প্রমান করেছেন সত্যি ব্লগ থেকে লেখা কপি হয়ে ফেবু বা অন্যকোথাও পেস্ট হচ্ছে।

হয়তো গনহারে লেখা চুরির জন্য তিনি ব্লগে অনেকদিন আসেননা তার কবিতার ডালি নিয়ে। ইতোমধ্যে ব্লগ কর্তৃপক্ষ যে পদক্ষেপ নিয়েছেন লেখা চুরি ঠেকাতে তা বেশ আলোচিত ও কার্যকর হয়েছে।

তবে আশার কথা ১৭/১১/১৭ তারিখ তিনি ব্লগে তার কবিতা নিয়ে আবারও হাজির হয়েছেন যা বেশ আনন্দের।

কবি-ভ্রমরের ডানাকে নিয়েই আমার এবারের কবিতা:

আমি হব হব
ভ্রমরের ডানা
উড়ব সারা দিন-মান
বিপুলা পৃথিবী আমার সীমানা।
তুমি হও ভ্রমরের ডানা
আহা! কে করেছে মানা।

আমি লিখব লিখব
ভ্রমরের ডানার মত
এ মনে জমানো কথা আছে
হাজার বছর ধরে যত।
তুমি হও ভ্রমরের ডানা
গল্প, কবিতা লিখতে দাও হানা।

আমি ভাবব ভাবব
ভ্রমরের ডানায় ভর করে
দেখব হাসিমুখে
কে মোরে পর করে ?
তুমি হও ভ্রমরের ডানার মত ভাবুক
চালাও ভাবনার চাবুক।

আমি রব রব
ভ্রমরের ডানার সাথে
ব্লগের রঙ্গিন বাড়িতে
দিন কিংবা মায়াবী রাতে।
তুমি রও তার সাথে মিশে
হারায়না কভু দিশে।

মন্তব্য ৪৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৩

মোস্তফা সোহেল বলেছেন: হয়তো ব্যস্ততার কারনে তিনি কম লিখছেন।
চোরেদের জন্য লেখা থেকে দূরে সরে যাওয়ার কোন মানেই দেখি না আমি।

২৭ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: সত্যি তাই।

উনি ব্যক্তিগত ব্যস্ততার জন্য ব্লগে সময় দিতে পারছেননা।

ধন্যবাদ ।

২| ২৭ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভ্রমরের ডানা ভাইকে মিস করছি।

২৭ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: যার কবিতা পাঠে পাঠক মুগ্ধ তাকে ব্লগে না দেখলে খারাপ লাগবে এটাই স্বাভাবিক।

এত সব ব্যস্ততার মাঝেও উনি কিছুদিন পর পর হাজির হয়ে আমাদের ধন্য করবেন এটাই আশা করি।

ভাল থাকুন সম্রাট ভাই।

৩| ২৭ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভ্রমরের ডানা একজন ভাল কবি,আর ভাল লিখা চুরি হবেই।
আপনার কবিতাও ভাল হয়েছে।

২৭ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: যাক এখন থেকে তেমন চুরি হবেনা। ডানা ভাই আরো বেশি করে লিখুক, আমাদের চমকে দিক।

অনুপ্রেরণার জন্য আপনাকে ধন্যবাদ গিয়াস ভাই।

৪| ২৭ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৩

মনিরা সুলতানা বলেছেন: বাহ দারুন হয়েছে ।
গতবার আপনার কবিতা লেখার কথা শুনেই ব্লগে হাজিরা দিয়েছিলেন ভ্রমর !
আশা করছি কবিতা দেখে পাকাপাকি ভাবে ফিরে আসবেন।

২৭ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন: হুম।

ঠিক যেন তাই হয় আপু। উনি ফিরে আসুক, সবাই তাকে ভালবাসুক।

কবিতা আপনার ভাল লেগেছে-এটাই অনুপ্রেরণা।

আপনার কথামত ভ্রমরের ডনা গুন গুনিয়ে ব্লগ নামের ফুলে বিচরণ করতে ফিরে আসুক।

ধন্যবাদ সুন্দর মতামত প্রদানে।

৫| ২৭ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৯

নূর আলম হিরণ বলেছেন: আশাকরি উনি থাকবেন নিয়মিত এখন থেকে

২৭ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: সহমত।

ধন্যবাদ।

৬| ২৭ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৪

শামচুল হক বলেছেন: চোর চোট্টাদের ভয়ে এখন দেখি ব্লগ জগৎ ছাড়তে হবে। আমার মাত্র চারখান লেখা, তারও দুই খান চুরি হইছে।

আপনার কবিতা ভালো লাগল। তবে ভালো কবিতা সাবধানে রাইখেন।

২৭ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর মন্তব্য ও সাথে পরামর্শ।

এখনতো আগের চেয়ে চুরির ভয় কম।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভ কামনা জানবেন।

৭| ২৭ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১২

শরতের ছবি বলেছেন: বাহ ! বেশ
ভ্রমরের ডানা এবার
ফিরে ফিরে আসুক
কবিতা শিশিরে
ভিজে যাক মন ।।

২৭ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: দারুণ বলেছেন আপনি।

সবাই তাই চাই।

ধন্যবাদ।

৮| ২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৪

জাহিদ অনিক বলেছেন:

বাহ ! বাহ ! বাহ !

