নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যোমকেশ বক্সী

ব্যোমকেশের ডায়েরী

আমি সত্যান্বেষী

ব্যোমকেশের ডায়েরী › বিস্তারিত পোস্টঃ

'রাগ করো না অদিতি...'

১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫১

সকাল ১০টায় অদিতি ফোন দিল, ‘হ্যালো, কোথায় তুমি? তোমার না গেটে থাকার কথা? আর তোমার না আমার সাথে শপিং এ যাওয়ার কথা??’- মনে হল কোন একটা কারণে ভীষণ রেগে আছে সে...



‘আর বোলো না, অবস্থা খুবই খারাপ... এখনো বিছানায়...’ ওপাশে জার্নালের কণ্ঠটা কাহিল শোনায়... কিন্তু হঠাৎই পাশ থেকে ‘আজিমপুর আজিমপুর...’ শুনতে পেয়ে অদিতির রাগ সপ্তমে ওঠে...



‘একটু চেপে শোও... নইলে আজিমপুরের টেম্পো তোমার বিছানায় উঠে যাবে...মিথ্যুক কোথাকার! তুমি জানো না আমি রবি সিম ব্যবহার করি... ক্লিয়ার নেটওয়ার্কে তোমাকে একটা ক্লিয়ার কথা বলি, তোমার সাথে আমার সব শেষ... মামলা ডিসমিস...’



মোবাইল ফোন তো ‘ঠাস’ করে রাখা যায় না, তাই টুস করে লাইনটা কেটে দেয় অদিতি... মনে মনে বলে, "শয়তানটা আমাকে একটুও ভালবাসে না..."



রাগে নাক ফুলিয়ে ফুলিয়ে কাঁদছে সে... আর একটু দূরে শয়তান জার্নাল সেটা দাড়িয়ে দাড়িয়ে উপভোগ করছে... একটু কাঁদুক না... আজকে অদিতিকে যে অনেক সুন্দর লাগছে... সে কি জানে, কাঁদলে তাকে কত সুন্দর লাগে...

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.