নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যোমকেশ বক্সী

ব্যোমকেশের ডায়েরী

আমি সত্যান্বেষী

ব্যোমকেশের ডায়েরী › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউঃ একটা ইরাকি ছবি দেখলাম... নাম “Bekas” (নিরাশ্রয়)...

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৩২

একটা ইরাকি ছবি দেখলাম... নাম “Bekas” (নিরাশ্রয়)...



কাহিনীঃ ছোট ছোট দুটো বাচ্চাকে নিয়ে... তাঁদের বাবা যুদ্ধে মারা যান... মাও মারা গেছেন... বাবা-মা মারা গেলেও তাঁদের তো বেঁচে থাকতে হবে... তারা প্রতিবেশীর কাছ থেকে জুতা পালিশ করার সরঞ্জাম ধার করে মানুষের জুতা পরিস্কার করে জীবিকা নির্বাহ করে... একদিন তারা যখন খেলা করছিল, তখন হঠাৎ করে একলোক ঘোষণা দিল, সুপারম্যান দেখানো হবে, এক দিনারের বিনিময়ে... কিন্তু তাঁদের কাছে এক দিনার নাই... সেইজন্য তারা চুরি করে সুপারম্যান দেখতে লাগল... কিন্তু বিধিবাম, ধরা পরে মার খেল... তারা তখনই সিদ্ধান্ত নিল যে আমেরিকা যাবে... সেখানে যেয়ে সুপারম্যানকে নিয়ে আসবে... এবার শুরু হল তাঁদের সুপারম্যানের দেশ আমেরিকা যাওয়া নিয়ে কাহিনী... ছবি একটু একটু আগায় আর মজা বাড়তে থাকে... ছবিটা এতই মজার যে, আপনি একটুও বিরক্ত হবেন না... বরং বিরক্ত হবেন তখন যখন দেখবেন কিভাবে কিভাবে যেন সিনেমাটি তাড়াতাড়ি শেষ হয়ে গেল...



তবে কয়েকটা সংলাপ খুব শিক্ষণীয় লেগেছে... উদাহরণ স্বরূপ...

১) আপনি ভদ্রলোক হলে আপনার জুতা ময়লা কেন??

২) প্রতিবেশি বাবা খালিদ বলল, কখনও তোমার ভাইকে ছেড়ে চলে যাবে না...

৩) প্রত্যেকটা প্রাণীরই সম্মান আছে... সে প্রাণীটি যদি গাধাও হয়ে থাকে...

৪) একটা পর্যায়ে ছোট ভাই বড় ভাইটিকে বলে, “আমার সুপারম্যানকে লাগবে না... তুইই আমার সুপারম্যান...”

৫) ছোট ভাই কোন ভুল করলেই বড়ভাই একটা করে থাপ্পড় দিয়ে সেটা ভুল হল কেন তা বুঝিয়ে বলবে... (যেটা আমার ক্ষেত্রেও ঘটেছে... :P )



ছবিটি দেখলে আপনি নস্টালজিক হতে বাধ্য হবেন... কারণ আমি হয়েছি... আমরাও দুই ভাই... দুই ভাই থাকলে যা করা হয়, সিনেমার এই দুই ভাইও তাই করেছে... এই দুজন খুব মারামারি করে কথা বলা বন্ধ করে দিয়েছে... একটু পরে বড়ভাই এসে ছোটটার কাছে মাফ চেয়ে, আবার আগের মত তারা খেলা শুরু করে দিয়েছে... আর যাদের ভাই নেই, তারাও বড্ড আফসোস করবেন... না, একটা বড়ভাই কিংবা ছোট ভাই থাকলে শৈশবটা কতই না মধুর হত...

আমি অনেক অনেক ভাগ্যবান... আমার একটা সুপারম্যান আছে... আর সে হল আমার বড়ভাই... আমার বড়ভাইই আমার কাছে সুপারম্যান... আমার কোন সুপারম্যান লাগবে না... আমি শুধু তোকে চাই ভাই...



ছবিটা না দেখে থাকলে এখুনি দেখুন... না হলে জীবনে সেরা একটা ছবি দেখা থেকে মিস করবেন... বিফলে সময়+মেগাবাইট+টাকা সব আমি দিব...







Movie link: Click This Link



Bangla Subtitle Link: Click This Link

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫৮

শাহাদাত রুয়েট বলেছেন: মুভি লিংকটি আরেকবার দেন। এটা কাজ করছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.