নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

অণুগল্প-দেখা

১৫ ই মে, ২০১৮ সকাল ১০:২৬





রোমানার আসল নাম রোমানা নয় তেমনি রোহানের আসল নামও রোহান নয়। বছর খানেক ধরে এক জন আরেক জনের সাথে ফোনে কথা বলছে। তাদের পরিচয় পর্বটায় কিছুটা নাটকীয়তা রয়েছে।

একদিন বিকালে এক বান্ধবীকে রোহান ফোন দিলে একটি মাত্র সংখ্যার হেরফেরে কল চলে যায় রোমানার কাছে। সেই থেকে শুরু। ধীরে ধীরে একজন আরেকজনকে জানতে বুঝতে আরম্ভ করে। নামের ক্ষেত্রে একজন যখন বলে আমি-রোমানা তখন অন্যজন র এর সাথে মিলিয়ে নাম বলে রোহান।

রাতের পর রাত কথা বলে বলে দুজনেই দুজনার আপন হয়ে উঠে। এখন আর শুধু কথা বলেই মনে ভরে না। দেখার আকাঙ্খা জেগে উঠে।

কিন্তু দেখা দেওয়াতে দু’জনেরই ভয় । হয়তো দেখা হওয়ার পর আর সম্পর্কটা থাকবে না। ভেঙ্গে যাবে এতদিনের সাজানো স্বপ্ন।

রোমানা ৩৫ বছরের স্বামী পরিত্যাক্তা এক নারী। রোহান বেকার যুবক। কিন্তু মিথ্যা তথ্যের আদান-প্রদানে তারা কলেজের ছাত্র-ছাত্রী।

সব হারানোর ভয় নিয়েই রোমানা ফোনে রোহানকে বলে- জানি দেখা হওয়ার পর মোহ কেটে যাবে। তুমি আমাকে আর ভালবাসবে না এমন কি আর যোগাযোগও হবেনা। তবুও একবার তোমাকে দেখব। প্রাণ ভরে দেখব। তারপর বাকি জীবন স্মৃতির মনিকোঠায় রাখব।

এ কথা শুনে রোহানও বেশ আবেগী হয়ে উঠে। সে বলে- আচ্ছা দেখা হওয়ার পর আমরা অতীতেকে ভুলে গিয়ে বর্তমানকেই নিয়ে না হয় পথ চলব। আগামীকাল বিকালে নির্দিষ্ট স্থানে দেখা করার প্রত্যয় নিয়ে শেষ হয় কথোপকথন।

আজ রমনা পার্কে দুজনার প্রথম দেখা । নীল পাঞ্জাবীতে রোহান আর ফিরোজা রঙের শাড়িতে রোমানাকে দারুন মানিয়েছে। দু,জনে অনেকক্ষণ দুজনকে দেখলো।

রোহান তার অতীত জীবন সম্পর্কে সবই বলল কোন বিন্দু বিষর্গ বাদ দেয়নি। রোমানাও বলেছে তার জীবনের সাতকাহন, বলেছে তার দুর্ভাগ্যের নিয়তি। কথা বলার কোন ফাঁকে যে চোখের জল বাধা না মেনে গড়িয়ে পড়েছে তা সে লক্ষ্য করেনি। রোমানার চোখের জল মুছে দিয়ে হাত হাত রাখলো রোহান। এক অপার্থিব আনন্দে ভরে গেল দুটি হৃদয়।

রেস্তোরাঁয় খেতে খেতে রোমানা বলল- আচ্ছা যদি আমাদের কখনো দেখা না হত তাহলে সম্পর্কটার নিশ্চিত মৃত্যু ঘটতো।

রোহান বলল- আমাদের দেখা কোননা কোন ভাবে হতই। সত্যিকারের ভালবাসা হেরে যেতে পারেনা।

সেই ফাল্গুনের বিকালে দু’জনার দেখা স্বার্থক হলো।


ছবি : প্রথম আলো পত্রিকা থেকে মোবাইলে তোলা ছবি।

মন্তব্য ৪৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৮ সকাল ১০:৪৫

রাজীব নুর বলেছেন: এ যুগের ছেলে মেয়েদের এরকমই হয়।

১৫ ই মে, ২০১৮ দুপুর ১২:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যেমন যুগ তেমন ঘটনা।

ধন্যবাদ।

২| ১৫ ই মে, ২০১৮ সকাল ১১:৩২

আকিব হাসান জাভেদ বলেছেন: রোমানাদের কপার ভালো স্বামী পরিতেক্ত হলে ও রুহানের মতো বেকার ঠিকই জুটেছে। ভালোবাসার অন্তীম শব্দটা ভালোলাগা । কে কাকে ভালোবেসেছে সেইটা বড় কথা না।সুন্দর অনুগল্প ।

