নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যোমকেশ বক্সী

ব্যোমকেশের ডায়েরী

আমি সত্যান্বেষী

ব্যোমকেশের ডায়েরী › বিস্তারিত পোস্টঃ

একটু হাসুনঃ মধুর প্রতিশোধ

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১:৫২

আমার এক বন্ধু। বন্ধু ঠিক না, টুকটাক হাই-হ্যালো কথাবার্তা হয়। আমাকে একবার সে বলছিল, আমি খুলনার ছেলে। আমি নাকি গ্রাম থেকে আসছি। কথাটা সবার সামনে বলছিল বলে খুব খারাপ লাগছিল। কিন্তু তার উপর নেয়া প্রতিশোধটা এমন হবে আগে বুঝি নাই। তাহলে পড়েন সেই কাহিনী...



আমার সেই জনৈক শহুরে বন্ধু একদিন রাতে আমাকে ফোন দিয়ে বলল যে সে আমার বাসায় আসতেছে। আসার পর শুনলাম সে নাকি তার বাবা-মার সাথে রাগ করে চলে আসছে।

বন্ধু- দোস্ত তোর ওয়াসরুমটা কই?

আমি- ঐ তো। কি করবি?

-কি করমু বুঝিস না।

-দোস্ত একটা ঝামেলা আছে।

-কি?

-কমোডটা নষ্ট। এক কাজ করতে পারিস। পাশের বাসার আনটিদেরটা ইউস করতে পারিস।

-না, থাক। আচ্ছা তোর গামছাটা একটু দে।

-কি করবি?

-গোসল।

-আমার তো কোন গামছা নাই।

-মানে। তাইলে তুই কি করিস?

-আমি তো গোসল করে সোজা ফ্যানের নিচে দাঁড়িয়ে থাকি। পানি শুকিয়ে গেলে জামা কাপড় পরি।

-ঠিক আছে। হাত-মুখটা তো একটু ধুই।

-দোস্ত একটা ঝামেলা আছে।

-কি?

-পানি নাই। আর এই বাসায় পানি ছাড়ে দিনে একবার,তাও সকালে।

-ওহ গড। আচ্ছা, তাইলে ফ্যানটা একটু ছাড়।

-দোস্ত একটা ঝামেলা আছে।

-কি?

-ফ্যানটা তো নষ্ট।

-আচ্ছা এক গ্লাস পানি দে।

-দোস্ত একটা ঝামেলা আছে।

-কি?

-খাবার পানি তো নাই। আর আমি তো কলের থেকে পানি খাই। আর এখন তো কলে পানি নাই।

-দোস্ত, অনেক খুদা লাগছে।

-হুম, বুঝঝি। কিন্তু দোস্ত আমার বাসায় তো কোন খাবার নাই। যা ছিল খাওয়া শেষ। বুয়া সব ধুইয়া রাখছে।

-চল তাইলে বাইরে থেকে খেয়ে আসি।

-তোর কাছে টাকা আছে?

-নারে।

-আমার কাছেও নাইরে। মাত্র ৫০টাকা আছে। কাল কে আব্বা ব্যাংকে টাকা পাঠাবে।

-দোস্ত তাইলে তোর পিসিটা ছাড়।

-দোস্ত ঝামেলা হইল গিয়া, পিসিটা নষ্ট।

-দোস্ত তাইলে ঘুমায় যাই।

-দোস্ত একটা সমস্যা আছে।

-কি?

-আমার তো সিঙ্গেল খাট। আর আমি একা ছাড়া ঘুমাইতে পারি না। আর একটা কথা,আমার ব্যাক পেইন আছে। নিচেও ঘুমাইতে পারি না। তোকে একটু কষ্ট করে নিচে ঘুমাইতে হবে।

-ওকে। তোর মাদুরটা দে।

-মাদুর তো নেই।

-অন্তত একটা বালিস দে।

-দোস্ত একটা সমস্যা আছে। দুইটা বালিশে না ঘুমাইলে আমার ঘাড়ের শিরায় টান লাগে। একটু কষ্ট কর। আর আমার ঘরটা দুইদিন আগেই স্যাভলন দিয়া মুছছি।

বন্ধু ফ্লোরে শুয়ে আছে। আমি মশারি টাঙ্গিয়ে শুয়ে আছি।

-দোস্ত একটা কথা বলি।

-বল।

-অনেক মশা।

-আরে একটা মাত্র রাত। একটু কষ্ট কর।

-দোস্ত তোর মোবাইলটা একটু দেয়া যাবে। আমার ফোনে ব্যালান্স আর চার্জ দুইটাই শেষ। একটু নীলার সাথে কথা বলতাম।

-না দোস্ত আমার ফোনেও ব্যালান্স নাই।

-দোস্ত লাস্ট একটা রিকুয়েস্ট করব?

-কর।

-লাইটটা বন্ধ করা যায়?

-না দোস্ত। লাইট বন্ধ করে ঘুমাইলে আমার ভয় লাগে।।

============================

বলাই বাহুল্য, সকাল হবার আগেই আমার বন্ধু কেটে পড়ে ছিল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.