নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যোমকেশ বক্সী

ব্যোমকেশের ডায়েরী

আমি সত্যান্বেষী

ব্যোমকেশের ডায়েরী › বিস্তারিত পোস্টঃ

বাল্য বিবাহ করা বন্ধ করুণ, আপনাদের দোহাই লাগে

২২ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৫

একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি...



ছেলে বিয়ে করবে... ছেলের বয়স মাসাল্লাহ কম না... বিশাল এক ভুঁড়ির অধিকারী(ভুঁড়ির সাইজ এমন যে ষ্টীল ছবি তুলন যায় না, ভিডিও করন লাগে)... তো তিনি মেয়ে দেখতে গেছেন... মেয়ে সদ্য অষ্টাদশী... মেয়ের মা ছেলের জন্য সরবত আনলেন... কিন্তু একি... হঠাৎ তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন... জ্ঞান ফেরার পর তাঁকে জিজ্ঞেস করা হল কেন তিনি মূর্ছা গেলেন...

উত্তরে তিনি বললেন, “কে কোথায় আছিস... একটা বিছা নিয়া আয়... এই হারামজাদা বুইরা বিশ বছর আগে আমারেও দেখতে আসছিল...”

;) ;)



গল্পটা এখানেই শেষ... তবে বিশ্লেষণে আসি... সংক্ষেপেই বলব... বিরক্ত হবেন না নিশ্চয়... মেয়ের বাবা-মায়েরা যখন তাঁদের মেয়ের জন্য জামাই খোঁজে, তখন তাঁদের প্রথম প্রশ্ন ছেলে কি করে?? কয় টাকা বেতন পায়?? ছেলে যদি বিদেশ থাকে, তাহলে তো কথাই নাই... ছেলের বয়স কত, ছেলে দেখতে কেমন... তা কিছু দেখবে না... সাজাও কন্যা, দাও বিয়ে... মানে “ধর তক্তা, মারো পেরেক”... এমন সোনার ডিম পাড়া হাঁসকে কেউ হাত ছাড়া করে নাকি...??? মেয়েটা হয়ত স্বপ্ন দেখত তার স্বামী খুব সুন্দর হবে... সিক্স প্যাক না থাকুক, সুন্দর গড়নের দেখতে একটা ছেলেকে তার জীবন সঙ্গি হিসাবে পাবে... তাঁকে নিয়ে সে ছেলেমানুষি, ছন্দহীন কবিতা লিখবে... কিন্তু কোথায় কি??? নিজের বাপের বয়সী এক বেটাকে ধরে নিয়ে এসে বলবে, একেই তোমার বিয়ে করা লাগবে... বয়স একটু বেশি হলেও সমস্যা নাই... পেটে একটু চাপ দিলেই তো ক্যোঁৎ করে সোনার একটা ডিম পেড়ে দিবে... তখন কি হয় জানেন... মেয়েটার সব কবিতা রবি ঠাকুরের ছোট গল্প হয়ে যায়... শেষ হইয়াও হইল না শেষ??? আর সেইসব পুরুষ ভাবে, “আমার জীবন সার্থক... অন্তত অল্পবয়সী, ভার্জিন একটা বৌ তো পাওয়া গেল... আমি বুড়া হইলেও, আমার ঠিকঠাক যত্ন সে নিতে পারবে...”



আপনি উদাহরণ চান... আমার কাছে আসুন... আমার পাশের বাসার ভদ্র লোকের বয়স ষাটের বেশি... আর তার স্ত্রীর বয়স... শুনলে আপনিও লজ্জা পাবেন... মাত্র ২৪ বছর... মানে মেয়েটার বাবার থেকে তার জামাইয়ের বয়স বেশি... এর কারণটা পরিস্কার করি... এই বুইরা বহুত টাকা পয়সার মালিক... ইয়া মাবুদ... আরও কত কিছু যে জীবনে দেখাইবা???



বিঃদ্রঃ বিয়ে করলে সঠিক বয়সে করবেন... আর তা না হলে করার দরকার নাই... সবকিছু ঝুনো নারিকেল বানিয়ে বিয়ে করতে বসবেন না... বিশেষ করে এই রকম বয়সের ব্যবধানে বিয়ে করবেন না... বাল্য বিবাহ বন্ধ করুন... আপনাদের দোহাই লাগে...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪৩

ঢাকাবাসী বলেছেন: আর্থ সামাজিক অবস্হা এসব বাড়ায়!

২| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০১

সুরাজ হাসান বলেছেন: আরে ভাই.....আমাদের ভারতে এখন এটা অনেক হারে বেড়ে গেছে......যার জন্য মেয়েরা অল্পবয়েসেই রোগ গ্রস্থ হয়ে পড়ছে......ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.