১৫ ই মে, ২০১৮ দুপুর ১২:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাললাগায় কৃতজ্ঞতা।

রোমানার ভাগ্য ভাল বলতে হবে।

৩| ১৫ ই মে, ২০১৮ সকাল ১১:৪৯

কাওসার চৌধুরী বলেছেন: স্বামী পরিত্যক্ত রুমানার কাহিনীটা পড়ে কষ্ট লাগলো। তবে শেষবেলায় আবার নতুন স্বপ্ন আর ভালবাসার খোঁজ পেয়েছে জেনে ভাল লাগলো। চমৎকার অনুগল্প।

১৫ ই মে, ২০১৮ দুপুর ১২:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কার যে কখন কি হয় বলা মুসকিল।

প্রশংসায় কৃতজ্ঞতা।

৪| ১৫ ই মে, ২০১৮ দুপুর ১২:৪৬

অর্থনীতিবিদ বলেছেন: গল্প ভালো হয়েছে। তবে না দেখে কথা বলার সুযোগ কিছুদিন পর আর থাকবে না।

১৫ ই মে, ২০১৮ দুপুর ১:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

ভিডিও কল জনপ্রিয় হলে না দেখে কথা বলার উপায় থাকবেনা।

৫| ১৫ ই মে, ২০১৮ দুপুর ১২:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: এমন ভালবাসা আজকাল মনে হয় গল্পেই সম্ভব!
অনু গল্প ভাল লেগেছে মাইদুল ভাই।

১৫ ই মে, ২০১৮ দুপুর ১:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কদাচিৎ বাস্তবেও এমন ঘটে।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ ভাই।

৬| ১৫ ই মে, ২০১৮ দুপুর ১:৪৩

তারেক_মাহমুদ বলেছেন: মোবাইলের যুগে এ ধরনের ঘটনা প্রায় ঘটছে। ভাল লাগলো অনুগল্প।

১৫ ই মে, ২০১৮ দুপুর ১:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মোবাইলে আরও কত যে ঘটনা ঘটে তার যেন শেষ নেই।

ধন্যবাদ।

৭| ১৫ ই মে, ২০১৮ দুপুর ২:২৪

মনিরা সুলতানা বলেছেন: সমসাময়িক গল্প।
ভালো লিখেছেন।

১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

কিন্তু লেখাটা আমার কাছে এতটা ভাল লাগছেনা।

৮| ১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
যেমন যুগ তেমন ঘটনা।

ধন্যবাদ


কিন্তু এভাবে আর বেশি দিন চলতে পারে না।

১৬ ই মে, ২০১৮ সকাল ১১:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মোবাইল যুগেে এমন ঘটনা ঘটবেই ।

ধন্যবাদ। এমন না ঘটাই কাম্য।

৯| ১৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখন ভালোবাসা বলে কিছু নাই। সব লিটনের ফ্ল্যাটে নেয়ার ধান্দা...

১৬ ই মে, ২০১৮ দুপুর ২:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভালবাসাও আছে আবার ধান্দাও আছে।

ধন্যবাদ।

১০| ১৫ ই মে, ২০১৮ রাত ৮:১০

সুমন কর বলেছেন: খারাপ নয়।

১৬ ই মে, ২০১৮ দুপুর ২:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
খুব ভালও নয়। তাই না ?

ধন্যবাদ।

১১| ১৫ ই মে, ২০১৮ রাত ১১:২৪

সামু পাগলা০০৭ বলেছেন: ইন্টারেস্টিং গল্প! খুব সাধারণ ঘটনা কিন্তু বর্ণনার ধরণে পড়তে বেশ লেগেছে।
ধন্যবাদ।

১৬ ই মে, ২০১৮ দুপুর ২:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রশংসায় ভাসালেন।

সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা।

১২| ১৬ ই মে, ২০১৮ সকাল ১১:৩২

ওমেরা বলেছেন: বেশ মজার গল্প।

১৬ ই মে, ২০১৮ দুপুর ২:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মন্তব্যটাও বেশ।

ধন্যবাদ আপু।

১৩| ১৬ ই মে, ২০১৮ দুপুর ২:৩৭

কামরুননাহার কলি বলেছেন: ভালো লাগলো অনুগল্পটি।

১৬ ই মে, ২০১৮ দুপুর ২:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

পরীক্ষা কেমন হল।

১৪| ১৬ ই মে, ২০১৮ দুপুর ২:৪২

কামরুননাহার কলি বলেছেন: পরিক্ষা শেষ হয়ে আবার নতুন সেমিষ্টার শুরু হলো আজ থেকে।

১৬ ই মে, ২০১৮ দুপুর ২:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: যাক। পড়াশোনায় মন দিন।

