নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যোমকেশ বক্সী

ব্যোমকেশের ডায়েরী

আমি সত্যান্বেষী

ব্যোমকেশের ডায়েরী › বিস্তারিত পোস্টঃ

কয়েকটি বিষয় নিয়ে কথা বলি... আশা করি আপনাদের ভালো লাগবে...

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৫

1. সব সময় আল্লাহ্‌কে স্মরণ করুন... তিনি আপনাকে যা দিয়েছেন, সেটার জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা জানা... দেখবেন আপনার জীবনে প্রশান্তি চলে এসেছে...

2. রাগ করবেন না... মনে রাখবেন “রেগে গেলেন তো হেরে গেলেন”... সব সময় মনে রাখবেন এটা

3. শৃঙ্খলাই শৃঙ্খল মুক্তির পথ... আপনার জীবনে যদি শৃঙ্খলা না থাকে, আপনি কখনই সফল হতে পারবেন না

4. পৃথিবী সাহসী মানুষের জন্য... আপনি দুর্বল থাকবেন মানুষ আপনাকে নিয়ে খেলা করবে... আপনাকে শোষণ করবে... আপনাকে কষ্ট দিবে... সেজন্য শক্তিশালী হন... মানসিক, শারীরিক উভয়ক্ষেত্রেই

5. যে কোন কাজ করতে চাইলে এখনই সেটা শুরু করেন... প্রথম প্রথম হয়ত সেটা ভালো হবে না... কিন্তু সেই কাজটা নিয়ে লেগে থাকুন... একদিন না একদিন আপনি সেই কাজে সফল হবেনই

6. কর্ম ছাড়া প্রার্থনা কবুল হয় না... আপনি কোন কিছু করবেন না, শুধু বসে বসে প্রার্থনা করবেন তাহলে আপনি কিভাবে সফল হবেন??? আর যারা এইটা করে, এক সময় তারা সৃষ্টিকর্তাকে দোষারোপ করে... আল্লাহ আমাকে এই দিলা না কেন?? আপনি যা চান, সেটার জন্য তো আপনাকে কাজ করতে হবে... আদায় করে নিতে হবে...

7. নিজের ভুল স্বীকার করার মত সাহসী হোন... দেখবেন আপনি অন্যদের কাছে শ্রদ্ধার পাত্র হয়ে উঠেছেন

8. কাউকে কষ্ট দিবেন না... কারও আশাকে নষ্ট করবেন না... কারও সাথে প্রতারণা করবেন না...

9. প্রতিটা বিষয়কে পুরোপুরি গ্রহন করতে শিখুন... তাহলে আপনি সেটা থেকে পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করতে পারবেন... ব্যর্থ হলে ভেঙ্গে পড়বেন না... মনে রাখবেন, “Sometimes you have to fall in order to rise up”

10. আর সব সময় হাসিখুশি থাকেন... হাসি এমন একটা জিনিষ, যা আপনাকে বেঁচে থাকার রসদ যোগাবে...

ধন্যবাদ

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫১

মিছবাহ পাটওয়ারী বলেছেন: চমৎকার পোস্ট। অনেক অনেক ধন্যবাদ ভাই

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৮

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর কথামালা ।
শেয়ার করায় ধন্যবাদ ।
ভালো থাকবেন ভ্রাতা :)

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫৪

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার বলেছেন । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.