নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

## ব্লগে সেফ না হওয়া নতুনদের কথা ##

১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৩




ব্লগে যারা নতুন লেখা শুরু করেছেন তারা যেন নতুন ফুল। এই নতুনেরা ফুল ফুটার অপেক্ষায় রয়েছেন। ব্লগে আলো জ্বালবেন, সৌরভ ছড়াবেন। কিন্তু কিভাবে তারা তা করবেন । তারা তো সেফ হচ্ছেনা।

মোঃ নিজাম উদ্দিন মন্ডল ভাই বলেছেন এ বিষয়ে লিখার জন্য। ব্লগে এই প্রথম কেউ একজন কিছু লেখার কথা বলল। তাও আবার নতুনদের নিয়ে। আমি রাজি হলাম।

কয়েকজনের ব্লগ বাড়ি গিয়ে পড়ে আসলাম তাদের কথকতা। অনেকেই সম্ভাবনা জাগিয়ে হারিয়ে যান। তারা যেন হারিয়ে না জান সে জন্যই কিছু বলা :-

প্রথমেই সুন্দর একটি নিক নিয়ে ব্লগ খুলুন এবং যে কোন একটি ভাল লেখা পোস্ট দিন।

অন্যদের লেখায় সুন্দর ও যুক্তিপূর্ণ মতামত দিতে হবে।

ব্লগে নিয়ম করে সময় দিতে হবে।

ধৈর্য ধারণ করতে হবে।

বিভিন্ন বিষয় তুলে ধরতে হবে । বৈচিত্রের জন্য। একই লেখা বার বার পোস্ট দেওয়া যাবেনা।

লেখা প্রানবন্ত, সাবলীল, সুন্দর হতে হবে।

চমৎকার শিরোনাম ও ছবি সংযুক্ত করতে হবে।

যে বিষয়ে লিখবেন তার গভীরতা থাকা চাই এবং অন্যকে যেন তা আকৃষ্ট করে।

ব্লগের নিয়ম বা রীতি নীতি মেনে লাইক, কমেন্ট করতে হবে। অহেতুক ক্যাচালে জড়ানো চলবেনা।

মতের মিল না হলে কুরূচিপূর্ণ মন্তব্য ও অশ্লীল আক্রমন থেকে বিড়ত থাকতে হবে।

বেশি সমস্যায় পড়লে কাল্পনিক ভালবাসা ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন। ব্লগ কর্তপক্ষকে মেইল করতে পারেন।

খুব কঠিন সময় যাচ্চে। তাই হয়তো কর্তৃপক্ষ একটু সময় নিয়ে যাচাই-বাচাই করে নতুনদের সেফ করতে চাচ্ছেন। আর এজন্যই গত সপ্তাহ থেকে নতুন কেউ সেফ হননি। সেফ করা না করা কর্তৃপক্ষের ব্যাপার।

যারা যোগ্য তারা অবশ্যই প্রথম পাতায় আসবেন।

নতুনদের মধ্যে সম্প্রতি আমার মতে যারা নজড় কারছেন -

১। অলিউর রহমান খান-

সুন্দর স্মৃতিচারণমূলক একটা পোস্ট দিয়েছিলেন, সম্ভাবনাও তৈরী করেছিলেন। কিন্তু অনিয়মিত হয়ে পড়েছেন।

২। দিবা রুমি-

সুন্দর কবিতা লিখেন। আমি আশাবাদী তিনি অচিরেই ১ম পাতায় চলে আসবেন।

৩। প্রান্তর পাতা-

বিভিন্ন বিষয় তুলে ধরেন। আকেটু পরিশ্রমী হতে হবে, আরেকটু ভাল করলেই সম্ভাবনার দ্বার খুলে যাবে।

৪। শাহিন বিন রফিক-

দারুণ ছড়া লিখেন। ছড়া নিয়ে আশাবাদী।

৫। আবু আফিয়া-

ধর্ম ও মানবতা নিয়ে লিখাগুলো সুন্দর। লেগে থাকুন সফলতা আসবেই।

৬। সৈয়দ তাজুল-

গল্প লিখেন সাথে অন্য কিছুও। গল্প আরও সুন্দর ও আকষর্ণীয় এবং প্রানবন্ত হতে হবে। বানানের দিকে নজর দিতে হবে।

