নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

সংসার-১

১০ ই জুন, ২০১৮ সকাল ১১:১১










কারে দেখামু মনের দুঃখ
ক্যামনে দেখামু বুকের ভিত্তে আগুন
ভালবাইসা যারে নিয়ে ঘর বানলাম
সেই মানুষ ক্যামনে পর হইয়া যায়?

আহারে! বিয়ার আগে
আমারে দেহনের লাইগা-
সইত সে লেবু বেনের কাঁটার ঘা
রক্তাক্ত করত তার দুইটা পা।

এহন পাশ ফিরা শোয়
বুঝিনা কি এমন ভাবে
কাছে থাইকাও হেয় আমার কাছে নাই
এই দুঃখে মনে লয় বনবাসে যাই।

ভালবাসা এমন তয়!
একবার পাইলে সব পানসে মনে হয়
মনে করে প্রেম বুঝি মাটির তুচ্ছ ঢেলা
কত আর ভাল্লাগে এই ইন্দুর-বিলাইয়ের পলাপলি খেলা।

আমি আগের মত তারে চাই
আমারে ছাড়া যে অন্য কিছু ভাবে নাই
অবহেলায় পইরা থাকে সোনার সংসার
এমন কইরা কেম্নে হইব জীবন পার।

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৮ সকাল ১১:১৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সেকি মাইদুল ভাই???

আপনি কি বিয়ের পরে দেবদাস হবার প্ল্যান করছেন??:P

১০ ই জুন, ২০১৮ দুপুর ১:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আরে ভায় এটাতো আমার বাস্তব জীবনের ঘটনা নয়।

ভাল থাকুন।

ধন্যবাদ।

২| ১০ ই জুন, ২০১৮ সকাল ১১:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: আমারও প্রশ্ন সেটাই মন্ডল ভায়ের সঙ্গে। হায়, মাইদুল ভাই আপনার একী হাল হল!! আমরা যে শুনে খুব কষ্টে আছি। আমি বলিকি আমাদের এখানে চলে আসেন। দুই ভাই অনেকদিন পরে একটু কোলাকুলি করি।

অনেক অনেক শুভ কামনা প্রিয় মাইদুল ভাইকে।

১০ ই জুন, ২০১৮ দুপুর ১:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এটা আমার জীবনের কথা নয়।

যাষ্ট একটি কবিতা ।

কারো সাথে হয়তো মিলে যেতে পারে।

ঈদের অগ্রিম কোলাকোলি।

ধন্যবাদ।

৩| ১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:০৭

ধ্রুবক আলো বলেছেন: শুভ কামনা রইলো।

১০ ই জুন, ২০১৮ দুপুর ১:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:

আপনার জন্যও তাই রইলো।

ভাল থাকুন।

৪| ১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:২০

মিথী_মারজান বলেছেন: এতদিন তো ভাবতাম এটা বউদের জাতীয় কমপ্লেইন! :P
এখন দেখি ছেলেরাও এই কমপ্লেইন করা শুরু করলো!;)

সার্বজনীন জাতীয় কবিতা।B-)

১০ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কোন এক নরীকে নিয়েই এই কবিতা।

এবার নিশ্চয় বুঝতে পেরেছেন।

ধন্যবাদ।

৫| ১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৯

জুন বলেছেন: জগতে নারী পুরুষ কেউ সুখি নয় :(
শোনেন মাইদুল সরকার একটু ঝাল একটু টক একটু মিষ্টি না হলে এত দীর্ঘ সংসার জীবন কি পাড়ি দেয়া যেত শুধু যদিই মিষ্টিই থাকতো!
কবিতা ভালোলাগলো।
+

১০ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সংসার যেন এক বিশাল সমুদ্র।

কবিতায় কোন এক নারীর সংসারের কথা ফুঠে উঠেছে।

ধন্যবাদ।

৬| ১০ ই জুন, ২০১৮ দুপুর ১:২০

মীর সাজ্জাদ বলেছেন: বড়ই বেদনার বিষয়।

১০ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সংসার মানেই সুখ-দুঃখ।

৭| ১০ ই জুন, ২০১৮ দুপুর ১:২২

লাবণ্য ২ বলেছেন: সুন্দর!

১০ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

ভাল থাকুন।

সুন্দর থাকুন।

৮| ১০ ই জুন, ২০১৮ দুপুর ২:১১

সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা।

১০ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবিকে ধন্যবাদ।

৯| ১০ ই জুন, ২০১৮ দুপুর ২:২৭

সাহসী সন্তান বলেছেন: প্রথম লাইনটা পড়ার শেষে গো...ও...ও...ও...ও...ও বলে একটা লম্বা টান দিতে ইচ্ছা করতেছিল। কিন্তু এতবড় টানে রোজা হালকা হওয়ার আশংকা থাকায় ব্যাপারটাতে ক্ষান্ত দিতে হল... ;)

লেখার সময় এন্ড্রু কিশোরের সেই বিখ্যাত ‘কার দেখাবো মনের দুঃখ গো...আমি বুক চিরিয়া..’ গানটার কথা মনে কইরা লিখছিলেন নাকি? যাহোক, অন্যকিছু হইছে কিনা জানি না। তবে কবিতা যে হয় নাই তা হলপ কইরা বলা যায়! অবশ্য পড়তে ভাল্লাগছে এইটাই হইল বড় কথা! :)

শুভ কামনা জানবেন!

১০ ই জুন, ২০১৮ দুপুর ২:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বড়ই দুঃখ পাইলাম কবতা হয় নাই দেইখা।

না কোন গান মনে করে নয়।

একজনের সংসারকে মনে করেই লিখেছি।

ধন্যবাদ।

১০| ১০ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৩

অচেনা হৃদি বলেছেন: আহা, সবার সেইম অভিযোগ ! B-)

১০ ই জুন, ২০১৮ দুপুর ২:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তা হলে আপনার কোন অভিযোগ নেই। বাঁচা গেল।

ধন্যবাদ।

১১| ১০ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর মনেরমত কথামালায় হৃদয় ছোঁয়া গল্প, কাব্যে মুগ্ধতা

১০ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাললাগায় ধন্যবাদ ভায়া।

ভাল থাকুন ।

১২| ১০ ই জুন, ২০১৮ দুপুর ২:৪০

রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে। দশে ছয় দিলাম।

১০ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার নাম্বার পেয়ে ভাল লাগছে।

ধন্যবাদ।

১৩| ১০ ই জুন, ২০১৮ বিকাল ৫:২৫

সিগন্যাস বলেছেন: মাইদুল ভাই আপনার অতিপ্রাকৃত গল্প গুলা চরম হয়।

১১ ই জুন, ২০১৮ সকাল ৯:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমার ব্লগে স্বাগতম।

রোজার পরে সেই সিরিচটা আবার শুরু করবো।

উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।

১৪| ১০ ই জুন, ২০১৮ রাত ১১:৫৭

শামচুল হক বলেছেন: কবিতা ভালো লাগল।
কানাডার জঙ্গলে এক রাত দ্বিতীয় পর্ব দেয়া আছে সময় পেলে পড়ার জন্য অনুরোধ রইল।

১১ ই জুন, ২০১৮ সকাল ৯:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

গল্প পড়ে মতামত দেব।

১৫| ০২ রা জুলাই, ২০১৮ সকাল ৮:৩৫

খায়রুল আহসান বলেছেন: সংসার নিয়ে পরিচিত গল্প, পরিচিত অভিযোগ। শেষের স্তবকটা খুব ভাল হয়েছে।

০৩ রা জুলাই, ২০১৮ সকাল ১১:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ প্রিয় কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.