নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

++সব দোষ রুবেলের++

১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪১


কথা ছিল, স্বপ ছিল, আশা ছিল কাল রাতে আবার নাগীন ড্যান্স হবে। ভারতকে ছোবল মেরে বিষে নীল করা হবে। ওরা বেদনায় ছটফট করবে আর আমরা আনন্দে মেতে উঠবো।

কিন্তু না আবারও তীরে এসে তরী ডুবল। আর এই তরী ডুবানোর খল নায়ক রুবেল হোসেন। বাস্তব থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় তার নিন্দার ঝড় বইছে।

এক ওভারে ২২ রান ! ভারতের সমর্থকরা নিশ্চয় রুবেলকে কাছে পেলে মাথায় করে নাচত। সেইতো তাদের জয়ের মধ্য মনি।

রাতে বারান্দায় দাড়িয়ে নীচে রাস্তায় দেখেছি-কত জন কত অশ্লীল বাক্যে তাকে জর্জরিত করছে, একজনতো ফনা তুলে বাঙালী কিভাবে নাগীনের ছোবল খেল তা দেখালো।

আরেকজতো ভারতীয়রা কিভাবে ভগবান বলে হাত তুলে মনে মনে জবমালা জবছে তা দেখালো।

আরেকজন ব্যঙ্গ করে রুবেলের বোলিং প্রাকটিস করছে অন্যরা হেসে গড়াগড়ি খাচ্ছে।

আহা! বেচারা রুবেল সে কি কম চেষ্টা করেছে ? দেশের জয়ের জন্য , দলের জয়ের জন্য। কিন্তু কে শোনে কার কথা।

অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সব দোষ এখন রুবেলের।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৮

কামরুননাহার কলি বলেছেন: হাহাহাহাহাহাহা আমাদের দেশের খেলার প্লেয়ারদের খেলা দেখে আমি মাজে মাঝে খুব মজাই পাই । তবে সবচেয়ে মজা পাই আমাদের দেশের আমপাবলিকদের খালি মাঠে গোল দেওয়াটাকে।

১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কাল নিশ্চয় মজা পাননি।

নিশ্চয় আর সকলের মত দুঃখে-কস্টে মন ভারাক্রান্ত হয়েছে।

২| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫০

বারিধারা ৩ বলেছেন: অবশ্যই রুবেলের দোষ ছিল। ঐ ক্রিটিকাল মোমেন্টে যে এ্যাটেনশনের দরকার ছিল, রুবেলের এটিচিউডে সেই সিরিয়াসনেস দেখা যায়নি। প্রথম বলে ছক্কা মারার পর বলের লাইন চেঞ্জ করা দরকার ছিল, সেটা করেনি। চার ঠেকানোর জন্য ফিল্ডিং রিএরেঞ্জ করা দরকার ছিল - কিছুই করেনি।

১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: ইস্ কি মিস হইছে।

এমন কেউ করে

হাতের কাছে পেলে সবাই যেন মারে ওরে।

গুরুত্বপূর্ণ কথা বলেছেন।

ধন্যবাদ।

৩| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৬

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: ট্রেন্ডিং টপিকটা চোখের বালি মনে হচ্ছে এবার !

১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
চোখের বালি!

৪| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৮

রাজীব নুর বলেছেন: রুবেল মনযোগ দিয়ে প্ল্যানিং করেনি। রুবেল একটু সময় নিয়ে ঠাণ্ডা মাথায় বলগুলো করতে পারতো।

১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আরেকটু দায়িত্বশীল হলে ব্যর্থতা এড়ানো যেত।

ধন্যবাদ।

৫| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৮

যাযাবর রাজা রিটার্নস বলেছেন: জিতলে কোনো ভুল নাই, হারলেই শুরু হয়া যায় .....।

১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এটাইতো আমাদের সমস্যা ব্রাদার।