অনেকেই দেখেছি মন্তব্য কম করছেন। প্রচুর মন্তব্য করতে হবে।

আরও যারা নতুন আছেন সবাই ভাল থাকুন, ভাল করুন।

ছবি - নিজের করা ডিজাইন।

মন্তব্য ১১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:২১

অস্পর্শী বলেছেন: নতুনদের জায়গা করে দেওয়ার যে সদিচ্ছা পোষণ করে কিছু লিখেছেন , এতে আমি মনে করি অনেক হতাশ লেখকই এই লিখা পড়ার পর মনে জোড় পাবেন। নতুনদের নিয়ে কিছু লিখার জন্য অসংখ্য ধন্যবাদ।

১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার কবিতাগুলো সময়ের কথা বলে।

নিজেকে জানান দিতে অন্যদের পাতায় যন ও মন্তব্য করুন।

সুসময় আসবেই।

শুভ কামনা।

২| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:২১

আবু আফিয়া বলেছেন: নতুনদের উজ্জীবিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি,

১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ আপু।

ভাল থাকুন।

৩| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:২২

তারেক ফাহিম বলেছেন: সহজে স্রেফ হওয়ার সুন্দর উপায়
ধন্যবাদ।

১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার মতামতও তাদের সহায়ক হবে।

শুভকামনা।

৪| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হুম! পড়লাম। সবগুলো বিষয়ের সাথে সহমত। ভাল লেখা আর প্রচুর কমেন্ট করা ছাড়া আর কোন উপায় নেই।

১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন: সহমতের জন্য ধন্যবাদ।

ঠিক বলেছেন-প্রচুর কমেন্ট ও ভাল লেখাই প্রাধান্য দিতে হবে।

৫| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৮

কাওসার চৌধুরী বলেছেন: ভাইজান, আপনার পোস্টেরর জন্য ধন্যবাদ। এখানে নতুন যাদের কথা লিখেছেন তারা নিশ্চয় আপনার লেখা থেকে অনুপ্রাণিত হবেন। সময় নিয়ে এত এত নতুন লেখকের লেখাগুলো পড়েছেন জেনে ভাল লাগল। আমিও একজন নতুন মানুষ। দশদিনের শিশু!! আমার ব্লগে একটু ভিজিট করলে খুশি হতাম।

শুভ কামনা রইল।

১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমি সাধারণত নতুন যারা আমার ব্লগে আসে তাদের ব্লগে গিয়ে লেখা পড়ে মন্তব্য করি, উৎসাহ দেই।

আপনার দুটি লেখা পড়লাম।

এক কথায় দারুন লেগেছে। আশা করছি আপনিও যথাসময়ে চলে আসবেন ১ম বাতায়।

অনিয়মিত হলে চলবেনা।

ধন্যবাদ।

৬| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৯

Sujon Mahmud বলেছেন: ভালো পোস্ট ;)

১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

৭| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৫

আফরোজ ন্যান্সি বলেছেন: দরকারি পোস্ট দেওয়ার জন্য ধন্যবাদ

১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মতামতের জন্য আপনাকেও ধন্যবাদ।

৮| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪০

তারেক_মাহমুদ বলেছেন: নতুনদের মর্মবেদনা আমি ভালই বুঝি, মাত্র দুই মাস হল সেফ হয়েছি,ইতিমধ্যেই অনেক বিজ্ঞ ব্লাগার ভায়েরাই আমাকে আপন করে নিয়েছেন। আশাকরি যারা ভাল লেখেন কপি পেষ্টের ধার ধারেন না তারা অচিরেই সেফ হবেন। সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ মাইদুল ভাই।

১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার সুন্দর কথায়ও নতুনরা আশান্বিত হবেন।

আপনাকেও ধন্যবাদ তারেক ভাই।

৯| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৩

সৈয়দ তাজুল বলেছেন:
কিছু তো আপনাকে দেয়া প্রয়োজন
এক কাপ কপি খেয়ে
মনেপ্রাণে আনন্দিত হোন


১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কফি যে জুড়িয়ে যাচ্ছে।

ভাত খেয়েছি ঘন্টা খানেক হলো। কফিটা পান করে নেই।

পরে কথা বলবো।

ধন্যবাদ ও শুভকামনা।

১০| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পোস্টের জন্য ধন্যবাদ।।


পুরাতন ব্লগারদের কাজঃ

*** নতুনদের পেজে গিয়ে তাদের সাথে পরিচিত হওয়া, লেখা পড়া, উৎসাহ দেয়া ও মন্তব্যের মাধ্যমে প্রথম পাতায় লেখার উপযোগি করে তোলা। (দু-একজন ফিচার রাইটার বাদে। ওরা একাই ২০০)

