নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যোমকেশ বক্সী

ব্যোমকেশের ডায়েরী

আমি সত্যান্বেষী

ব্যোমকেশের ডায়েরী › বিস্তারিত পোস্টঃ

প্রযুক্তি আমাদের কি দিচ্ছে???

২৮ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

প্রযুক্তির কারণে আমাদের ফিলিংসগুলোও কেমন জানি যান্ত্রিক হয়ে যাচ্ছে... কাউকে পছন্দ হল, ফেসবুকে ইনবক্স করে "আই লাভ ইউ" জানিয়ে দিলাম... প্রস্তাব গ্রহন করলে ভালো, না করলে আরও ভালো...



কয়েকটা ছোট্ট ঘটনা... আমার এক বন্ধুর আব্বা আম্মার প্রেম কাহিনী... বন্ধুর বাবা নাকি তার মায়ের বাড়ির সামনে প্রতিদিন ক্রিকেট খেলতে যেত... বল পড়ত যেয়ে তার মায়ের বাড়ির উঠানে... বল আনতে যাওয়ার ছুতোয় তার মাকে একনজর দেখেও আসত... আরেকটা ঘটনা... এক বড়ভাই প্রেম করত তার পাশের বাড়ির মেয়ের সাথে... টেনিস বল ছুরি দিয়ে হাল্কা চিরে তার ভিতরে চিঠি ভরে ছুড়ে মারত তার প্রেমিকার কাছে... এভাবেই চলছিল... কিন্তু একদিন প্রেমিকা ভেবে প্রেমিকার মায়ের দিকেই সেই টেনিস বল ছুড়েছিল... আরেক বড় ভাইয়ের কথা... প্রেম করত এক শিক্ষিকার মেয়ের সাথে... এক সেই ম্যাডামের হাতে ধরা খেয়ে খেল রাম ধোলাই...



আর এখন বছর শেষে ১ লাখ মেসেজের হিসেব বেরিয়ে যায় ইনবক্সে মাউস স্ক্রল করলে... যতদূরে যান কাছে থাকুন স্কাইপে... চোখের আড়াল হবার সম্ভাবনা নেই... সবসময় তসবি গোনার মত FB তে মেসেজ লিখেই যাচ্ছে... ছেলেটার মোবাইল অফ, মেয়েটার দুনিয়া অন্ধকার... টেনশন, কোথায় গেলো? টেনশন করতে করতে বরং একটা চিঠি লিখে ফেলুন না কাগজ কলম নিয়ে... যখন ছেলেটি ফিরবে এত ভালোবাসায় ভড়কে যাবে! মেয়েটা ব্যস্ত ক্লাস আর পরিবারে... অথবা পছন্দের মানুষটি দূর কোন দেশে থাকে... ছেলেটির মন খারাপ... মন খারাপটা না হয় অনুবাদ করুন এক পৃষ্ঠায় চিঠি নামে... ব্যস্ততা কাটিয়ে ফিরলে হাতে ধরিয়ে পালিয়ে যান... বেচারী আপনাকে পাগলের মত খুঁজবে চিঠির উত্তর দেবার জন্য...



আগের দিনের প্রেমগুলো এত জমাট হওয়ার কারণটা বোধহয় ফেসবুক না থাকার জন্য... ফেসবুক দিয়ে ফেস দেখা গেলেও বুকের ভিতর জমানো কথাটা বোধহয় এত সুন্দর করে বলা যায় না... যেটা একটা চিঠিতে বলা যায়...



বিশ্বাস হচ্ছে না... একবারটি করেই দেখুন না... মিথ্যে হলে না হয় আমাকে গালি দিয়েন...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.