২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: আহ! কি সুন্দর মন্তব্য।

৯| ২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৯

আমপাবলিক বলেছেন: কবিরে নিয়া কবিতা লিখে লাভ কি ? ও ভাই আমারে লইয়া একটা কবিতা লেইখা দেবেন !

২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার সাথে ও আপনার লেখার সাথে আগে ভালভাবে পরিচিত হয়ে নেই তারপর না হয় আপনাকে নিয়ে একটা কবিতা লেইখা দেব।

কি বলেন, ঠিক আছে তো ?

ধন্যবাদ।

১০| ২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ডানা ভাই বোধহয় ক্যারিয়ার নিয়ে ঝামেলায় আছে।

২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার কাছে এই নয়া তথ্য জানলাম।

আপনি কোথা থেকে জানলেন ? পুরাটাই অনুমান নাকি!

১১| ২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: Click This Link

২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: ওনার এই কবিতা আমি পড়েছি এবং মন্তব্যও করেছি।

এটা দিয়ে প্রমাণ হয়না ওনি ক্যারিয়ার নিয়ে ব্যস্ত।

অন্য কিছু নিয়েও ব্যস্ত হতে পারেন।

ধন্যবাদ।

১২| ২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমি জিজ্ঞেস করেছিলাম তার কি হইছে। আমাকে রিপ্লাই দিছে ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকার কথা। মন্তব্য গুলা পড়ছেন?

২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: সবগুলো মন্তব্য না পড়লেও যতটুকু জেনেছি- ব্যক্তিগত কাজ নিয়ে ডুবে আছেন, জীবনকে অন্যভাবে দেখছেন।

আপনাকে যদি তা বলে থাকে তবে তাই সত্য।

ভাল থাকুন আপনি।

কিছুক্ষণ পর অফিস থেকে চলে যাব, ব্লগ থেকেও।

ধন্যবাদ।

১৩| ২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

সামিয়া বলেছেন: পোষ্ট ভাললেগেছে

২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: কৃতজ্ঞতা।

১৪| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৮

ধ্রুবক আলো বলেছেন: সহ ব্লগারকে নিয়ে লেখা পোস্ট খুব ভালো লাগলো। ভ্রমরের ডানা খুবই ভালো একজন লেখক এবং কবি ।
আপনাকে অনেক ধন্যবাদ।

২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার বক্তব্যও ভাল লাগলো।

শুভেচ্ছা আপনাকে।

১৫| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৯

সুমন কর বলেছেন: ব্লগে উনাকে মিস করছি। কবিতা ভালো লিখেছেন।

২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: উনি ফিরে আসেবেন । অপেক্ষায় থাকুন।

প্রশংসায় কৃতজ্ঞা।

১৬| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫১

ডার্ক ম্যান বলেছেন: আপনার কবিতা ভাল হয়েছে

২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: শুভ সকার ডার্ক ম্যান।

প্রশংসিত হলাম ধন্যবাদ।

১৭| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৯

প্রামানিক বলেছেন: চোরদের ভয়ে ভ্রমরের ডানার মত অনেকেই এখন ব্লগে লেখা দেয় না। ভ্রমরের ডানার বিষয়টি তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর মতামতের জন্য আপনাকেও ধন্যবাদ প্রামানিক ভাই।

১৮| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৩

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর উদ্যোগ!!:)


ডানা ভাই হয়তো অনুপ্রাণিত হবেন!!:)

২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: উনিতো ব্লগ ছেড়ে যাননি।

একটু ব্যস্ত আছেন।

যে কোন সময় হাজির হবেন।

ধন্যবাদ।

১৯| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৬

কুঁড়ের_বাদশা বলেছেন: কবি ভ্রমরের ডানা মেয়াবাই কই গেল ?

২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ডুব দিয়েছে ? আবার ব্লগে ভেসে উঠবেন।

হা. হা. হা............................................


ধন্যবাদ।

২০| ২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৬

অলিউর রহমান খান বলেছেন: ভালো লাগলো।এটা সত্যি দু:খের, তারা লিখা নিচ্ছে ভালো কথা কিন্তু ক্রেডিটতো দিবে কিন্তু না ১/২ জন ছাড়া সবাই লিখা গুলো নিজের নামে চালিয়ে দেয়।

২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: হ্যা। ঠিকই ধরেছেন।

এখানেই কবির দু:খ।

ভাল থাকবেন ।

২১| ২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

ভ্রমরের ডানা বলেছেন:



শুধুই মুগ্ধতা! আপনার ভালবাসায় সিক্ত হয়েছি! প্রিয়তে নিয়ে রাখলাম! ভাল থাকুন! ধন্যবাদ!

৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: যাক কবির মন্তব্য পেয়ে কবিতা স্বার্থক হলো।

আপনি ভাল থাকুন। আরো সুন্দর সুন্দর কবিতা লিখুন ।


ধন্যবাদ।

২২| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২০

খায়রুল আহসান বলেছেন: একজন সহব্লগারের অনুপস্থিতির কথা ভেবে আপনি তাকে নিয়ে কবিতা লিখেছেন, এটা ভাবতেও ভাল লাগছে। সেজন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
ভ্রমরের ডানা অতি সত্ত্বর ব্লগে ফিরে আসুক!

০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার মতামত পেয়ে আমারও অনেক ভাল লাগছে।

শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.