*** পুরাতনরা অলস। নতুনদের মন্তব্য করতে চায় না। তাদের অলসতা বদলাতে হবে।

মডুদের কাজঃ
নতুনদের পোস্ট ও মন্তব্য পর্যবেক্ষণ করে তাদের দ্রুত সেফ করা। ইনকামিং ঠিকমত না হলে ব্লগ সামনে আগাবে না।।

আমার পরিচিত ১০-১২ জন আছে ওরা দারুন লিখে। কয়েকজন ওপার বাংলাও আছে। তাদের জন্য আর সুপারিশ করলাম না। ওরা তাদের মেধা দিয়েই প্রথম পাতায় আসবে :)



আর আমার কাজ মন্তব্য করা। যদিও এতে অনেকেই বিরক্ত হয়:(

১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার জন্যই এই পোস্টটা হতে পেরেছে।

নতুনরা যদি এখান থেকে এতটুকুও অনুপ্রেরণা পায় তবে লেখাটা স্বার্থক মনে করবো।

আপনার সুচিন্তি মতামতের জন্য ধন্যবাদ।

আসলেই ব্লগারদের নিয়ে ভাবতে হবে (নতুন ও পুরাতন সবাইকে নিয়ে)

ব্লগটাকে তাজা রাখতে হবে।

কয়েকজনের লিংক দিতে বলেছিলাম। দিলে হয়তো আরও কয়েকজনের নাম আসত তালিকায়।

১১| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০১

ক্স বলেছেন: নতুন ব্লগারদের জন্য সকল পোস্ট ও নির্বাচিত পোস্টের পাশাপাশি আরেকটি থ্রেড খোলা যেতে পারে। যেখানে শুধু নতুনরাই লিখবে। পরে কর্তৃপক্ষের বিবেচনায় তাদের পোস্ট হয়তোবা প্রথম পাতায় নিয়ে আসা যাবে।

১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নতুন একটা আইডিয়া দিয়েছেন। মডুরা ভেবে দেখতে পারে।

ধন্যবাদ ।

ভাল থাকুন।

১২| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৬

টারজান০০০০৭ বলেছেন: আমার কথা কেউ কইল নারে মন !!! :((

১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হায় হায়! কি অবাক কান্ড!

আমিতো মনে করছি আপনি ১ম পাতায় অনেক আগে থেকে।

এবার অন্য কছিু লিখুন দেখুন শিকে ছিড়ে কিনা ?

ধন্যবাদ।

১৩| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১২

মোস্তফা সোহেল বলেছেন: নতুনদের দ্রুত প্রথম পাতায় স্থান না দিলে অনেকেই উৎসাহ হারাবে।

১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমরাতো প্রতিনিয়ত উৎসাহ দিয়েই চলেছি।

যোগ্যতাবলেই তারা ১ম পাতায় আসবে। হয়তো একটু সময় লাগবে।

ধন্যবাদ।

১৪| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৬

মুরাদ পাভেল বলেছেন: ভাল ও তথ্যনির্ভর পোষ্ট করছি...তবুও সেফ হচ্ছি না...ব্লগিং করছি ৩ মাস হয়ে গেল

১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি কেন সেফ হচ্ছেন তার অত্যন্ত একটি কারণ আপনার কোন একটা পোস্টে মন্তব্য করেছি।

উপরের কারণগুলো সাথে মিলিয়ে দেখুন কিসের ঘাটতি।

হতাশ হবনেনা। ধৈর্য ধরুন।

ধন্যবাদ।

১৫| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২০

অর্ক বলেছেন: আপনি তো ভালো ব্লগ বিশারদ বা ব্লগ গবেষক হয়ে উঠেছেন দেখি! নিয়মিত এ ব্লগার, ব্লগিং বিষয়ক হিট হিট পোস্ট দেন। এরকম নিবেদিত ব্লগার এই দেশ এই জাতি’র গৌরব। অভিবাদন গ্রহণ করুন হে কান্তিমান! সত্যি এরকম আন্তরিক ব্লগারের সাথে ব্লগিং করতে পারাও গৌরব। এরকম আরেকজন ব্লগার আছে হাসু মামা। দুজনই নমস্য ব্যক্তি।

শুভেচ্ছা।

১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার এমন সুন্দর মতামত পেয়ে নিজেকে ধন্যি মনে হচ্ছে।

