নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যোমকেশ বক্সী

ব্যোমকেশের ডায়েরী

আমি সত্যান্বেষী

ব্যোমকেশের ডায়েরী › বিস্তারিত পোস্টঃ

অনুপ্রেরণার গল্প

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৪

একটা গল্প দিয়ে লেখাটা শুরু করি... সবাই জানেন তারপরও বলি... :)



ড. বি আর আম্বেদকর... জন্ম ১৯ শতকের শেষ দিকে, ব্রিটিশ ভারতের মধ্য প্রদেশে এক দরিদ্র পরিবারে... ছিলেন বাবা-মায়ের চতুর্দশ সন্তান... অস্পৃশ্য হরিজন হওয়ায় স্কুলে তাকে বসতে হত ক্লাসের বাইরে বারান্দায়... এমনকি তেষ্টা পেলে স্কুলের উচ্চবর্ণের দপ্তরী ছোঁয়া বাঁচিয়ে ওপর থেকে পানি ঢেলে না দেওয়া পর্যন্ত পানি পানের অনুমতিটুকু ছিল না তাঁর...



এন্ট্রান্স পরীক্ষা দিতে ১৯ মাইল দূরের পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলেন তিনি... কিন্তু নিচু জাত বলে গাড়ি থেকে গাড়োয়ান তাকে নামিয়ে দিয়েছিল... এতকিছুর পরও তিনি হার মানেন নি... দারিদ্র আর রোগ-শোকের বিরুদ্ধে লড়াই করে বেঁচে যাওয়া মাত্র পাঁচ ভাই-বোনের একজন ছিলেন তিনি এবং একমাত্র তিনিই পেরোন হাইস্কুলের গণ্ডি... ভারতের ইতিহাসে তিনিই প্রথম দলিত সম্প্রদায়ের সদস্য যিনি কলেজে ভর্তি হন... পরবর্তীতে কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে আইন ও লন্ডন স্কুল অব ইকনোমিকস থেকে অর্থনীতিতে অর্জন উচ্চতর ডিগ্রি লাভের পাশাপাশি, অর্জন করেন কয়েকটি ডক্টরেট... দেশে ফিরে একজন প্রতিষ্ঠিত আইনজীবীর পাশাপাশি তিনি হয়ে ওঠেন সমকালীন রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব... দলিত সম্প্রদায়ের অধিকার রক্ষার আন্দোলনে জীবনকে উৎসর্গ করেন... স্বাধীন ভারতের সংবিধান প্রণয়নের গুরুদায়িত্ব পালন করে “বাবা আম্বেদকর” নামে ভারতবর্ষে তিনি হয়ে ওঠেন সর্বজন শ্রদ্ধেয়... প্রতিবছর তাঁর জন্ম ও মৃত্যু দিবসে হাজার হাজার মানুষ সমবেত হয় তাঁর স্মৃতিসৌধে...



এবার একটু চিন্তা করি... কার কার অবস্থা এই ‘বাবা আম্বেদকর’ এর মত??? খুঁজে পেতেই কষ্ট হয়ে যাবে... আপনার/আমার অবস্থা নিশ্চয় তাঁর চেয়ে খারাপ নয়... তাহলে আমি বা আপনি পারবো না কেন???



আমরা বলি, আইনস্টাইন একজনই হয়েছেন... বেটোভেনের মত সুরস্রষ্টাও আর কেউ হতে পারবে না... এটা যে কত বড় ভুল একটা ধারণা, তা নিয়ে রীতিমত গবেষণা ভিত্তিক একটি বই “The Genius In All Of Us” এ লেখক ডেভিড শ্যাঙ্ক দেখিয়েছেন, “আসলে ঈশ্বর প্রদত্ত নয়, বরং অদম্য ইচ্ছা আর প্রচেষ্টার ফসলই হল প্রতিভা... তিনি বলেন, জিনিয়াস হওয়ার জিন সবার মধ্যেই আছে... সঠিক দৃষ্টিভঙ্গির অভাবে আমরা ভেতরের আলোটা বের করে আনতে পারি না... বিনয়, স্বপ্ন, ইচ্ছাশক্তি আর লক্ষ্য ছোঁয়ার অটুট সংকল্প থাকলে যে কোন বয়সে আপনিও হতে পারবেন বিশ্বখ্যাত প্রতিভার অধিকারী।”



ছোটবেলা থেকে আপনি কখনো ভালো রেজাল্ট করতে পারেন নি... তার মানে এই নয় যে, আপনি আগামীতে ভালো করতে পারবেন না... আসলে ভালো রেজাল্ট করাটা খুবই সহজ, করতে চাইলেই করা যায়... এজন্য জিনিয়াস বা অসাধারণ মেধাবী বা শ্রুতিধর হওয়ার দরকার নেই... গণ্ডায় গণ্ডায় প্রাইভেট টিচার বা ভালো স্কুল কিংবা ধনী মা-বাবার সন্তান হওয়াও ভালো রেজাল্টের শর্ত নয়...



ভালো রেজাল্টের জন্য প্রয়োজন মাত্র দুটি জিনিস...

১. আত্মবিশ্বাস

২. অদম্য ইচ্ছা

মন্তব্য ১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: আমার মতো অলস ব্যক্তিদের এরকম উৎসাহ দেওয়া দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.