নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যোমকেশ বক্সী

ব্যোমকেশের ডায়েরী

আমি সত্যান্বেষী

ব্যোমকেশের ডায়েরী › বিস্তারিত পোস্টঃ

মানুষ কবে মানুষ হবে...

০৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

আমি যে বাসায় থাকি, সেখানে সুন্দর একটা ব্যালকনি আছে... এখানে দাঁড়ালে যেমন অনেক কিছুই দেখা যায়, তেমন আবার শোনাও যায়... এই বাসাতে প্রায় দুই বছর হয়ে গেল আছি... প্রায় কিছু একটা শুনি... আমার বাসার নিচের তলায় ঘটনাটা ঘটে... এই বাসার স্বামী-স্ত্রী প্রায় ঝগড়া করে... হ্যাঁ, ঝগড়াটা পার্ট অব লাইফ... কিন্তু তাই বলে প্রায় প্রতিদিন মহিলাটির কান্নার আওয়াজ শোনা যাবে কেন?? প্রায় প্রতি রাতেই লোকটা তার বউকে ইচ্ছে মত মারে... অকথ্য ভাষায় গালিগালাজ করে... আচ্ছা, একটা মানুষ কিভাবে তার স্ত্রীকে খানকি, বেশ্যা বলে গালি দেয়?? ভাবতেও অবাক লাগে, এদের দুইটা সন্তান আছে... মাকে যখন বাবা মারে, বড় বোনটা হয়তো ছোট ভাইটাকে বুকে জড়িয়ে চোখ ঢেকে রাখে... একটা শিশুর পক্ষে এই জিনিসটা যে কত বড় মানসিক চাপ, সেটা যারা এর ভুক্তভোগী, তারাই বুঝে... একবার নিজেকে ঐ জায়গায় কল্পনা করুন তো... শরীর শিউরে উঠবে... আপনি জরিপ করে দেখতে পারেন, ৯৫% ছেলে কিংবা মেয়ে মাদকাসক্ত হয় এরকম পরিবারের কারণে... দুই-একজন আলাদা... আমি নিজের চোখে এমন দেখেছি, কত ভালো ছাত্র শুধুমাত্র পরিবারের এই অসহনীয় চাপ সহ্য করতে না পেরে মাদককে বেছে নিয়েছে... নিজের ভবিষ্যৎকে নষ্ট করে ফেলেছে...

ভাবতেও অবাক লাগে, শিক্ষিত মানুষ এই কাজ কিভাবে করে... একটা মেয়ের গায়ে হাত কেন তুলে...??? হ্যাঁ, শাসন করার অধিকার স্বামীর থাকে... তাই বলে গায়ে হাত তোলার অধিকার নেই... আর যে পরিবারে এমনটি ঘটে, সেই পরিবারের ছেলেমেয়েরা কেমন জানি হয়ে যায়... বাবা-মায়ের প্রতি শ্রদ্ধা, ভালবাসা, অনুভুতি সব উঠে যায়...



আল্লাহ মানুষকে হেদায়েত দিক... এই দোয়ায় করি... এই লেখাটি যখন লিখছি, তখনও কোথায়ও না কোথায়ও কোন কাপুরুষ তার বউ এর গায়ে হাত তুলে তার চোখের পানি ফেলছে... সেই কাপুরুষদের বলি, এই চোখের জলের দাম কিন্তু আপনার মৃত্যুর আগেই পরিশোধ করে যেতে হবে...



পরিশেষে একটা কথা বলি, একটা শিশুর ভবিষ্যৎ গড়ার দায়িত্ব যেমন তার বাবা-মায়ের আছে, ঠিক তেমনি তার সুন্দর ভবিষ্যৎ নষ্ট করার অধিকারও তাঁদের নেই...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.