নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

ব্লগে লগ ইন করুন নয়তো সামু শূন্যতায় ভেসে যাবে

১৯ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:০০



দিনকে দিন সামুতে ব্লগারের সংখ্যা কমছে। হাজার হাজার ব্লগার আছেন। কিন্তু লগ ইন হননা। কেন তারা ব্লগে আসেনা সেটা এক কথায় বলা কঠিন। বিভিন্ন জনের বিভিন্ন যুক্তি। পুরোনোরা কেউ কেউ হঠাৎ আসেন বছরে, ছয় মাসে, নয় মাসে একবার। এভাবে কি একটা ব্লগ চলে। ৩০ জন, ২০ জন, ১৫ জন এভাবে সংখ্যাটা যদি কমতে থাকে ক্রমস তবে একদিন ব্লগ নীল হয়ে যাবে।

শূন্যতায় ভেসে থাকবে ব্লগ। পাঠক এসে দেখবে ব্লগে ব্লগার নেই একজনও। বন্ধ হয়ে যাবে আমাদের লেখালেখি, পড়াপড়ি, ভাবনার আদান প্রদান। ভাবা যায় না সেই পরিস্থিতি। সবাই সপ্তাহে অত্যন্ত ০২ দিন সময় দিলেও ব্লগারের উপস্থিত সংখ্যা ও ব্লগের চেহারা পাল্টে যাবে।

আসুন সবাই সামুর জন্য একটু সময় বের করি একটু সময় ব্যয় করি। পুরোনোরা ফিরুক আর নতুনেরা আসুক সামু চলতে থাকুক ছন্দময় অনন্তকাল।

ধন্যবাদ। সবাই ভালো থাকুন।





ছবি-আমার তোলা।

মন্তব্য ৬৫ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:০৭

জুল ভার্ন বলেছেন: সামু কিশের উপর ভিত্তি করে টিকে আছে আমি বুঝতে পারিনা। সত্যি বলছি, আমি যে কোনো সময় সামু বন্ধ করার ঘোষণা শোনার আশংকা করছি!

১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দেশের সবচেয়ে বড় ব্লগ নিয়ে আমাদের কেন যে এ আংকায় থাকতে হয় বুঝিনা। সামুকে মডিফাই করা সময়ের দাবী। ধন্যবাদ।

২| ১৯ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:১৬

শূন্য সারমর্ম বলেছেন:

সামু আইসিইউ ছিলো কোনো সময়?

১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: বর্তমান সময়টা আইসিইউ থেকে কম কিসে।

ধন্যবাদ।

৩| ১৯ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:৩৭

ফুয়াদের বাপ বলেছেন: আমার মতো অনেকে আবার ব্লগার হবার অপেক্ষায় আছে। তিন দিন পর্যবেক্ষনের কথা বললেও বছর পার হয়ে যায় পর্যবেক্ষন আর শেষ হয় না।

১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যদিও ০৩ দিন বলা আছে আসলে ভালো না লিখলে বা পজেটিভ মন্তব্য না করলে বেশি বেশি সময় না দিলে সেফ হওয়া কঠিন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা রাখি সেফ হবেন।

৪| ১৯ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:৪৩

আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার,




"অনলাইনে আছেন" অংশে অংশগ্রহন বাড়াতে হবে। কেউ লেখা পড়ুক বা না পড়ুক, মন্তব্য করুক বা না করুক হাজিরা খাতায় নাম লেখাতে তো কার্পণ্য করার কারন নেই!
আমি যতোক্ষন পারি লগইন হয়ে থাকি যাতে "অনলাইনে আছেন" এর সংখ্যা ১জন হলেও বেশী দেখায়। :#)

১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: েএকদম মনের কথা। কেই পড়ুক না পড়ুক হাজিরা খাতায়তো নাম আছে। চেষ্টা করতে হবে আমাদের তবে প্রিয় সামু থাকবে সমুজ্জ্বল।

ধন্যবাদ। ভালো থাকবেন।

৫| ১৯ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আগে কত মন্তব্য পড়তো । এখন কত পোস্ট মন্তব্য শূন্য । দেখলে মন খারাপ হয়। অনেকেই পোস্ট দেন নিজেরটা ছাড়া অন্য কারোটা দেখেনই না । কৃতজ্ঞতাবোধও নাই। হয়তো সব পোস্ট পড়তে পারি না সময়ের কারণে। তবুও পড়ার চেষ্টা করি মন্তব্য করি।