আপনিও সুন্দর লেখেন। ইদানিং আপনার কোন লেখা আলোচিত পাতায় দেখছিনা ? তাই ভাবছি আপনার লেখাগুলো মনোযোগ দিয়ে পরে মতামত জানাবো।

দ্বীল খুলে এমন প্রশংসা করার মত ব্লগারও খুব কম আছে।

ধন্যবাদ ও শুভকামনা।

১৬| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২১

নতুন নকিব বলেছেন:



টারজান০০০০৭ কে সেইফ করা হোক। তার অনবদ্য কমেন্টগুলো উপভোগ্য। নতুনদের মধ্যে অনেকেই ভাল লিখেন। নবীনদের এগিয়ে নেয়ার জন্য তাদের পথচলা কন্টকবিহীন করা হোক। উপযু্ক্ততা বিচারে যোগ্যতাসম্পন্নদের প্রথম পাতায় নিয়ে আসা হোক। সামু পরিবারের সদস্য সংখ্যা ছড়িয়ে পড়ুক বিশ্বময় - সবখানে। ছাড়িয়ে যাক সীমানার শেষচিহ্ন।

পোস্টে ধন্যবাদ।

১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
টারজান ভায়ার সেফ হওয়া প্রয়োজন।

দারুন কিছু পোস্ট দিবেন সেফ হলে।

নতুনদের ব্যাপারে যা বললেন-এককথায় অনবদ্য।

ধন্যবাদ ভাইয়া।

১৭| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪১

দিবা রুমি বলেছেন: এ তালিকায় দেখছি আমিও আছি। ধম্যবাদ ভাইয়া।

১৯৯.. এর দিকে লেখা নিচের কবিতাটিই আমার ব্লগের প্রথম পুস্ট। কোটা পদ্ধতির বিরুদ্ধে জাগ্রত তরুনদের সেই কবিতাটি আবারো শুনাতে চাই!



অশান্ত বিবেক বলছে-
হে নতুন প্রজন্মধারী
তুমি কি জান,
সেই ১৯৫২, ৬২,৭১ এর দিনগুলো কেমন ছিল?

তুমি কি শুনতে পাও-
শহীদের খুনে রাঙা রাজপথ,
তোমাদের কি বলছে?
নিথর নিস্তব্ধ রাজপথ শুধু বলছে-
দাও দাও, আমার শহীদের আত্মাহুতির
প্রকৃত প্রতিদান দাও।

সেই কাল রাতের বাস্তব ইতিহাসগুলো কি,
তোমার মনকে বিক্ষুব্ধ করে তোলেনা?
তুমি কি শুনতে পাওনা,
শহীদদের স্টেনগানের বজ্রকঠিন রণ সংগীত?
যে রণ সংগীত একদিন প্রতিষ্ঠা করেছিল,
এদেশের ভীত,
যদিও তা আজ ঠুনকো অতীত!!!

অবুঝ শিশুর কান্না কি তোমার বুকে,
হিরোশিমার বিস্ফোরণ ঘটায় না?
মা বোনের ইজ্জত লুণ্ঠনকারীদের
ছিন্নভিন্ন করতে কি,
তোমার হাত নিশপিশ করেনা?
বাংলার করুণ আর্তনাদ কি,
তোমার হৃদস্পন্দন ত্বরান্বিত করেনা?
তুমি কি শান্তি ও ধ্বংসযজ্ঞের,
বাস্তব প্রতিমূর্তি হতে পারনা?

তুমি কি দেখতে পাওনা পিশাচরা
আজো ঘুরে বেড়াচ্ছে প্রচন্ড আয়েশে?
আকাশ বাতাস কাঁপছে,
তাদের লেলিহান আক্রোশে?
অগ্নিচক্ষু বর্ষণ করে
তুমি কি পিশাচগুলোকে,
ভষ্মীভূত করতে পারনা?
তুমি কি শুনতে পাওনা-
স্বাধীনতার পরাধীন চিৎকার?

কোথায় তোমার স্বাধীনতা?
উঠে দাঁড়াও, ঘুরে দাঁড়াও...
ছিনিয়ে আনো প্রকৃত স্বাধীনতা।
লক্ষ লক্ষ মা আর বোনের অশরীরী আত্মা,
শুধু তোমার চোখের স্ফুলিঙ্গ;
প্রত্যক্ষ্য করার প্রতিক্ষায়,
অপেক্ষমান রয়েছে।
কারণ-
তুমি-তোমরাইতো তাদের,
ঐকান্তিক স্বাধীনতা!!!

