নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

>>পাদুকা চুরি>>

১৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৬

কি আর বলিব দুঃখের কথা। গতকল্য ডাক্তারের নিকট গিয়াছিলাম। জোহরের আযান শুনিয়া ভাবিয়াছি নামাজ আদায় করিয়া ঔষধ কিনিব।

নামাজ পড়িয়া পাদুকার বাক্সে চাহিয়া চমকাইয়া উঠিলাম। হায় হায় মোর পাদুকা কোথায় ? বাক্স যে পুরাটাই খালি। এ বাক্স ও বাক্স খুঁজিয়া নিরাশ হইয়া বিরস বদনে বাহিরে আসিয়া দাড়াইলাম।

আরেক ব্যক্তি মোর এহেন হাবভাব দেখিয়া কহিল-পাদুকা চুরি হইয়াছে ?

হ্যা ভ্রাতা। ভাবিতেছি এ কেমন চোর ? পুরাতন পাদুকাও চুরি করিয়াছে।

ইহারা নতুন পুরাতন সবই চুরি করিয়া থাকে। আমার নতুন পাদুকা জোড়াও যে বেমালুম গায়েব।

সমব্যথী পাইয়া আরও দু’চার কথা কইয়া ঔষধ কিনিয়া রাজ পথে নাঙ্গা চরণে হাটিয়া পাদুকার দোকান খোঁজ করিতেছি।

ভাবিয়া শংকিত হইয়াছি পথচারীগণ হয়তো মোর নাঙ্গা চরণ দেখিয়া ভ্রকুটি করিবে। শহরের মানুষজণ বড়ই ব্যস্ত কেহ আমার চরণে নজর দিলনা।

এক নয়া অভিজ্ঞতা লইয়া রাজ পথের ধুলা-মাটি মাড়াইয়া নিজ নিবাসে ফিরিয়াছি।

পরিবারের লোকজন শুনিয়া হাসিয়া কুটি কুটি হইয়াছে।

আরকটা ঘটনা মনে পড়িয়া গেল-

ইন্টারে অধ্যয়নকালে এক রুমমেট-কে অনেক বুঝাইয়া নামাজে গিয়াছি। পরে দেখিলাম তাহার পাদুকার চিহ্নমাত্রও কোথাও নাই। সে আমার দিকে চাহিয়া মৃদু হাসিয়া কহিল-

মুসল্লিরা কহে সুবহানা রব্বিল আলা
চোর কহে কোন জোতাটি ভালা।

তার এহেন কাব্য শুনিয়া মনে হইয়াছে মোর পাদুকা যদি চুরি হইত তবে এত লজ্জা পাইতে হইত না।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:২০

মোস্তফা সোহেল বলেছেন: পাদুকা চুরির কারনে নিশ্চয় অনেক দিন পরে খালি পায়ে হাটিতে পারিলেন ;)

১৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন: সেই সুযোগ পাইয়া খালি পায়ে হাটিয়া একেবারে বাসায় উপস্থিত হইয়াছি।

ধন্যবাদ ভ্রাতা।

২| ১৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:২৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :):):)

ভায়া! আপনিতো ২টা চুরির কাহিনী শোনালেন। আমার চার জোড়া চুরি হয়েছে।:( এখন চোরদের জন্য নামাযে মনযোগ দিতে কষ্ট হয়। এই বুঝি--- ---

কয়েকটা বানানে সমস্যা আছে।

১৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ইহাদের হাত থেকে নিশ্কৃতি পাওয়ার উপায় কি ভায়া ?

নামাজে মনযোগ দিতে না পারিলেতো সমস্যা।

ভুলগুলো দেখি ধরতে পারি কিনা।

ধন্যবাদ।

৩| ১৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ১. পা ও চরণ (একটি ব্যবহার করা দরকার)
২. জোতাটি ( জুতা-সাধু/ জুতো- চলিত)
৩.আরেটা(আরেকটা) ঘটনা মনে পড়িয়া গেল-
৪.হাব ভাপ (হাবভাব) দেখিয়া
৫.পড়ে (পরে)

ক্ষমাপ্রর্থী। (মন্তব্যটি মুছে দিতে পারেন)

১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:

মন্তব্য মু্ছে দেব কেন নিজাম ভাই।

আপনি ভুলগুলো না ধরিয়ে দিলে হয়তো আমার আরও অনেক সময় লাগতো শুধরাতে।

ধন্যবাদ ও শভকামনা।

৪| ১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জাতির অনেক হোমরা চোমরা অনেক বড় বড় পুকুর চুরি করে। জুতা তো সামান্য জিনিস।

১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হোমরা চোমরারা পার পেয়ে যায়।

কিন্তু পাদুকা চোরের জন্য যে লজ্জায় পরতে হয়।

ধন্যবাদ।

৫| ১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪১

কানিজ রিনা বলেছেন: নামাজের সিজরত অবস্থায় পাদূকা চোর
হয়ত আল্লাহর কাছে দোয়া মাঙ্গে একজোড়া
নতুন পাদুকা আজকে পাইয়া দাও আল্লাহ্।
হায়রে মুসলিম নামাজ পড়েই চুরির মন
কতটা নিম্নস্তরের মুসলিম হতে পারে বলা
বাহুল্য। ধন্যবাদ।

১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাইতো আজ আমাদের এই দুর্দশা ।

গুনাহ করি মাপ চাই আবার গুনাহ করি আবার মাপ চাই................................।

জীবন ভর চলতেই থাকে।

ধন্যবাদ।

৬| ১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২৫

তারেক_মাহমুদ বলেছেন: একসময় আমি যে মসজিদে নামাজ পড়তাম সেই মসজিদে জুতা চোরের উৎপাত বেড়ে গেলো। হুজুর একটা নতুন ফতোয়া দিলেন, যদি নামাজরত অবস্থা দেখেন চোর জুতা নিয়ে পালাচ্ছে তবে নামাজ ফেলে দিয়ে চোর ধরবেন। এরপর থেকে সেই মসজিদে জুতা চুরি কমে গিয়েছিল।

১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আরও নতুন নতুন পন্থা অবলম্বন করতে হবে।

সুন্দর মতামত জানিয়েছেন।

আপনার নিকটা দেখছি সুন্দর করি পরিবর্তন করেছেন।

ধন্যবাদ।

৭| ১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১০

বারিধারা ৩ বলেছেন: মসজিদ কমিটি একটু আন্তরিক হলে সহজেই জুতা চুরি ঠেকাতে পারে। কিছুনা, কেবল প্রতি কাতারের সামনে ৬ ইঞ্চি জায়গা রাখলেই হত।

১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ।

ভাল থাকুন।

৮| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৭

রাজীব নুর বলেছেন: এক সময় এই দেশে কম্বল ও চুরী হয়েছে।

১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুযোগ পেলে আরও অনেক কিছু চুরি হবে।

ধন্যবাদ।

৯| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৪

আরাফআহনাফ বলেছেন: "পাদুকা হরনে নাঙ্গা চরনে " অবস্থায় পড়িয়া একবার এই অধম বিবাহের দাওয়াতে উপস্থিত হইতে পারি নাই !

সময়কাল - রমজান মাস, তারাবী নামাজান্তে বিবাহের এন্তেজাম হইয়াছিল ! ! !

আফসোস - চোরে না শোনে ধর্মের কাহিনী! ! !

২৫ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মরি মরি কি লজ্জা !

পাদুকা চুরির কারণে বিবাহ খাওয়া বন্ধ হইয়াছে।

হায়! হায়! চোরে না শোনে ধর্মের কাহিনী !

ধন্যবাদ ভ্রাতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.