১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এ ব্যাপারটা ভালো লাগেনা-আসলাম পোস্ট দিলাম চলে গেলাম। কেন বাপু ? অপরের পোস্ট একটু পড়, মতামত দাও তবেই না ব্লগিং। আপনার, আমার আমাদের চেষ্টাই টিকিয়ে রাখবে সামুকে।

ধন্যবাদ। ভালো থাকবেন।

৬| ১৯ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:৪৯

শেরজা তপন বলেছেন: আহমেদ জী এস ভাই-এর কথায় সহমত!
লগ ইন করতে কি সমস্যা আমি বুঝি না! অনেকেই হুট হাট করে আসে দু-চারটা লেখা দিয়ে, কারো লেখায় কোন মন্তব্য না করে নিজেরাও মন্তব্যশুন্য থেকে হা হুতাশ করে চলে যান।
ওদিকে সামুর ফেসবুক পেইজে অনেকে লেখা দিলেও তিনি ব্লগ থেকে দূরে থাকেন।
যেভাবেই হোক সামুকে টিকিয়ে রাখতে হবে। সামু বন্ধ হয়ে যাবে এ কথা চিন্তাই করতে পারিনা।

@ ফুয়াদের বাপ-এর কথা যদি ঠিক হয় তবে মডারেটরের গাফিলতি চোখে পড়ার মত।

১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন: হ্যা ভাই ,আহমেদ জী এস ভাই ও আপনার সাথে সহতম।

যেভাবেই হোক সামুকে টিকিয়ে রাখতে হবে। সামু বন্ধ হয়ে যাবে এ কথা চিন্তাই করতে পারিনা। তাইতো কিছু ব্লগার চেষ্টা করে যাচ্ছেন, সাধুবাদ জানাই তাদের।

নতুনরা ভালো লিখলে, সময় দিলে অবশ্যই সেফ হবে।

ধন্যবাদ।

৭| ১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৩১

ইসিয়াক বলেছেন: আমি একটু সুযোগ পেলে ই লগ ইন করি। পোস্ট না পড়লেও লগ অন করে রাখার চেষ্টা করি।

১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমিও তাই করি। সামুর জন্য এতটুকু করতেই হবে।ধন্যবাদ ভাই।

৮| ১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৩৫

মরুর ধুলি বলেছেন: সামু ভরে উঠুক ব্লগার আর পাঠকের আনাগোনায়।
নতুনদের দ্রুততার সাথে সেফ করা হোক সেই প্রত্যাশা মডারেটর এর কাছে।

১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। আশা রাখি সেফ হবেন দ্রুত আর সামুতে থাকবেন নিয়মিত।

ধন্যবাদ।

৯| ১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৫২

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমি কিন্তু দিনে বহুবার লগইন করি :P

১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এই মূহুর্তে ৪০ জন লগইন আছেন দেখতে ভাললাগছে, আহ শান্তি। এভাবে সবাই একটু সময় লগইন করলে জমজমাট থাকবে আমাদের সামু। আপনার বহুবার চেষ্টার জন্য ধন্যবাদ। সবাই যদি এমনটা করতো ভালো হতো।

১০| ১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সামু জমে উঠার বিকল্প রাস্তা ভাবতে হবে। পোস্টের জন্য ধন্যবাদ ।

১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আরও নতুন নতুন ফিচার জোগ করতে হবে সামুতে। সবাই একটু নিয়মিত হলেই হয়ে যাবে। বিকল্প ভাবতেই হবে। ধন্যবাদ।

১১| ১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:৩৭

*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: শূন্যতা থেকে সামুকে উদ্ধার করা হল।

১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক দিন পর ৪২ জনকে লগইন দেখলাম। ধন্যবাদ উপস্থিতির জন্য।

১২| ১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:৫৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: লেখক বলেছেন: এই মূহুর্তে ৪০ জন লগইন আছেন দেখতে ভাললাগছে, আহ শান্তি। এভাবে সবাই একটু সময় লগইন করলে জমজমাট থাকবে আমাদের সামু। আপনার বহুবার চেষ্টার জন্য ধন্যবাদ। সবাই যদি এমনটা করতো ভালো হতো।

এটা মূলত ঘটছে বর্তমান চলমান ঘটনাবলীর কারণে। গ্যাঞ্জাম কমলে আবার সদস্য সংখ্যা কমে যাবে।