১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সবাই পড়ুক আপনার প্রতিবাদী কবিতাটা।

আপনার এ কবতায় আমি মতামত দিয়েছিলাম।

এটা আপনার ২য় পোস্ট। কবিতা হিসেবে ১ম।

ধন্যবাদ আপু। ভাল থাকুন।

১৮| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৪

দিবা রুমি বলেছেন: আর হ্যা, আপনার হাতের ডিজাইন সবসময় চমৎকার হয়ে থাকে। :)

১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি দেখছি আমার করা ডিজাইনেও মনোযোগ দিয়েছেন।

কেউতো এদিকে নজড় দিলনা।

সুন্দর মতামতে কৃতজ্ঞতা।

১৯| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৩

দিবা রুমি বলেছেন: হ্যা হ্যা হ্যা, এটা আমার পুস্টকৃত প্রথম কবিতা। ১৭ নং মন্তব্যে 'কবিতা' শব্দটি টাইপিং মিস্টেক হয়ে গেছে :)
ধন্যবাদ।

১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনাকেও ধন্যবাদ।

২০| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৭

ভুয়া মফিজ বলেছেন: ভালো লিখেছেন। আপনার সাজেশান গুলো শুধু নতুন না, ব্লগে যারা পুরাতন তাদের ক্ষেত্রেও প্রযোজ্য।
নতুনদের জন্য শুভ কামনা। তাদের কে দ্রুত সেফ করা হোক। ব্লগ আরও প্রানবন্ত হয়ে উঠুক!!

১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার সাথে সহমত।

প্রশংসার জন্য ধন্যবাদ।

আমিও অনুপ্রাণিত হলাম।

ভাল থাকবেন।

২১| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৪

রাজীব নুর বলেছেন: নতুনদের জন্য ভালোবাসা।

১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অবশ্যই ভালবাসা, পরামর্শ , শুভকামনা।

ধন্যবাদ।

২২| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:


সামুর ধীরতা কিছুটা স্হবিরতার সৃষ্টি করেছে

১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:

সব বাধা জয় করে সামু এগিয়ে যাক।

২৩| ১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

সুমন কর বলেছেন: ভালো বলেছেন। ভালো লেখছে.... সেসব ব্লগারদের দ্রুত প্রথম পাতায় সুযোগ দেয়া উচিত।

তবে নতুন'রা যেন প্রথম পাতার অপব্যবহার না করে। মানে, অতিরিক্ত পোস্ট দেয়া।

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:

অপব্যবহার যাতে না হয় সেদিকেও দৃষ্টি দিতে হবে।

ধন্যবাদ।

২৪| ১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: প্রথমত:পোষ্টের জন্য ধন্যবাদ।।
দ্বিতীয়ত: টারজান ভাইয়ের মুক্তি কামনা করছি।
তৃতীয়ত: নতুনদের প্রতি শুভ কামনা।

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রথমে ধন্যবাদ নিলাম।

২য় তে সহমত।

৩য় তে ও সহমত।

৪র্থ তে শুভকামনা।

২৫| ১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

শাহিন বিন রফিক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ আমার জন্য একটু সুপারিশ.......। তাজুল ভাই আপনাকে চা নিয়েছেন আমি কি খেতে দিতে পারি, এই মূহুর্তে অফিসে তাই কিছুই দিতে পারছি বলে আন্তরিকভাবে দুঃখিত।

১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কিছু দিতে হবেনা।

আপনি পোস্টটি পড়েছেন ও মন্তব্য করেছেন এই যথেস্ট।

ধন্যবাদ।

২৬| ১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

ওমেরা বলেছেন: সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ আপনার প্রাপ্য ।

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:

কৃতজ্ঞতা।

২৭| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৭

ব্লগার_প্রান্ত বলেছেন: :(( আমি কৃতজ্ঞ...

