নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যোমকেশ বক্সী

ব্যোমকেশের ডায়েরী

আমি সত্যান্বেষী

ব্যোমকেশের ডায়েরী › বিস্তারিত পোস্টঃ

লেখাটি পড়বেন আশা করি

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

এইতো সেদিনের ঘটনা... বিকালবেলা বাসার নিচে দাড়িয়ে দাড়িয়ে ছোট বাচ্চাদের খেলা দেখতেছি... বাচ্চা মানে ছয়-সাত বছরের বাচ্চা... সবাই ভদ্র ঘরের সন্তান... হঠাৎ দুটো বাচ্চার মধ্যে খুব ঝগড়া লেগে গেল, মারামারিও বাঁধল এক কথায়-দুই কথায় ... এটা খুবই সাধারণ একটা বিষয়... কিন্তু অসাধারণ ঘটনাটা এবার ঘটল... একটা বাচ্চা আরেকটা বাচ্চাকে “মাদারটোস্ট” বলে গালি দিল... আমি তো অবাক... এইটুকুন বাচ্চা ছেলে কিভাবে এই গালি শিখল???
তবে, যে ছেলে গালি খেয়েছে... তার বড় ভাই পাশে দাড়িয়েই ঘটনা দেখছিল... তার বয়সও বেশি না... ১৩-১৪ হবে... সে যেয়ে যে ছেলেটা গালি দিয়েছে তাকে সপাটে কান বরাবর একটা থাপ্পড় লাগিয়ে দিল... আমি ঘটনাটি বেশ উপভোগ করছি... যা হবার তাই হল... থাপ্পড় খেয়ে ছেলেটি কাঁদতে কাঁদতে তার বাবাকে ডেকে নিয়ে আসল... বাবাও হম্বি-তম্বি শুরু করে দিলেন...
-তোকে কে মেরেছে রে???
-ঐ তো, ঐ ভাইয়াটা...
========================
-তুমি আমার ছেলেকে কোন সাহসে মারলে???
-আপনার ছেলে অপরাধ করেছে... এইজন্য মেরেছে...
-এই শুয়োরের বাচ্চা... তুই আমার ছেলেকে মারার কেরে???
-এই যে এই কারণে, আপনার ছেলে আমার কাছে মার খেয়েছে... আপনার ছেলে, আমার ভাইকে “মাদারটোস্ট” বলে গালি দিয়েছে... এখন বুঝতেছি... থাপ্পড়টা আসলে আপনাকে মারা উচিৎ ছিল... আপনি কেমন বাবা, হ্যাঁ??? আপনার ছেলে গালাগালি দিয়ে মার খেয়েছে... আবার তার বিচার চাইতে আসছেন... আর আপনি কিভাবে “শুয়োরের বাচ্চা” বলে গালি দিতে পারলেন??? আপনি তো আমার বাবার বয়সী, তাই না??? চল ভাই... এই রকম অভদ্র লোকের সাথে কথা বলার কোন মানে হয় না...

লোকটা মাথা নিচু করে তার বাসায় চলে গেল... আজকে অনেক বড় একটা শিক্ষা সে পেয়েছে...

শিক্ষাঃ পরিবার অনেক বড় একটা জিনিষ... কে কেমন পরিবারের মানুষ, সেটা তার কথাবার্তা, চালচলনেই প্রকাশ পায়... তাই পরিবারের লোকজনের সাথে এমন আচরণ করবেন না... পরিবারের মধ্যে গালাগাল করবেন না... এতে পরিবারের পরিবেশ নষ্ট হয়ে যায়... কেউ ভুল করলে, তাকে মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে বলবেন... দেখবেন সে ঠিকই তার ভুল বুঝতে পেরেছে... তা না হলে, আপনার সন্তান রাস্তাঘাটে এভাবেই মার খাবে... আর আপনার সন্তান এর জন্য আপনার সম্মান নষ্ট হয়ে যাবে...
অনেকে আছেন সন্তান এর সামনে তার মা’কে বাবা অকথ্য ভাষায় গালাগাল করে... বৌয়ের সাথে ঝগড়া বাধলে এর বাচ্চা, ওর বাচ্চা বলে গালি দেয়... বৌকে মারধর করে... এটা করবেন না...

তাহলে একদিন আপনাকে ঐ সন্তানের কাছেই মার খেতে হবে... কথাগুলো শুনতে তিতা লাগলেও, বাস্তব সত্য... সন্তান আপনার... তাকে আপনি কিভাবে মানুষ করবেন সেটা আপনার ব্যাপার...

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৭

ঢাকাবাসী বলেছেন: এদেশটা বড়ই অসভ্য মানুষের দেশ। সবাই মুখ বুজে ওরকম সহ্য করবেনা।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫২

খাটাস বলেছেন: ভাল একটা বিষয় শেয়ার করেছেন। ব্লগে অনেক কেই দেখে মনে হয় তাদের পারিবারিক সুশিক্ষার অভাব আছে। পারিবারিক শিক্ষা সুদৃঢ় হয়।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: যেজন আপন বলয়ে ভদ্র নয়- বাইরেও তো তা হতে পারে না। মূখোশটা খূলতে চাই এক্সট্রিম মুমেন্ট!!!!

পাবিরবারিক পরিবেশ সুন্দর হোক। সন্তানেরা বেড়ে উঠূক সুনাগরিক হয়ে।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫১

প্রবাসী ভাবুক বলেছেন: পরিবারই শিশুদের প্রথম ও প্রধান পাঠশালা। শিশুর চরিত্র গঠনে পরিবারই প্রধান ভুমিকা পালন করে। যেসব পরিবার যেমন সেইসব পরিবারের সন্তানেরাও বেশিরভাগ ক্ষেত্রে সেভাবেই গড়ে ওঠে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.