১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:

হয়তো বা গ্যাঞ্জাম কমলে আবার সদস্য সংখ্যা কমে যাবে কিন্তু আর না কমুক। সবাই একটু আধটু উপস্থিতি থাকলেই আমরা গতিময় সামু ফিরে পাব। ফিরতি মন্তব্যের জন্য আবারও ধন্যবাদ। শুভকামনা।

১৩| ১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৫৬

রানার ব্লগ বলেছেন: আমার তো সব সময় লগইন করাই থাকে :D

১৯ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
খুব ভালো। তাইতো সামু গতিময়। আমিও চেষ্টা করি বেশিরভাগ সময় লগইন হয়ে থাকতে। ধন্যবাদ।

১৪| ১৯ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:৪০

মিরোরডডল বলেছেন:



ইন্টার‍্যাকশান না হলে ভালো লাগে না, কেমন যেনো বোরড হয়ে যাই ।
তখন আর আসতে ইচ্ছে করেনা ।
মাইদুলের প্রচেষ্টার জন্য থ্যাংকস ।


১৯ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
না আসলেতো ব্লগ মৃতপ্রায় হয়ে যাবে। আসলেই ইন্টার‍্যাকশান হবে। ধন্যবাদ। ভালো থাকবেন ডল আপু।

১৫| ১৯ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:৪১

নজসু বলেছেন:



আমি সবসময়ই লগইন থাকি। লেখা পড়ি, কিন্তু কমেন্ট করা হয়ে ওঠেনা।
কেন যেন খুব অচেনা হয়ে গেছে প্রিয় ব্লগটি।

১৯ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রিয় নজসু ভাই আপনাকে ব্লগ খুললেই দেখি। চেষ্টা করবেন মতামত ও পোস্ট দিতে। সবাই সরোব হলেই ব্লগ অচেনা হবেনা।

ধন্যবাদ। ভালো থাকবেন।

১৬| ১৯ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:৫৯

বিটপি বলেছেন: ফুয়াদের বাপ বলেছেন: আমার মতো অনেকে আবার ব্লগার হবার অপেক্ষায় আছে। তিন দিন পর্যবেক্ষনের কথা বললেও বছর পার হয়ে যায় পর্যবেক্ষন আর শেষ হয় না।

মডারেশন একটা টার্ম ইউজ করে 'প্রথম পাতা'। এই টার্মটা কতটা যুক্তিসংগত আর পাতা বলতে তারা কি বুঝাচ্ছে - সেটাও একটা প্রশ্ন বটে। আমাদের মত ব্লগারদের কমেন্ট করা ছাড়া আর কোন ক্ষমতা নেই। তাই অনেক ব্লগার আসেই না।

২১ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রথম পাতা বলতে আপনার লিখা পোস্ট যেখানে সবাই দেখতে পাবে সেটা বুঝায় আর ভাল লিখলেই সেফ হয়ে প্রথম পাতায় সুযোগ পাওয়া যায়। আশা করি নতুনেরা নিয়মিত হলে একদিন সেফ হবেই । ধন্যবাদ।

২১ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনি যদি কোন পোস্ট ই না দেন তবে আপনার লেখা ব্লগ টিম মূল্যায়ন করবে কি করে আর পর্যবেক্ষন না করেতো আপনাকে সেফ বলে ঘোষনা দিবেনা। সুন্দর বিষয় নিয়ে পোস্ট দিন, সময় দিন, কমেন্ট করুন দেখবেন আপনি প্রথম পাতায় চলে এসেছেন।

১৭| ১৯ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:২৯

চাঁদগাজী বলেছেন:



ব্লগার বিটপি কেন ১ম পাতায় লিখতে পারেন না?

উনার ব্লগিং ইতিহাস:

পোস্ট করেছি: ০টি
মন্তব্য করেছি: ২৯৭টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ৩ মাস ২ দিন

২১ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা ইতিহাস বলে দিচ্ছে তিনি এখনো পোস্টই দেননি তাই প্রথম পাতায় আসার প্রশ্নই আসেনা। ধন্যবাদ।

১৮| ১৯ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: না ভায়া । ইনশাল্লাহ সেদিন আসবে না!

নিষিদ্ধ করার কঠিন সময় যখন পেরিয়ে আসতে পেরেছে সামু
হয়তো এই খরাও কেটে যাবে এক সময়!