১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

এগিয়ে যান।

২৮| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৭

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: উপকারী পোস্ট পড়ে সার্থক হলাম। আমার ব্লগে একটু উকি মারলে বহুত খুশি হব।

১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অবশ্যই উকি মারবো।

প্রপিক চেঞ্চ করেছেন । আগেরটাও সুন্দর ছিল, এটাও সুন্দর।

ধন্যবাদ।

২৯| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪১

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:



আমরা নতুন তাই মনে হয় অতি নগন্য,
সিনিয়ররা করলে ভিজিট আমরা হয় ধন্য।

১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার কবিতাগুলো সুন্দর।

কবিতার পাশাপাশি অন্যকিছুও উপহার দিন ।

লেগে থাকুন সফলতা আসবে।

ধন্যবাদ।

৩০| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১০

বর্ণিল হিমু বলেছেন: আমাদের কেউ চিনে না। আমরা সাধারণ পাঠক + অনিয়মিত।

১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সাধারণরাই তো একসময় অসাধারণ হয় (কাজে, গুণে, প্রতিভায়)।

২০১৬ সালে লাস্ট পোস্ট দিয়েছেন। এরকম অনিয়মিত হলে ব্লগে টিকে থাকা কঠিন।

ভাল থাকুন ।

ধন্যবাদ।

৩১| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১৯

সাইদুল আরেফিন মুন্না বলেছেন: লিখাটা পড়ে বেশ ভাল লাগল। ব্লগে লেখার ব্যাপারে আরও অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ।

১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
লেখাটা যদি আপনার কোন উপকারে আসে তবেই ধন্য।

লিখুন মন খুলে।

ধন্যবাদ মুন্না ভাই।

৩২| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১:০৯

কাতিআশা বলেছেন: কবে যে সেফ হব, আল্লাহই জানেন!

১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নিয়মিত হতে হবে ও প্রচুর মন্তব্য করতে হবে ও ভাল পোস্ট দিতে হবে।

ধন্যবাদ।

৩৩| ১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:০৯

বিদেশে কামলা খাটি বলেছেন: আমার নিরাপদ হওয়ার উপায় কি? আমার তো বছর পার হয়ে গেল।

১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি প্রবাসে থাকনে।

তাই সময় দেওয়া খুব কঠিন।

সুন্দর মতামত দিন অন্যের পোস্টে, ভাল পোস্ট করুণ।

ধন্যবাদ।

৩৪| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: ভাইজান, আপনাকে অশেষ ধন্যবাদ। এই না হলে, সকলের তরে সকলে আমরা'? মুগ্ধতা ছুঁয়ে গেল।আপনার ব্লগের একজন গুনমুগ্ধ পড়ুয়া হিসাবে ব্লগে আগত সকল বন্ধুকে শুভেচ্ছা জানাই।

১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমার ব্লগ বাড়ি থেকে ঘুড়ে এলাম।

চালিয়ে যান। সুসময় আসবেই।

ধন্যবাদ।

৩৫| ১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩০

স্যামতত্ত্ব- সিয়ামুজ্জামান মাহিন (স্যাম) বলেছেন: জয় বাংলা! B-) :) 8-|

১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শুভকামনা।

৩৬| ১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৫

নীল মনি বলেছেন: ভীষণ ভালো পোস্ট।অনেক কিছু জানলাম ও শিখলাম।
শুকরিয়া :) ও কৃতজ্ঞতা

১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
লেখাটি আপনার কাজে আসুক ও উপকারে আসুক

ধন্যবাদ।

৩৭| ১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: প্রথমতো পোস্টের সেলামী পোস্ট দাতাকে দিয়ে দেই। ধন্যবাদ পোস্টে।

নতুনরা যারা আজ প্রথম পাতায় যাওয়ার জন্য দিনের পর দিন অপেক্ষা করছে তাদের মধ্যে অনেকেই পুরানদের চেয়ে অনেক ভাল লিখেন আমি আমার তুলনায় তাদের অনেককেই আমার চেয়ে উন্নত লিখনশেলীর মনে করি। তাই বেশির ভাগ ওরেদ লিখা খোঁজে পড়ি আর কমেন্টও করি।

আপনার যুক্তির সাথে একমত। এক্টু ধর্য্য ধরুণ প্রথম পাতায় এসে যাবেন সব নতুনরাই।

১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:

আপনার এ মতামতও অনুপ্রেরণা জোগাবে নতুনদের ।


নতুনদের জন্য শুভকামনা।


ধন্যবাদ ভাইজান।

৩৮| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৯

কাওসার চৌধুরী বলেছেন:
আমি অভাগিনীর (থুক্কু অবাগা) কথা কেউ বলেনি। সবগুলো মন্তব্য মনযোগ দিয়ে পড়লাম। কো...থা...ও... নেই। বয়স সবে তেরদিন। কবে আসবে শুভ দিন জানি না। ব্লগে শিশু কোটা থাকলে হয়তো কাজ হতো। অপেক্ষায় আছি। মুরব্বীরা তো শিশুদের কথা লেখছেন।।

১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাইয়া দুঃখ করবেন না ?

