নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

সে কালের বিখ্যাতদের একালের ভাবনা-(রম্য-রঙ্গ-০৭)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৬


রবীন্দ্রনাথ ঠাকুর-

একি জ্বালা হলো
সখী তুমি বলো
ফেসবুক নাহি পারি ছাড়িতে
নাহি পারি আপন করে ধরিতে।


কাজী নজরুল-

ইন্টারনেট বিপুল শক্তি হিসেবে আর্ভিভূত হইয়াছে পৃথিবীতে। ইহাকে পাশ কাটাইয়া থাকিবার আর অবকাশ নাই। ইহা ব্যবহার করিয়া মানবতার কল্যান সাধন করিতে তারুণ্যের জয় হোক।

শরৎ চন্দ্র-

অনলাইনের কুপ্রভাব আমাদের সমাজে এমনভাবে পড়িবে তাহা কে কবে ভাবিয়াছে। পাড়ার লক্ষীমন্ত বালিকাওটিও দিব্য ঘন্টার পর ঘন্টা ফেসবুকে কাটাইয়া ভাবে দিনটা আজ বড়ই চমৎকার কাটিল। তাহাকে আর এপাড়া- ওপাড়া ঘুরিতে দেখা যায় না। ইহা বড় এক পরিবর্তন বই কিছুই নয়।


বিভূতিভূষণ-

ফেসবুকের কল্যাণে প্রাকৃতিক দৃশ্য হরহামেশাই দেখিতে পাই। হইা বড়ই ভাল লাগে। কিন্তু অশ্লীল কিছু ছবি হঠাৎ ভাসিয়া উঠিয়া অভিরুচি নষ্ট করিয়াছে। ভুলেও আর ওমুখো হইতে চাহিনা।

সুকান্ত-

প্রতিবাদ হোক অনলাইনে প্রতিটি অন্যায়ের
মানুষ জানিতে পারুক জনতার শক্তি তুচ্ছ নয়
ক্ষমতালোভীকে ভূতলে টেনে নামানো ক্ষনিকের ব্যাপার।

সুনীল-

বরুনা কথা রাখেনি, তাতে কি?
ম্যাসেঞ্জারে সেতো হাজির হয়েছে
চেয়েছে ক্ষমা, বাড়িয়েছে হাত
আজ নক্ষত্রের তারা ভরা রাত।

বঙ্কিম-

পথিক তুমি পথ হারাইয়াছ অনলাইন জগতে।

প্রমথ চৌধুরী-

অনলাইনে বই পড়া মন্দ নহে। কিন্তু একসময় তাহা চোখের পীড়ার কারণ হইবে।

তারসংঙ্কর-

ঘরে ঘরে কবির জন্ম হইতেছে বাংলাদেশে। কে কতক্ষণ টিকিয়া থাকিতে পারে হইাই ভাবনার বিষয় বৈকি।

মন্তব্য ৪২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৫

এ.এস বাশার বলেছেন: অনেক মজা পেলাম মাইদুল ভাই.......
নিরন্তর শুভকামনা....

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পড়ে মজা পেয়েছেন এতেই আমি আনন্দিত।


ধন্যবাদ ভায়া।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মানিক বন্দ্যোপাধ্যায়- পদ্মা নদীর মাঝিও নৌকায় বসে মোবাইলে কথা বলে, ফেসবুকে চ্যাট করে। কী জ্বালা!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
চলুক কথা, চলুক চ্যাট-কিন্তু নৌকা না ডুবলেই হলো।

ধন্যবাদ।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩২

বাকপ্রবাস বলেছেন: একখান ষ্ট্যাটাস ছাইড়া দিসে মাইয়া গোপন একটা ইচ্ছা আছে।

সেইরকম আনন্দ পাইলাম

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এখনকার দিনই আলাদা ভাই , আলাদা সব কায়দা কানুন।


সেইরকম ধন্যবাদ।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪২

মনিরা সুলতানা বলেছেন: হুম ডিজিটাল ঢেউ থেকে কেউ তাইলে গা বাচাঁতে পারলো না :P

সবচাইতে মজা লেগেছে সুনীলের টা !!!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুনীলের কবিতা ও উপন্যাস বেশ লাগে।

ধন্যবাদ আপু। আপনার আগমন সবসময়ই প্রেরণাদায়ক।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! ডিজিটালাইজেশনের বিড়ম্বনা। বেশ মজা লাগলো প্রিয় মাইদুলভাই। হা হা হা ♥♥