জয়ের সমান হার এটাই এখন শান্তনা।

৬| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: রুবেলের আমি কোন দোষ দেখিনা।টি ২০তে এমনই হয়।
হারুক জিতুক বাংলাদেশ।

১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাংলাদেশ , বাংলাদেশ।

তবুও পাবলিকের সেন্টিমেন্ট বলে কথা।

৭| ১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০২

ঢাবিয়ান বলেছেন: রুবেল একজন ফাস্ট বোলার। এ ধরনের বোলারদের বলে আউটও হয় আবার রানও প্রচুর ঊঠে। সুতরাং তার কারিশমায় দল জিততেও পারে আবার সে অসফল হলে দল হারতেও পারে। সেটার নামই ক্রিকেট। কিন্তু শেষ ওভার একজন ব্যটসম্যান কেন করবে? এমন না যে সেই ব্যটসম্যান পুর্বের ওভারগুলোতে দারুন কোন কারিশমা দেখিয়েছে। তাহলে ছয় বলে যখন ১২ রান দরকার সেই গুরুত্বপুর্ন ওভার একজন বোলারের বদলে একজন ব্যটসম্যান কেন করবে?

সাকিব যে কারনই দেখাক না কেন সেটা বলে তার দায় এড়াতে পারে না। লাইভ ক্রিকেটে আজকাল প্রচুর মানুশ একসাথে বসে ক্রিকেট দেখে। শেষ ওভারে যখন সৌম্যকে আনা হল, কমেন্ট বক্সে ঝড় বয়ে যাচ্ছিল ''হোয়াই সৌম্য"? হোয়াই নট এনি বোলার?

১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কিন্তু সৌম্য তবুও ভাল বল করেছেন। তারপরও প্রশ্ন থেকে যায়।

যদি জিতে যেত তবে কাউকে নিয়ে কোন প্রশ্ন উঠতনা।

ভুল থেকেই শিক্ষা নিতে হবে।

যা হবার হয়ে গিয়েছে। মেনে নিতে হবে।

ধন্যবাদ।

৮| ১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৫

বিলিয়ার রহমান বলেছেন: অন্ধ ভক্ত বলে কথা!!!!! (যারা গালি দিচ্ছে )


তবে এখনো রুবেল আমার গর্ব!

১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বেশ বলেছেন বিলি ভাই

ধন্যবাদ।

৯| ১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০৪

ভুয়া মফিজ বলেছেন: সব দোষ ভাগ্যের :(( । তবে এই দিন দিন না, আরো দিন আছে!!! সেই দিনের অপেক্ষায় থাকলাম।

১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এই দিনেরে নিতে হবে সেই দিনেরও কাছে।

হ্যা ভাই আমরাও একদিন দেখিয়ে দেব।

ধন্যবাদ।

১০| ১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কাউকে দোষ দিয়ে লাভ নেই। দোষ আমাদের মানসিক শক্তির।

১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যে খারাপ করে তাকেই দোষ দেওয়া হয়।

আমাদের সমাজে এটাই প্রচলন হয়ে গেছে ?

কেন খারাপ হল, কেন এমন হল তা পরে বিবেচ্য।

সত্যি কাউকেই দোষ দিয়ে লাভ নেই।

১১| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৫

পলাশবাবা বলেছেন: রুবেল কে গতকাল রাত থেকে তার অবিস্বরনীয় কৃর্তীর জন্য ছক্কা রুবেল ডাকতেয়াছি।

২৫ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছক্কা ছ্যাকা রুবেলও ডাকতে পারেন।

ধন্যবাদ মতামতের জন্য।

১২| ১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: খারাপ ভালো খেলারই অংশ।

২৫ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাতো অবশ্যই।

ভাল খেললে ভাল লাগে।

খারাপ খেললে খারাপ লাগে।

ধন্যবাদ।

১৩| ১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

তারেক_মাহমুদ বলেছেন: ক্রিকেটে এমন ঘটনা ঘটেই থাকে, খারাপ লাগছে কি আর করা যাবে।

২৫ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত।

ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.