আপনার লিখা পড়েছি।

ধৈর্য ধরুণ। লেগে থাকুন। অচিরেই ১ম পাতায় আসবেন।

ধন্যবাদ।

৩৯| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৩

নীলপরি বলেছেন: আপনার পোষ্ট পড়ে অনেকেই উৎসাহ পাবেন । ভালো লিখেছেন ।

১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ আপু।

নতুনরা উৎসাহিত হোক।

৪০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪১

নজসু বলেছেন: এক মাস হলো সেইফ না হওয়ায় আমিও হতাশ ভাই।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হতাশ হবেননা। টেকনিক ফলো করেন। সেফ হয়ে যাবেন।

ভাল থাকুন।

৪১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৯

জাহিদ হাসান বলেছেন: আমি ব্লগে নতুন । কেউ আমাকে এখনও স্বাগত জানাইলো না । B-)

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: অবশ্যই ধন্যবাদ জানাবে।

আর আপনার নামের মত অনেক নিক আছে তাই আমি ভেবেছি আপনি পুরাতন।

ধন্যবাদ।

৪২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৩

মেহেদী হাসান হাসিব বলেছেন: মইনুল ভাই মডারেটর স্টেটাসে দেখার উপায় নাই আমি কোন পজিশনে আছি???

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার যে কোন সমস্যা এই ঠিকানায় জানাতে পারেন- [email protected]

আমার নামটা ভুল লিখেছেন- মাইদুল হবে।


ধন্যবাদ।

৪৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৪

মেহেদী হাসান হাসিব বলেছেন: মইদুল ***

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:

হাসিব ভাই- মাইদুল হবে।

ধন্যবাদ।

৪৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১৬

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
আপনি খুব সুন্দর লিখেছেন।
আমার ব্লগ বাড়িতে একবার বেড়াতে আসুন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:

ধন্যবদ ফিরোজ ভাই। অবশ্যই যাব।

৪৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৬

স্রাঞ্জি সে বলেছেন:



ছবিটার রহস্য জানতে চাই.....মাইদুল ভাই ??


আচ্ছা ছবিটা কি কাগজের করা আর্ট.........




২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
না, না তা নয়। ছবিটা আমার করা গ্রাফিক্স ডিজাইনের একটি। এরকম অনেক অনেক ডিজাইন আমি করে রেখেছি--আউটসোর্সিং করব বলে।

ধন্যবাদ চানতে চাওয়ার জন্য।

৪৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫০

স্রাঞ্জি সে বলেছেন:

ও, তাহলে তাই.... আমি মনে করছিলাম কাগজের হবে হয়ত।





২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি কি ছাত্র না চাকরিজীবি ?

৪৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১২

স্রাঞ্জি সে বলেছেন:


ছাত্র ভাইয়া........

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রথম আপনার নাম দেখে মনে করেছিলাম অন্য ধর্মের কেউ ? কিন্তু পরে আপনার লেখা ও মন্তব্য পড়ে ভুল ভাঙ্গে।

শুধুই ভিন্নতার জন্য এই নাম/নিক নাকি কোন ইতিহাস লুকিয়ে আছে ?

৪৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২

স্রাঞ্জি সে বলেছেন:

না ভাইয়া, কোন ইতিহাস লুকিয়ে নাই......


শুধুই ভিন্নতার জন্য...

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: সত্যি আনকমন নিক-প্রথমেতো অনেকে বুঝতেই পারছিলনা আপু না ভাইয়া। হা। হা।হা..........।

আমি কিন্তু চট্টগ্রামেই থাকি । আপনিও। চাইলেই কোন একদিন হয়তো আমরা দেখা করতে পারি !

৪৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮

স্রাঞ্জি সে বলেছেন:

চট্রগামে কোথায় ভাইয়া.....


কিন্তু দেখা হওয়া টা অত সহজ না, কারণ আমি শহরে থাকিনা।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সে আমি জানি আপনি শহরে থাকেন না। আমি আগ্রাবাদ থাকি। হয় আপনি শহরে আসলে বা আমি আপনার এলাকায় গেলে দেখা হলো এই আর কি ? তখন একটা যৌথ পোস্ট দিব দুজনে মিলে। কি বেলেন ? বেশ মজা হবে।

৫০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৮

স্রাঞ্জি সে বলেছেন:

হা হা হা সত্যি দারুণ হবে.....

কিন্তু সেই শুভক্ষণ কখন হবে.....