শুভকামনা জানবেন।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন: বিখ্যাতরা খ্যাতির বিড়ম্বনা সয়েছেন এবার না হয় ডিজিটালাইজেশনের বিড়ম্বনা সইবেন।


ধন্যবাদ দাদা।

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫

মোস্তফা সোহেল বলেছেন: বাহ দারুন রম্য।মজা পাইলুম :D

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন: মজা মজা

রাজায় খায় গাজা

আরও চাই মজা।

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৯

রক বেনন বলেছেন: রঙ্গে ভরা বঙ্গদেশ!! =p~ =p~ =p~ দারুণ হয়েছে!! =p~

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: রঙ্গে ভরা বঙ্গদেশ , রঙ্রে তার নেইকো শেষ।

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০

রাজীব নুর বলেছেন: প্রকৃত নৈরাশ্যবাদী তারাই
যারা সবসময়
সুখ খুঁজে চলেছে....
(- তারকোভস্কি)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুখ দু:খ একের পর এক আসবে এটাই জীবন।

ধন্যবাদ।

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫৬

সনেট কবি বলেছেন: সুন্দর+

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:

আপনার স্বপ্ন সত্যি হোক।

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন:
সারে জাহা ছে আচ্ছা
ইন্টারনেট হামারা - গাইলে কি দুষ দিবেন? ;)

এইখানে তোর দাদীর ষ্ট্যটাস
ফেক আইডির ভিরে
তিরিশ বছর কাটিয়ে দিয়েছি
আসল আইডি ভেবে :P =p~ =p~

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভোর হল ফেসবুক খোল
খুকোমনি জাগরে
কে কোন ষ্ট্যাটাস দিল দেখরে।

দারুন রস বোধ আপনার । ধন্যবাদ।

১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৪

তারেক_মাহমুদ বলেছেন: আরে দারুণতো কবিদের ডিজিটাল ভাবনা। ++

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবি ও লেখকদের ভাবনায় ++ দেওয়ায় ধন্যবাদ।

১২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫২

নতুন নকিব বলেছেন:



দারুন ভাবনা। +++

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার আগমন
সব সময়ই আনন্দের কারন।


ধন্যবাদ।

১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:

সুন্দর তবে আপনার কবিতার সত সুন্দর নয়।

ধন্যবাদ।

১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৮

রাকু হাসান বলেছেন: দারুণ লিখেছেন :) । তাঁরা এভাবেই অনুভূতি প্রকাশ করতো হয়তো ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এ জীবন সীমাহীন নয়তো
তাদের অনুভূতির প্রকাশ এমনি হতো হয়তো।


খুব সুন্দর মন্তব্য রাকু ভাই।


ভাল থাকুন।

১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৩

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: দারুন লিখেছেন

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক অনেক ভালবাসা।

১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২২

স্রাঞ্জি সে বলেছেন:


হুমায়ুন আহমেদ - মহা পুরুষ দের ফেইসবু ইন্টারনেট চালাতে নাই।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঠিক বলেছেন হুমায়ুন আহমেদেরটা।

ধন্যবাদ।

১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮

নজসু বলেছেন: খুব মজার হয়েছে ভাই।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

সর্বশেষ ৩য় লিংটা কাজ করছে। পড়ে দেখবেন।


ধন্যবাদ।

১৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৪

মেহেদী হাসান হাসিব বলেছেন: হিহিহিহি– আমোদিত হইয়াছি মইদুল ভাইয়া। অতি উত্তম রম্য লিখা।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাহলে রম্য ভাল হয়েছে মনে হয়।

ভাল থাকুন।

১৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৪

শামচুল হক বলেছেন: হে হে হে আইডিয়া চমৎকার।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক দিন পর আপনার আগমনে আনন্দিত।


ধন্যবাদ।

২০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪২

জাহিদ অনিক বলেছেন: দুর্দান্ত !
পথিক তুমি পথ হারাইয়াছো অনলাইন জগতে


প্রিয়তে রাখলাম

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রিয় অনিক ভাই,

আপনার এ প্রশংসা অবশ্যই অন্যরকম ভাললাগার অনুভূতি সৃষ্টি করেছে।

প্রিয়তে নেওয়ায় কৃতজ্ঞতা।


ভাল থাকুন।

২১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৬

আরোগ্য বলেছেন: বঙ্কিম, প্রমথ চৌধুরী ও তারাশঙ্করের সাথে একমত।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বেশ। সহমতে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.