২১ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সেটাই হোক কবি। সামু ভালো থাকুক সবসময়। ধন্যবাদ।

১৯| ১৯ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৪৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: সামুকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে।

২১ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: অবশ্যই । নয়তো এই দৈন্যদশা ঘুচবেনা। ধন্যবাদ।

২০| ১৯ শে অক্টোবর, ২০২১ রাত ৯:২২

পদাতিক চৌধুরি বলেছেন: আধুনিক ভার্চুয়াল জগতের উপযোগী না হতে পারলে মনে হয় সামুর এই দৈন্যতা যাবে না

২১ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত। ধন্যবাদ।

২১| ২০ শে অক্টোবর, ২০২১ রাত ১২:১৪

রাজীব নুর বলেছেন: সামু ঠিকই আছে।
সব সময় তো আর লোকজন একই রকম থাকবে না। হায় হায় করার কিছু নেই।

২১ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
একে কি ঠিক থাকা বলে ???

হাজার হাজার ব্লগারদের মধ্যে মাত্র ৩০ জন ব্লগার একটিভ থাকেন। এভাবে চললে সামু আর সামু থাকবেনা।ধন্যবাদ।

২২| ২০ শে অক্টোবর, ২০২১ রাত ১:০১

নীল আকাশ বলেছেন: সামুর ফিচারগুলি আরো সমৃদ্ধ করতে হবে।

২১ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেকবার বলা হয়েছে কিন্তু কিছুই হচ্ছেনা। সহমত। ধন্যবাদ।

২৩| ২০ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৪৯

শায়মা বলেছেন: আহা পুরোনো দিন কি আর ফিরে পাওয়া যায়? :(

২১ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যায়না । তবে নতুন দিন আরও ভাল কাটবে সেটাই প্রত্যাশা। ধন্যবাদ।

২৪| ২০ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:৪৩

মেহেদি_হাসান. বলেছেন: দিনে একবার হলেও লগইন করার ট্রাই করি

২১ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সবাই আপনার মত ট্রাই করলেই সামুর জন্য মঙ্গল হতো। ধন্যবাদ।

২৫| ২১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:২৮

বিটপি বলেছেন: প্রথম পাতা বলতে কি বুঝায় সেটা বুঝেছি, সরল কথায় ব্লগপেজ বললে হয়। প্রথম পাতা বলতে আমরা বুঝি একটা বই, তার প্রথম ও দ্বিতীয় পৃষ্ঠা।

সামু মূল্যায়ন ছাড়াই অনেক আবালীয় ব্লগারকে ব্লগপেজে লেখার জন্য সুযোগ দিয়েছে। আমি তাদের পোস্টে গিয়েও মন্তব্য করে এসেছি। আপনি বললেন, "আপনি যদি কোন পোস্ট ই না দেন তবে আপনার লেখা ব্লগ টিম মূল্যায়ন করবে কি করে আর পর্যবেক্ষন না করেতো আপনাকে সেফ বলে ঘোষনা দিবেনা"

এবার আপনাকে জিজ্ঞেস করি, আমার লেখা পোস্ট যদি কেউ পড়তেই না পারে, শুধু শুধু আমি সময় নষ্ট করে লিখব কেন? প্রকাশের সুযোগ দিয়ে তারপর মূল্যায়ন করুক।

২১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এই আপনি আমার এখানে মতামত দিয়েছেন, এভাবে অনেকের লেখাতে মতামত দেওয়ার ফলে তারা আবার আপনার পেজে যাবে, গিয়ে পোস্ট থাকলে পড়বে মতামত দিবে, লাইক, কমেন্ট দিবে এতে করে মডারেটরও দেখবে যে না আপনি লিখছেন, চেষ্টা করছেন তারপর সেফ করবে।

কি ভাবে নতুরা সেফ হবে এটা নিয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম, সেটা দেখতে পারেন আশা করি উপকার হবে।

এই পোস্টে শায়মা আপুর (২৬) নং কমেন্টটা দেখতে পারেন।

ধন্যবাদ।

হামিদ বিন জোহরা

ধন্যবাদ।

২৬| ২১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:৩৮

শায়মা বলেছেন: হা হা বিটপী আপুনি অথবা ভাইয়া।
লেখা প্রথম পাতায় না এলেও লিখতে হবে।
লিখতে লিখতে কমেন্ট করতে হবে।
এমনই কমেন্ট করবা যে মানুষ তুমি টা কে দেখতে তোমার ব্লগে ঢু মারবেই।