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নামাজ ও দুপুরের খাবার খাওয়ার বিরতিতে ছিলাম। তাই উত্তর দিতে দেরি হলো।

সেই শুভক্ষণ আরা যখন চাই তখণই হবে। আমরা দিন, তারিক, ক্ষণ ইমেইলে ঠিক করে যোগাযোগ করতে পারি। এখানে ফোন নাম্বার দেওয়া ঠিক হবেনা। এ মাসের শেষের দিকে আমাকে ঢাকায় যেতে হবে। সামনের মাসের যে কোন বন্ধের দিন ধার্য করা যেতে পারে।
আমার মেইল এ্যাড্রেস[email protected] আপনারটাও দিতে ভুলবেন না।

দুপুরের খাওয়া হয়েছে ?

৫১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫

স্রাঞ্জি সে বলেছেন:


আজ সকালে ঢেঁড়স এর চারা গুল ছাদে লাগাইছি....



দুপুরে বৃষ্টি পড়ে, আমার মাথায় হাত.... যদিও এখন ওরা ভাল আছে। ঠাঁই দাঁড়িয়ে আছে।

হু, বন্ধের দিনে দেখতে হবে....

ইমেইল এ্যাড্রেস - [email protected]

হু, খেয় উঠলাম।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন: বাহ! বৃষ্টির মধ্যে ছবিটা দারুণ। ছবি ব্লগে স্থান দিয়েন এই ছবিটার।

বাগান / গাছ লাগানো আমার শখ। গাছগুলো বড় হয়ে ফুলে সব্জিতে আপনার নয়ন জুড়াক।

বন্দের দিনে কোন সমস্যা। শুক্র ও শনিবার এই ২ দিন ফ্রি থাকি।

৫২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯

স্রাঞ্জি সে বলেছেন:


শুক্রবারে পারা যেতে পারে..... অন্নদিন গুলোততে টিউশনি আছে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:

তাহলে যেকোন এক শুক্রবার পিক্সড করবো। আপনার এলাকা কোথায় সেটাইতো জানা হলো না ?

৫৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯

স্রাঞ্জি সে বলেছেন:

সাতকানিয়া......

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মোটামোটি দূর আছে। একদিন নতুন ব্রিজে বিকেলে হাটতে হাটতে বাদাম খাচ্ছিলাম কিভাবে যেন সাতকানিয়ার এক লোকের সাতে পরিচয় গেল এবং কথাও হলো। তারপর আর যোগাযোগ নেই।

৫৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪

স্রাঞ্জি সে বলেছেন:

হু... ৫৫ কিমি হলে.......

আগ্রাবাদ কোথায় থাকেনন.... একবার প্রত্নতাত্ত্বিক যাদুকরে গেছিলাম।

আমাদের দিকে কোনদিন আসছিলেন। মানে বান্দরবন কিংবা কক্সবাজার।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন:

কক্সবাজার গিয়েছি 2003 সালে। এবছরের প্রথম দিকে পটিয়া গিয়েছিলাম।

আগ্রাবাদ, দাইয়াপাড়ায় থাকি। চৌমহুনী থেকে বেশি দূরে নয়।

৫৫| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১০

হাবিব বলেছেন: পড়লাম ভাই, অনেক ভালো লাগলো। কথা গুলো মেনে চলবো। আমার জন্য দোয়া করবেন।

০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অবশ্যই। অবশ্যই।

আশা করি এভাবে চললে আপনি অতি দ্রুতই সেফ হবেন।

৫৬| ১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

সাহিনুর বলেছেন: ভাইয়া সত্যি আপনি দারুন একটি কাজ করেছেন। এটি নতুনদের অনেক সাহায্য করবে । ধন্যবাদ আপনাকে এমন একটি উদ্যাগ নেয়ার জন্য ।

২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:

সাহিনুর ভাই-

নতুনদের জন্যই মূলত পোস্টটি। যাক আপনি উপকৃত হোন এটাই চাই।

ভাল থাকুন। সুখে থাকুন।

৫৭| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:০৯

নুরহোসেন নুর বলেছেন: সেফ হই আর না হই,
সামু পরিবারের সাথে আছি সেটাই গর্বের বিষয়!
নতুনদের প্রয়োজনীয় পোস্ট ভাল লাগলো।

২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ নুর ভাই পোস্টে মন্তব্য রাখার জন্য।

আসলেই সামুর সাথে থাকটাই ভাললাগা আর ভালবাসার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.