নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

প্যান্টের চেইনে আটকে যাওয়া..............

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৬

একটু অসাবধান হলেই যে বিপত্তি ঘটে তার প্রমাণ পাওয়া যায় প্যান্টের চেইন টেনে লাগানোর সময়। প্যান্টের চেইনে ছেলেদের বিশেষ...টা আটকে যাওয়ার ঘটনা আকছার ঘটে।

যখন খুব তাড়া থাকে তখন তাড়াহুড়া করে যেই প্যান্টের চেইন টেনেছেন অমনি জালে মাছ আটকে যাওয়ার মত আপনি লাফিয়ে উঠলেন। যদি হালকাভাবে আটকে যায় তবু একটু চেষ্টা করে নিজেই খোলার ব্যবস্থা করে মুক্তি পাওয়া যায়। কিন্তু যদি গভীরভাবে আটকায় তবেই বিপত্তি।
বড়দের বেলায় খুব কমই ঘটে এধরণের ঘটনা কারণ তারা প্যান্টের নীচে অন্তর্বাস পরেন।

কিন্তু ছোট বাচ্চাদের বা কিশোরদের ক্ষেত্রে ঘেটে ভয়াবহ ঘটনা। সেদিন বাসায় এক আত্মীয়া তার ছোট ছেলে বাবুকে নিয়ে বেড়াতে আসলেন। অনেক মানুষজন, গল্প, কথা, হৈহুল্লর হচ্ছে। হঠাৎ বাবুটা মাকে বলছে- আম্মু প্রস্রাব করবো। তার মা তার প্যান্টের চেইন খুলে দিয়ে বললেন বাথরুমে গিয়ে সেরে আস। বাবুটি কাজ শেষে এসে বলল চেইন লাগয়ে দাও। মা খুব বিরক্ত হলেন। তোমাকে নিয়ে আর পারিনা। যখন-তখন জ্বালাতন কর। তিনি তাড়াহুড়া করে যেই প্যান্টের চেইন টেনেছেন তমনি বাবুটি চিৎকার করে উঠল।

বাবুর মা যখন খেয়াল কররেন যে বাবুর ইয়েটো প্যান্টের চেইনে আটকে গেছে তিনি বাবুকে আড়ালে নিয়ে নিজেই চেষ্টা করতে লাগলেন তা খোলার জন্য। কিন্তু যতই টানাটানি করছেন ততই বাবুটি ব্যাথায় ককিয়ে উঠছে আর জোড়ে জোড়ে কান্না করছে। বাবুর কান্না শুনে অন্য মহিলারা গিয়ে সাধ্যমত চেষ্টা করলেন কিন্তু কিছুতেই কিছু হলনা।

একপর্যায়ে উচ্চস্বরে কান্না করে পুরো বাসা কাপিয়ে দিল। আমাকে খবর দেয়া হলে গিয়ে যা দেখলাম-কল্পনাও করিনি এতটা সিরিয়াস হবে। চেইনের ভিতরে চামড়া এমনভাবে আটকেছে এখন চেইন ধরলেই বাবু ব্যাথা পাচ্ছে।

দ্রুত একটা কেচি, ব্লেড দিয়ে প্যান্টটা চেইনবাদে কেটে ফেলে বাবুকে পাজা কোলে করে নীচের ফার্মেসীতে নিয়ে গেলাম। বাবু তখনও কেঁদে চেলেছে। রাস্তার মানুষ বলছে-বাচ্চাটার কি হয়েছে ? উত্তর দেওয়ার মত সময় নেই। এদিকে ফার্মেসীর তরুণটি একটু চেষ্টা করে বলল- আমার দ্বারা সম্ভবনা, অবস্থা বেশি খারাপ, দ্রুত হাসপাতালে নিয়ে যান।

সি.এন.জির জন্য দাড়িয়ে আছি ? একটাও খালি সি.এন.জি নেই। অগত্তা অটো নিয়েই হাসপাতালে পৌঁছলাম। পরে ডাক্তাররা সমস্যার সমাধান করলেন।

সে কি টেনশন, সে কি বাচ্চার মায়ের কান্না। তাই সাবধানতার বিকল্প নেই।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৮

তারেক_মাহমুদ বলেছেন: হাসি পেল, এমন অভিজ্ঞতা আমারো আছে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: ছেলেদের এমন অভিজ্ঞতা থাকাটা স্বাভাবিক।

হা.হা.হা................. ধন্যবাদ।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২১

আরাফআহনাফ বলেছেন: সাবধানতার বিকল্প নেই।

সচেতনতামূলক পোস্টের জন্য সাধুবাদ জানাচ্ছি।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: হ্যা সাবধান হতে হবে এব্যাপারে। নযতো যে কেউ আটকে যাবে।

আপনাকে ধন্যবাদ।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৫

আটলান্টিক বলেছেন: ভাইয়া বাচ্চাটা এখন ঠিক আছে তো???এটা তো ভয়ংকর দূর্ঘটনা :(

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন: হ্যা ভাইয়া সে এখন ঠিক আছে।

আপনি কেমন আছেন ?

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৮

আটলান্টিক বলেছেন: ভাল আছি ভাইয়া :) :)
গত শুক্রবারের ভূত এফএম শুনেছেন?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: না শোনা হয়নি। ১১.২৫ ঘুমিয়ে গেছি।

খুব জমজমাট হয়েছে নাকি ?

দেখি ডাউনলোড করে হয়তো শুনতে পারি।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৫

রাজীব নুর বলেছেন: এমন কেউ আছে যার জীবনে একবার হলেও চেনের সাথে নুনু টাককে যায় নি।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: অবশ্যই আছে। সবারতো আর একভাবে দিন যায়না।

ধন্যবাদ।

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৫

মোস্তফা সোহেল বলেছেন: ছোটদের এ ব্যপারে সাবধানতা অবলম্বন করা শেখাতে হবে।
সাথে বড়দেরও সাবধান থাকতে হবে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: ঠিক বলেছেন।

ধন্যবাদ।

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০০

আটলান্টিক বলেছেন: জ্বি ভাই মারাত্মক জমজমাট হয়েছে।আপনি ডাউনলোড দিয়ে শুনেন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: এর ই মধ্যে ১০-১৫ মিনিট শুনেছি । ভালই লেগেছে। বাকিটা রাতে শুনবো।

ধন্যবাদ স্মরণ করিয়ে দেওয়ার জন্য।

আপনি নতুন কোন পোস্ট দিচ্ছেননা কেন ? আপনার ব্লগ বাড়িতে গিয়ে দেখি আগের পোস্টই রয়েছে।

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অবশ্যই আছে। সবারতো আর একভাবে দিন যায়না।
ধন্যবাদ

আমার মন্তব্যের উত্তর দেয়ার জন্য ধন্যবাদ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমি কিন্তু সবার মন্তব্যের উত্তর নিয়মিত দিয়ে থাকি। কারো যদি নোটিফিকেশনে সমস্যা থাকে তবে আমার করার কিছু নেই।

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৪৩

সৈয়দ ইসলাম বলেছেন: শিক্ষানীয় পুস্ট! (ফেসবোগিয় মন্তব্য ;) )

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন: তথাপিও ধন্যবাদ।

১০| ০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ১১:২৮

হাঙ্গামা বলেছেন: টুনটুনি আটকাইয়া গেলে কি মহাবিপদ তা একমাত্র টুনটুনির মালিকই বুঝতে পারে।

০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: ঠিক বলেছেন।

ধন্যবাদ।


আপনার পিকটা একেবারে রক্তের মত লাল কেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.