আর ঢু মেরে বলবে আহা এত ভালো লেখেন আপনি আপনার পোস্ট তো প্রথম পাতায় আসা উচিৎ।

বড় অন্যায় বড় অন্যায়।

মানে পাঠকই অনুমোদন দেবে।

তারপর মডুভাইয়া তখন চোখ মেলবে পড়বে কি কি লিখেছে দেখি রে।

তারপর খুশি হবে যখন অভিজ্ঞতার আলোকে মনে হবে নাহ এ কিছু মিছু মনে হয় লিখতে পারবে।

তখনই প্রথম পেজ।

নইলে যতই মন্তব্য করো কোনো লাভ নাই।

একজন অভিজ্ঞ গিয়ানী মানুষের কথা শোনো।

প্রান মন ঢেলে কিছু লেখো। সকলের প্রানে দোলা দাও ধাক্কা দাও। সেইফ না হয়ে যাবে কোথায়?

২১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি অভিজ্ঞ মানুষ , ঠিক বলেছেন আশা করি বিটপী আপনার কমেন্টটা পড়বে।

নতুনরা বেশি বেশি সেফ হোক।

ধন্যবাদ।

২৭| ৩০ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৪৬

জটিল ভাই বলেছেন:
মইদুল ভাই, আপনার এই পোস্টের জন্য মন্তব্য নয়, পোস্ট লিখতে হবে। আর সেজন্য সময় দরকার। জটিলবাদ জানবেন।

৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তবে তাই হোক ভাই, পোস্ট লিখুন তাতে যদি কয়েকজন বাড়ে সেটাই প্রাপ্তি। ধন্যবাদ।

২৮| ৩০ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: দিন গেলে আর দিন আসে না ভাটা যদি লয় যৈবন....

৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তবুও আশার বসতি ছাড়িতে মন নাহি চায়.............।

২৯| ৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:০৬

কালো যাদুকর বলেছেন: হতাশ হবেন না। সামু ঠিকই থাকবে।

৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সেই আশাইতো করছি। দিন দিন পড়তির দিকে।

৩০| ০৫ ই নভেম্বর, ২০২১ রাত ১১:০৯

খায়রুল আহসান বলেছেন: আমি সম্প্রতি একদিন সকালে মাত্র ৩ জনকে 'অনলাইনে' উপস্থিত দেখতে পেয়েছি।
পাঠকের মন্তব্যের ঘরে অনেকেই কিছু কিছু 'সাজেশন' দিয়েছেন। আশাকরি, এগুলো কর্তৃপক্ষ বিবেচনা করে দেখবেন।

০৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবে জানি শূন্যয় এসে ঠেকে। হ্যা কর্তৃৃপক্ষ ভাল দিকগুলো বিবেচনায় নিতে পারে।

ধন্যবাদ।

৩১| ০৬ ই নভেম্বর, ২০২১ ভোর ৫:৫৪

জিকোব্লগ বলেছেন:



সামুর শূন্যতা নিয়ে ব্লগের মালিক পক্ষেরতো কোনো মাথাব্যথা দেখি না।
আপনি কি সামুর মালিক পক্ষের কেউ ?

০৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
না মালিক পক্ষের কেউ নই। ধন্যবাদ।

৩২| ০৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৩০

নতুন নকিব বলেছেন:



আমরা হতাশ হতে চাই না। প্রত্যাশা, প্রিয় সামু টিকে থাকবে ইনশাআল্লাহ। তবে তার জন্য এই ব্লগটির প্রতি আমাদের মনযোগটা দায়িত্বশীলতার সাথে ধরে রাখা খুবই জরুরি। ব্লগটির প্রতি অন্তরে পুষে রাখা ভালোবাসা প্রকাশ করতে হবে বাস্তবিকতার নিরিখে, এখানে এসে, লকড ইন হয়ে। নিজে নিত্য নতুন পোস্ট দিয়ে, অন্যদের পোস্টে সুচিন্তিত ও প্রজ্ঞাপূর্ণ মন্তব্য এবং মতামত প্রদান করার মাধ্যমেই এটি সম্ভব।

বিষয়টি নিয়ে লেখার জন্য কৃতজ্ঞতা। +

০৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার আন্তরিক মতামতের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.