নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যোমকেশ বক্সী

ব্যোমকেশের ডায়েরী

আমি সত্যান্বেষী

ব্যোমকেশের ডায়েরী › বিস্তারিত পোস্টঃ

প্রাণ খুলে হাসুন, জীবনকে উপভোগ করুন

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৬

চণ্ডীদাস একবার লিখেছিলেন, “হাসিতে হাসিতে পিরিত করিয়া, কাঁদিতে কাঁদিতে জনম গেল...”

বেশির ভাগ মানুষের ক্ষেত্রেই এমনটা দেখা যায়... প্রেম করে ব্যর্থ হয়ে সেটা নিয়েই পড়ে থাকে... অতীত ঘাটতে থাকে... অতীত ঘেঁটে কি হয়??? আপনি কি সেটা পরিবর্তন করতে পারবেন...?? অবশ্যই না... কিন্তু মানুষজন সেটা নিয়ে পড়ে থেকে তার বর্তমান সময়কে নষ্ট করে... যার ফলে তার ভবিষ্যৎও হয়ে যাচ্ছে নড়বড়ে...



আমার লাইফে দেখা সবচেয়ে বাজে সিনেমা হোল #Devdas… এই সিনেমা দেখলে বুঝতে পারবেন, একটা মেয়ের জন্য কিভাবে একটা ছেলে ধ্বংস হয়ে যায়... না ছেলেটা ভালো থাকে, না মেয়েটা... কি দরকার এসব করে?? বোতল বোতল মদ, প্যাকেটের পর প্যাকেট ধুম্রশলাকা শেষ করে নিজের শরীরের ক্ষতি করার জন্য কে আপনার হাতে-পায়ে ধরেছে, হ্যা ??? প্রিয় মানুষটি আপনাকে ছেড়ে চলে গেলে, খারাপ লাগবে... কিন্তু খারাপ লাগার স্থায়িত্ব যেন দীর্ঘ না হয়... তাহলেই সব শেষ হয়য়ে যাবে... :)



সৃষ্টিকর্তা এত সুন্দর একটা জীবন দিয়েছেন কি শুধু এইসব করার জন্য?? মনে রাখবেন, পৃথিবী কখনও ব্যর্থদের মনে রাখে না... কিছু কিছু মানুষ আছে, যাদের আছে শুধু হতাশা আর হতাশা... বুক ভরা দীর্ঘ নিঃশ্বাস... তারা যেন প্রাণ খুলে হাসতে ভুলে গেছে... তাঁদের বলি, শুধু একটা বার একটু বাঘের মত গর্জে উঠুন তো... দেখবেন আপনি আপনার ভেতরের শক্তি উপলব্ধি করতে পারছেন...



আর সময় খুব মুল্যবান ভাই... তাই মুল্যবান সময়টা করবেন না... সময় কখনও যোগ হয় না,যোগ হয় কাজ... কিন্তু অল্প যেটুকু সময় আছে তাও যদি হা-হুতাশ করেই কেটে যায়, তাহলে কিভাবে কি হবে??? শ্রদ্ধেয় আব্দুল্লাহ আবু সায়ীদ স্যার বলেছিলেন না- “সবাই কেবল মৃত্যু নিয়ে দুঃখ করে,কিন্তু এমন আশ্চর্য জীবন সে পেয়েছিলো সে কথা বলে না!”



তাই কোনোরকম না চাইতেই যে জীবনটা পেয়েছেন- তা যেন কাজে লাগে সে চেষ্টা করুন... আগামী বছর এই দিনটাতে হিসেব মেলাতে বসলে যেন কেবল ‘যোগের’ ঘরই পূর্ণ হয়, ‘বিয়োগ’ যেন না থাকে... হয়তো হিসেব মিলবে,হয়তো মিলবে না... কিন্তু পিছলে পড়বো-হোঁচট খাবো-হুমড়ি খাবো জেনেও চেষ্টাতো করতে হবে... তাইতো আমরা ‘মানুষ’,তাই না?



আর একটা কথা... প্রতিদিন একবারের জন্য হলেও প্রাণ খুলে হাসুন... দেখবেন সব দুঃখ ম্লান হয়ে গেছে...

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:১১

ঢাকাবাসী বলেছেন: ভাল দর্শন।

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:২৬

ব্যোমকেশের ডায়েরী বলেছেন: :)

২| ১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:১২

পরিবেশ বন্ধু বলেছেন: B-) হাসলাম

৩| ১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:১৫

রাজীব নুর বলেছেন: ঠিক।

৪| ১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:০৫

মামুন রশিদ বলেছেন: কথাগুলো ভালো লাগলো ।

৫| ১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:২৬

পাজল্‌ড ডক বলেছেন: '' আগামী বছর এই দিনটাতে হিসেব মেলাতে বসলে যেন কেবল ‘যোগের’ ঘরই পূর্ণ হয়, ‘বিয়োগ’ যেন না থাকে..''-----গুরুত্বপূর্ণ কথা :)

৬| ১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১:০৪

আবু শাকিল বলেছেন: খুব সুন্দর কথা বলেছেন ।

ভাল লেগেছে অনেক।

৭| ১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৩

জাফরুল মবীন বলেছেন: প্রতিদিন একবারের জন্য হলেও প্রাণ খুলে হাসুন-খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন।হাসলে শরীরে এন্ডরফিন নিঃসৃত হয়।এন্ডরফিন ঠিক মরফিনের মত কাজ করে-দেহ ও মনের-দুটোরই কষ্ট কমায়।হাসি এখন চিকিৎসা সহায়ক হিসাবে বেশ কিছু রোগে ব্যবহৃত হচ্ছে।এ উদ্দ্যেশে পৃথিবীর অনেক দেশেই লাফটার ক্লাব গড়ে উঠেছে।

অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

৮| ১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৮

ব্যোমকেশের ডায়েরী বলেছেন: সব্বাইকে ধন্যবাদ

৯| ১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:২০

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ =p~হাসলাম ।

১০| ১৩ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কথাতো ভালাই কইছেন তয় ,
হাসির খোরাক দিলেন না ক্যান মিঞা ।

১১| ১৩ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩২

নুর ইসলাম রফিক বলেছেন: বুজতে পারছি প্রেম আপনাকে স্পর্শ করেনি।

১২| ১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: হাসলে যদি আয়ু বাড়ে তবে আমার অনেক বেড়েছে।

১৩| ১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:২৩

রাবেয়া রব্বানি বলেছেন: :D :D :D

১৪| ১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:১১

তুষার কাব্য বলেছেন: ভালো লাগলো ।

১৫| ২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:১৪

মাঘের নীল আকাশ বলেছেন: চমৎকার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.