নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

তুমি নাই বা মনে রাখলে

২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫১



জোছনা ভাঙ্গা রাতে বসন্তের উতাল সমীরনে
তুমি নাই বা আমায় মনে রাখলে
তবুও তারার পানে চেয়ে কখনো ডাকলে-
আমি আসব না ফিরে, আসব না ফিরে
ভাঙ্গন ধরাতে তোমার সুখের নীড়ে।
এই ভেবে শান্তি যে পাই-একদা ছিল পরিচয়
এর চেয়ে বড় পাওয়া আর কি গো হয়।

বিশাল মহাশূণ্যে নক্ষত্রও একদিন মরে যায়
কর্মব্যস্ত পৃথিবীর কে তারে মনে রাখে হায়!
সসীম অসীমে মিলায়ে গেলে শুধু অনুভবের খেলা
তুমিও ফিরবে সেথায় শেষ হলে জগতের বেলা।

কোকিলের আকুল করা বিরহ গানের ক্ষণে
তুমি নাই বা আমায় মনে রাখলে।

উৎসর্গ- ব্লগার রাজীব নূর খান-কে। যার বিকল্পহীন রবীন্দ্রনাথ বইটি পড়তে পড়তে কবিতাটির সৃষ্টি ।

ছবি- নিজের আঁকা।

মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:১০

নীল আকাশ বলেছেন: কবি,
হঠাৎ বিরহের কবিতা কেন গো?
২য় লাইনে রাখলে হবে, ৪র্থ লাইনের শেষে ২য় বার আর ফিরে দিলে কেমন হয়? ১০ লাইনে শুধু রয়ে যায় অনুভবের খেলা। - আমি হলে যা লিখতাম সেটা বললাম। ঠিক করতেই হবে এমন কোন কথা নেই।

এটা পড়ে একটা গান মনে পড়ল - যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই পথে.........
শুনেছেন গানটা, আমার খুব প্রিয়।

ছবি টা ইউনিক হয়েছে। আমাকে একটা ছবি এঁকে দিন। নাবিলার পরের কাহিনীর জন্য। একটা বিসন্ন মেয়ের ছবি। পারবেন?

ভালো থাকুন, সব সময়। ধন্যবাদ।
শুভ কামনা রইল!!

২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ভায়া- উৎসর্গে বলা আছে কবিতাটা বিরহের কেন ।

গানটা নীরবে শুনলে বুকের ভিতর কেমন যেন এক অনুভূতি হয়।

ছবির প্রশংসায় ধন্যবাদ। নাবিলার জন্য ছবি আঁকার চেষ্টা করবো।

ধন্যবাদ।

২| ২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৪২

রাজীব নুর বলেছেন: হায় হায়!!!!!!!!!!!!!!

২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এত অবাক হওয়ার কি আছে রাজীব ভাই ?

৩| ২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:১৬

মুক্তা নীল বলেছেন:
মাইদুল ভাই,
ভালো লেগেছে। এটা আমারও প্রিয় গান....
আমারে যে জাগতে হবে কি জানি সে আসবে কবে
যদি আমায় পড়ে তাহার মনে
বসন্তের এই মাতাল সমীরণে!!

২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ আপু,

সবাই গেছে বনে
বসন্তের এই মাতাল সমীরণে।

ভাললাগায় কৃতজ্ঞতা।

ভাল থাকুন।

৪| ২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:২০

তারেক_মাহমুদ বলেছেন: বেশ ভাল লিখেছেন, অনেক শুভেচ্ছা মাইদুল ভাইয়ের জন্য।

২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রিয় তারেক ভাই,

অনুপ্রাণিত হলুম আপনার আগমনে।

অনেক ভাল থাকুন।

৫| ২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৪৩

পবিত্র হোসাইন বলেছেন: বেশ বেশ

২৩ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ। ধন্যবাদ।

৬| ২৩ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

২৩ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনাকে ধন্যবাদ।

৭| ২৩ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৩২

নজসু বলেছেন:


কবি গুরুর ভাষায় বলতে ইচ্ছে করছে -

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
আমি বাইব না মোর খেয়ারতরী এই ঘাটে,
চুকিয়ে দেব বেচা কেনা,
মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা,
বন্ধ হবে আনাগোনা এই হাটে-
তখন আমায় নাইবা মনে রাখলে,

২৩ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই কি গভীর ভাবনা।

আপনি অনেক দিন পোস্ট দেন না?

৮| ২৩ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৩৯

নজসু বলেছেন:




ব্লগে কম আসছি প্রিয় ভাই।
নিজের শেষ পোষ্টটার প্রতিমন্তব্য করা শেষ হলে নতুন পোষ্ট দেবো ভাবছি।
দোয়া করবেন।

২৩ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: অবশ্যই দোয়া রইল।

ভাল থাকুন।

৯| ২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:১০

মাহমুদুর রহমান বলেছেন: ওয়াও!

২৪ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
চমৎকার মন্তব্য।

ধন্যবাদ।

১০| ২৪ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো :)

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাই ধন্যবাদ।

১১| ২৯ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪৩

পথ হতে পথে বলেছেন: রবীন্দ্রনাথ এর বিকল্প পাচ্ছি তাহলে , বেশ বেশ।

২৯ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আরে না ভায়া-রবীন্দ্রনাথের বিকল্প কেবল রবীন্দ্রনাথ নিজেই।

আমার ব্লগে স্বাগতম।

ব্লগে আপনার পথ চলা হোক আনন্দময়।

১২| ২৪ শে জুন, ২০১৯ দুপুর ১২:৩৩

খায়রুল আহসান বলেছেন: চমৎকার!
ছবিটাও খুব সুন্দর!
পোস্টে প্লাস + +

২৩ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা।

১৩| ২৪ শে জুন, ২০১৯ দুপুর ১২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

২৩ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:

+ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.