নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যোমকেশ বক্সী

ব্যোমকেশের ডায়েরী

আমি সত্যান্বেষী

ব্যোমকেশের ডায়েরী › বিস্তারিত পোস্টঃ

কিভাবে গ্যাসের অপচয় রোধ করা যায়????

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০১

আমি ব্যাচেলর মানুষ… একা থাকি… যেখানে থাকি সেখানে শুধু রান্নাঘরটা শেয়ার করতে হয়… তা আমার পাশের বাসার আনটি এত দয়ালু যে গ্যাসের চুলা বন্ধই করেন না… আমি বারবার যেয়ে বন্ধ করে আসি… প্রায়ই যখনই রান্না ঘরে যাই, যেয়ে দেখি চুলার উপর কিচ্ছু নাই, তবু চুলাটা হুদাই জ্বলতেছে… প্রতিদিন বলতে বলতে প্রায় দেড় বছর হয়ে গেছে...

আর বলব না... কালকে একটা কাজ করব আমার বাথরুমের কলটা খুলে বাইরে বেরিয়ে যাবো… সারাদিন বাইরে বাইরে থাকব... এইভাবে সাত আট দিন ২৪ঘণ্টা কল খুলে রাখব... যখন পানি থাকবে না, তখন বুঝবে… বাড়ির সবার যখন পানির অভাবে গোসল,খাওয়া, হাগা-মুতা বন্ধ হয়ে যাপে, তখন কাজ হবে...



তখন বলে বেড়াব, আসেন বেশি করে গ্যাস,পানি অপচয় করি...

আসলে গ্যাস ঢাকা শহরে বলতে গেলে সবাই মাগনাই ব্যবহার করে... কিন্তু এইটা যদি এভাবে নষ্ট করি, তাহলে শেষ হতে কতক্ষণ...

তাহলে আমার মত কাল থেকে সবাই শুরু করেন...



ছোট করে হোক না শুরু...

কারণ সমস্যা টা তো আমাদের...

আমরাই তো ভুক্তভোগী...

সমাধান তো আমাদেরই করতে হপে...

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০৬

পাজল্‌ড ডক বলেছেন: হুম।

২| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১৯

হুসাইন অভি বলেছেন: একটা জিনিসের অপচয় ঠেকাতে আরেকটা জিনিস অপচয় করা মোটেই কাজের কথা না। আপনি বাড়িওয়ালাকে জানান ব্যাপারটা? ঐ আন্টিকে হাজারবার বুঝালেও কাজ হবে না। কারণ যার বুদ্ধি আছে সে একবার বললেই বুঝে নেয়। আপনি বরং কোন একভাবে গ্যাসের কানেকশন বন্ধ করে দেন একদিন। :)

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১৬

ব্যোমকেশের ডায়েরী বলেছেন: এটাই করতে হবে...

৩| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৫৯

ঢাকাবাসী বলেছেন: এত অবিবেচক এত অশিক্ষিত এত অদক্ষ এত পরশ্রীকাতর মানুষ দুনিয়াতে আর পাবেন না!

৪| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০৪

মায়াবী ঘাতক বলেছেন: এই ধরণের দু একটা হারাম*দী ঢাকার প্রতিটা এলাকাতেই আছে। আসলে গ্যাসের জন্য বিকল্প কোন মিটার সিস্টেম চালু না করলে এই অপচয় ঠেকানো যাবে না।
প্রায়ই পত্রিকায় দেখি, বুয়েট, চুয়েট এর মেধাবী শিক্ষার্থীরা বিভিন্ন জিনিস উদ্ভাবন করেছেন। তাদের কেউ হয়তো চেস্টা করলে গ্যাস সাশ্রয়ী মিটার উদ্ভাবন করতে পারবেন। সরকারেরও উচিৎ এই ব্যাপারে পদক্ষেপ নেয়া। পৃথিবীর আর কোন দেশে এই মাগনা সিস্টেম চালু আছে বলে মনে হয় না।

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১৭

ব্যোমকেশের ডায়েরী বলেছেন: ঠিক বলেছেন.......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.