ভাল থাকুন।

১৫| ১৬ ই মে, ২০১৮ দুপুর ২:৪২

কামরুননাহার কলি বলেছেন: পরিক্ষা ভালো হয়েছে।

১৬ ই মে, ২০১৮ দুপুর ২:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার সাফল্য কামনা করছি।

১৬| ১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার ,




ভার্চুয়াল জগতের ভালোবাসা ( প্রেম বলাই মনে হয় ঠিক ) কখনও কখনও এমনটাই হয় । এটা ভালো ।
কিন্তু বেশীর ভাগটাই ধোঁকাবাজী বলে মনে হয় ।

১৭ ই মে, ২০১৮ সকাল ৯:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা ভাই বর্তমানে বেশির ভাগই ধোঁকাবাজী হয়।

তবে আমি ব্যতিক্রমটাই দেখাতে চেয়েছি।

ধন্যবাদ।

১৭| ১৬ ই মে, ২০১৮ রাত ৮:০৫

জুন বলেছেন: মোস্তফা সোহেল বলেছেন: এমন ভালবাসা আজকাল মনে হয় গল্পেই সম্ভব!
আহমেদ জী এস বলেছেন: বেশীর ভাগটাই ধোঁকাবাজী বলে মনে হয় ।
দুজনের মন্তব্যটিতেই সঠিক চিত্র উঠে এসেছে । তবে আপনার লেখার হাত খুব ভালো মাইদুল সরকার ।
+

১৭ ই মে, ২০১৮ সকাল ৯:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপু- ওনারা দুজন ঠিকই বলেছেন। কিন্তু বাস্তবে মাঝে মাঝে গল্পের মত ঘটনাও ঘটে সেটাই তুলে ধরেছি।

আপনি যখন বলেছেন লেখার হাত ভাল-তখন গল্পটা আরেকবার পড়লাম।

ধন্যবাদ।

১৮| ১৬ ই মে, ২০১৮ রাত ১০:১১

ভুয়া মফিজ বলেছেন: আপনার লেখার হাত ভালো, বেশ ভালো। ছোটখাটো বিষয় নিয়ে চমৎকার লিখতে পারেন। এমন গল্প আরো চাই।

১৭ ই মে, ২০১৮ সকাল ১০:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনাদের ভাললাগাই এগিয়ে যাওয়ার অণুপ্রেরণা।

অবশ্যই এমন অনেক গল্প লিখার আশা রাখি।

ভাল থাকুন মফিজ ভাই।

প্রশংসায় কৃতজ্ঞতা।

১৯| ১৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

মাহের ইসলাম বলেছেন:
আরেকটু বাড়িয়ে লেখা যেত না ?

২০ শে মে, ২০১৮ সকাল ৯:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমার পাতায় স্বাগতম।

অণুগল্পতো তাই এতটুকুই রেখেছি। ইচ্ছে করলে আরেকটু বাড়ানো যেত।

ধন্যবাদ।

২০| ১৮ ই মে, ২০১৮ বিকাল ৩:৪৭

ফাহমিদা বারী বলেছেন: খুব ভালো লেগেছে তা বলতে পারছি না। অণুগল্পের প্রাণ যে টুইস্ট, সেটাকেই মিস করেছি। শুভকামনা আপনার জন্য।

২০ শে মে, ২০১৮ সকাল ৯:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার আন্তরিক মন্তব্যের জন্য ধন্যবাদ।

সব গল্পেই যে টুইস্ট থাকবে তাতো নয়।

ধন্যবাদ।

২১| ১৮ ই মে, ২০১৮ বিকাল ৪:২১

বৃষ্টি বিন্দু বলেছেন: অনুগল্প ভালো লাগলো।
তবে এমন নাও হতে পারতো।
যাইহোক সমাপ্তি ভালো কিছু দিয়ে হয়েছে সেটাই আসল।

পজিটিভলি নিতে পারা,
পারে কয়জনা?

২০ শে মে, ২০১৮ সকাল ৯:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমার পাতায় স্বাগতম।

সুন্দর মতামতে ধন্যবাদ।

পজেটিভ ভাবনা ভাবাও একটা কাজ।

২২| ২০ শে মে, ২০১৮ রাত ১:৩১

এম ডি মুসা বলেছেন: লেখাটি সময় নিয়ে পড়তে পারি নাই। অন্য একদিন
পড়ে যাব। তবে শুভেচ্ছা টুকু জানিয়ে গেলাম!!

২০ শে মে, ২০১৮ সকাল ৯:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পরে পড়ে আপনার মন্তব্যটা রেখে যাবেন।

শুভেচ্ছায় শুভকামনা।

২৩| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
যেমন যুগ তেমন ঘটনা।

ধন্যবাদ।

ভালো থাকুন।

১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন: যেমন যুগ তেমন ঘটনা
গল্প এখন আর পাঠকের তেমন মনে ধরেনা।

আবারও মতামতের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.