নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

দ্বিতীয় স্বামী

২০ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৪০

এই নিদারুণ গরমের বেলায় ঈদের ছুটিতে বেড়াতে এসে বসে আছি অপরাহ্নে। এমন সময় আমার স্ত্রীর চতুর্থ চাচাতো ভাইয়ের শ্যালিকা এসেছে বেড়াতে তার দুলাভাইয়ের বাড়িতে। চাচাত চতুর্থ ভাইয়ের স্ত্রী আবার আমার স্ত্রীর ক্লাসমেট। আমরা ওনাকে হাসিনা ভাবি বলেই ডাকি।

হাসিনা ভাবীর স্বামী কয়েক বছর আগে মারা গিয়েছেন তার একটি মাত্র পুত্র সন্তান রয়েছে তাকে নিয়েই সে একলা থাকে।

কিছু কিছু মানুষের নিজস্ব কিছু দুঃখ থাকে যা কখনো কাটিয়ে ওঠা যায় না। হাসিনা ভাবীরা চার বোন। হাসিনা ভাবীর মা স্বামী হারা হয়েছেন অনেক বছর। হাসিনা ভাবির বড় বোনের স্বামী ছাড়া আর সবগুলো বোনের স্বামী মারা গিয়েছে। এই যে বোনগুলোর স্বামী হারা ভাগ্য এটা কখনো কাটিয়ে ওঠা যাবে না।

হাসিনা ভাবির ছোট বোন এর এক ছেলে রয়েছে এবং তার স্বামী মারা যাওয়ার পর তার দেবরের সাথে তাকে বিয়ে দেওয়া হয়েছে। দেবরটি এখন দ্বিতীয় স্বামী বয়স বেশি নয়।
২১/২২ হবে বয়স। সে এখনো হয়তো পুরোপুরি দায়িত্ব নিতে শিখিনি। তাকে দেখলাম সবার পিছনে আস্তে আস্তে হেঁটে আসতে এবং রাতের বেলা দেখলাম দরজা খুলে দরজার সামনে বসে মোবাইল টিপছে। হাসিনা ভাবীর বোনটি হয়তো দ্বিতীয় স্বামী পেয়ে খুশি কারণ অন্যত্র বিয়ে হলে ছোট ছেলে নিয়ে তার আরো সমস্যা হতো। দ্বিতীয় স্বামীটি খুশি কিংবা সুখী কিনা তা বলা মুশকিল ‌

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: চতুর্থ চাচাতো ভাইয়ের শালিকা এসেছে বেড়াতে হবে। মোবাইলে পোস্ট করার কারণে এডিট করা যাচ্ছে না।

২| ২০ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:১৬

শেরজা তপন বলেছেন: শুধু চতুর্থ আর চার বিষয়ক ব্যাপার-স্যাপার :)

হাসিনা ভাবির ওই বোনের বয়স কত? তাঁর দ্বিতীয় স্বামী মনে হয় টেনশনে আছে, কবে মরে যায় বেচারা!!

২১ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: ২০/২২ হবে।

৩| ২০ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:৩৫

শায়মা বলেছেন: ভাই বা বোনের ছোট ভাই বা ছোট বোনের সাথে বিয়ে বেশিভাগ সময় নেতিবাচক হয়ে থাকে।

২১ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কেন হয় কে জানে। ধন্যবাদ।

৪| ২১ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম...। জীবন যেখানে যেমন

২১ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
জীবন যেখানে যেমন তা মেনে নিতে হয়।ধন্যবাদ।

৫| ২১ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:২৯

মিরোরডডল বলেছেন:




পোষ্টের বিষয়বস্তু আসলে কি সেটাই বুঝলাম না।
কার সাথে কার বিয়ে হয়েছে, কারো কারো হাজব্যান্ড মারা গেছে।
সো?

হাসিনা ভাবীর বোনটি হয়তো দ্বিতীয় স্বামী পেয়ে খুশি কারণ অন্যত্র বিরোধী হলে ছোট ছেলে নিয়ে তার আরো সমস্যা হতো।

হয়তো???

দ্বিতীয় স্বামীটি খুশি কিংবা সুখী কিনা তা বলা মুশকিল ‌

বলা মুশকিল??? নট সিওর??

অনুমান নির্ভর হয়ে অন্যের দাম্পত্য নিয়ে এতো ভাবনার দরকার কি???
মাইদুলের কি লেখার বিষয়ের অভাব হয়েছে?

এর চেয়ে কোন মজাদার ভর্তার রেসিপি দিলেও ভালো।

২১ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
না আপু লিখার বিষয় এর অভাব হয়নি। কিন্তু চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা না লিখে পাড়লামনা। কারণ এর আগেও হাসিনা ভাবির ওই বোন ও তার ২য় স্বামীকে দেখে মনে হয়ছে, ছেলেটি আসলে অসহায়।

সুখী বা খুশি নয় কারণ তার ভাব ভঙ্গি, চলা ফেরা দেখেই বোঝা যায়। অনেকটা রোবটিক টাইপ কাজ করার জন্য করা, না আনন্দ আছে, না অনুভূতি প্রকাশ পাচ্ছে। তাই লিখলাম যারা ২য় স্বামী হয় তাদের ভাগ্য মনে হয় তেমন ভাল না। ধন্যবাদ।

৬| ২১ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:২৩

নতুন বলেছেন: কারণ এর আগেও হাসিনা ভাবির ওই বোন ও তার ২য় স্বামীকে দেখে মনে হয়ছে, ছেলেটি আসলে অসহায়।

সুখী বা খুশি নয় কারণ তার ভাব ভঙ্গি, চলা ফেরা দেখেই বোঝা যায়। অনেকটা রোবটিক টাইপ কাজ করার জন্য করা, না আনন্দ আছে, না অনুভূতি প্রকাশ পাচ্ছে। তাই লিখলাম যারা ২য় স্বামী হয় তাদের ভাগ্য মনে হয় তেমন ভাল না। ধন্যবাদ।


আপনার মনে হয়েছে যে ছেলেটি সুখী নয়?

হতে পারে তবে আপনি তাড়াহুড় করে মোবাইলে লিখেছেন তাই বিষয়টা বুঝতে গিয়ে এলোমেলো লেগেছে...

মানুষের মন বোঝা কস্ট। হয়তো ঐ ছেলের অন্য পছন্দ ছিলো এবং পরিবারের চাপে বিয়ে করেছে, হয়তো তার স্ত্রীকে ভাবীর স্থান থেকে স্ত্রী হিসেবে নিতে সমস্যা হচ্ছে।

আপনি ছেলেটির সাথে কথা বলে বোঝার চেস্টা করতে পারেন এবং তাকে সাহাজ্য করতে পারেন।

২২ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: হয়তো তার স্ত্রীকে ভাবীর স্থান থেকে স্ত্রী হিসেবে নিতে সমস্যা হচ্ছে- রাইট। এটা প্রধান কারণ হতে পারে। তার সাথে কথা বলব কি সেতো মানুষজন দেখলেই আড়ালে থাকে। দুবার চোখা চোখি হয়েছে সে সরে পড়েছে তাই কথা বলার কোন সুযোগ ছিলনা। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.