নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যোমকেশ বক্সী

ব্যোমকেশের ডায়েরী

আমি সত্যান্বেষী

ব্যোমকেশের ডায়েরী › বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত প্রেম

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৭

-তোমার চশমাটা খুল...

-কেন?

-আমি পরব...

-আচ্ছা...

-কেমন লাগছে...

-হিহি

-হাসো কেন???

-তোমাকে দেখে হাসি লাগল তাই...

-এই তোমার চোখ লাল হয়ে গেছে... কেন??

-আমার ডাস্ট এলারজি আছে... ধুলাবালি লাগলেই চোখ লাল হয়ে যায়...

-আচ্ছা গ্রামের ভিতরে এই রাস্তাটা অনেক সুন্দর না???

-হুম্ম...

-রিক্সার হুটটা তুলে দাও না... খুব রোদ লাগতেছে...

-না...

-কেন???

-তাহলে লোকে ভাববে, আমি আর তুমি নোংরামি করতেছি...

-উম্ম... ভালো ছেলে...

-আর একটা কারণ আছে... তোমার চোখের উপর চুল এলোমেলো হয়ে পড়লে, আমার দেখতে খুব লাগে...

-তাই...

-তোমার হাতটা দাও না... একটু ধরি

-না

-শুধু তো হাতই ধরতে চেয়েছি...

-আচ্ছা, ধরো...

-এমা... তোমার হাত এত নরম কেন???

-আমি ভালো মেয়ে, এই জন্য... আরেহ কি করছ??? লোকজন দেখবে তো...

-দেখলে দেখুক...

-আচ্ছা, হাত ধরো ঠিক আছে... হাতটা তোমার বুকের কাছে ধরে নিয়ে আছো কেন...

-যাতে তুমি আমার হার্টবিট অনুভব করতে পারো...

-ছাগল কোথাকার...

-হেহহেহেহ

-তোমাকে একশ বার বলছি না... এভাবে বলদের মত হাসবা না...

-আচ্ছা... হেহহে

-আবার...



ছেলেটা মেয়েটাকে ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ বলে ডাকতো... এই ডাক শুনে খিলখিল করে হেসে উঠত... বলত পুরো গানটা শোনাও না... ছেলেটাও হেঁড়ে গলায় গান গাওয়া শুরু করত... মেয়েটার হাসির আওয়াজ বাড়তেই থাকত...



এখন সব স্মৃতি হয়ে গেছে... ঝগড়া করে কেউ এখন আর তাকে বলে না, “লাট সাহেবের বাচ্চা, তুই আমাকে আর কোনদিন ফোন দিবি না...” একটু পরে ছেলেটার মোবাইলে মেসেজ আসত, “সরি... মাফ করে দাও না”

ছেলেটার ফোন যদি কোনদিন মাঝরাতে ওয়েটিং পেত, সারারাত ধরে কাদত মেয়েটা... বলত, “তুই এত খারাপ কেন??? মাঝরাতে তুই তোর কোন বউয়ের সাথে পিরিত করছিলি...??? বল কুত্তা, বল... রাতে আমাকে কেন ফোন দিস নি... কেন সরি বললি না...”



যেদিন মেয়েটা ছেলেটাকে ছেড়ে চলে যায়... পাগলের মত কেঁদেছিল সে... হয়ত মেয়েটাও কেঁদেছিল...

এখনও মাঝরাতে ছেলেটা ফোন নিয়ে জেগে থাকে এই অপেক্ষায় যে, তার ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ তাকে আবার ফোন দিবে... দেয় না...



মেয়েটারও কি হেঁড়ে গলায় সেই গানটা শুনতে ইচ্ছে হয় না... হয়ত হয়... মোবাইলের কি প্যাডে ছেলেটার নাম্বার চেপে ফেলে... কিন্তু লাল বাটন টিপ দিয়ে নাম্বার মুছে ফেলে...



আচ্ছা, কিছু কথা থাক না গোপন... সবকিছুই যে পূর্ণতা পাবে, এমন তো কোন কথা নেই... হাজার মাইল দূরে থেকেও যে কথা বলা যায়, শব্দহীনভাবে... যেটা অনুদিত হয় দুটো মানুষের চোখের জলে...

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫১

নুর ইসলাম রফিক বলেছেন: খুব ভাল ও সুন্দর একটা পোষ্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।
আমার ব্লগে ঘুরে আসার অনুরুদ করছি।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৩

আতিক স্বাধীন বলেছেন: বেদের মেয়ে, তুমি যেখানেই থাকো ভালো থেকো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.