নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যোমকেশ বক্সী

ব্যোমকেশের ডায়েরী

আমি সত্যান্বেষী

ব্যোমকেশের ডায়েরী › বিস্তারিত পোস্টঃ

বাবা-মা কে খুব বেশিই ভালোবাসি

২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৯

ঈদের সময় বাড়ি গিয়েছি... একদিন সন্ধ্যাবেলা আব্বু-আম্মুর ঘরে উঁকি দিলাম... দেখি বুড়োটা কি যেন বলছে, আর বুড়িটা হেসে কুটি-বাটি হয়ে যাচ্ছে :P ... আমারও খুব মজা লাগতেছে তাঁদের প্রেম দেখে... দেয়ালের ওপাশে আমি চুপ করে দাড়িয়ে দাড়িয়ে তাঁদের কথা শুনছি...
আব্বু কথায় কথায় আম্মিকে জিজ্ঞাসা করতেছে, “আচ্ছা তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো?? কার জন্য জীবন দিয়ে দিতে পারবা???”
আম্মি একটু চিন্তা করে বলল, “আমার দুই ছেলের জন্য আমি আমার জীবন দিয়ে দিতে পারব...”
-কেন??? আমার জন্য দিতে পারবা না কেন??? আমার জন্যই তো তুমি দুই ছেলেকে পাইলা...
-তোমার জন্য জীবন দিতে পারব না, এইটা সিউর...
-জানো, তুমি যদি আমাকে একই প্রশ্ন করতে, তাহলে আমিও একই উত্তর দিতাম...

তাঁদের কথা শুনে আমি আমার ভাষা হারিয়ে ফেলেছিলাম... আব্বুকে আমি নিজে থেকে খুব কমই ফোন দেই... একদিন সে আক্ষেপ করে বলছিল, “তুমি তো আমাকে ফোন দেও না, ঠিক আছে... এখন বুঝবা না... যখন তুমি বাবা হবে আর তোমার ছেলে এমন করবে, তখন ঠিকই বুঝবা...”

আম্মি মাঝে বলছিল আমার আব্বা নাকি খেতে বসে প্রায়ই কান্নাকাটি করে আমার জন্য... কারণ আমি একটু বেশি খেতাম বলে, খেতে বসে আমাকে বকা দিত... এখন যে বকা দেয়ার মানুষ নেই, এজন্য সে কাঁদে...

কি করব বলো আব্বা... আমি যে এখন বড় হয়ে গেছি... খুব ইচ্ছা করে আবার যদি ছোট হতে পারতাম, তাহলে তোমার আঙ্গুল ধরে আবার বাজারে যেতাম... তোমার কাছে আবদার করে চকলেট কিনে নিতে খুব ইচ্ছা করে... আমার আম্মি স্কুল শিক্ষিকা... ছোটবেলায় আম্মির যখন ফেরার সময় হত, রাস্তার দিকে তাকিয়ে জানালার গ্রিল ধরে দাড়িয়ে থাকতাম... আমার জন্য শিঙ্গারা না নিয়ে আসলে, রাগ করে গাল ফুলিয়ে বসে থাকতাম... জানো, আবার ছোট হতে খুব ইচ্ছা করে...

কিন্তু কি করব বলো... আমি যে এখন বড় হয়ে গেছি...
সময় যে বড় নিষ্ঠুর... সে কি কারও ধার ধারে...???

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৫

মোঃ মামুনুর রশিদ বলেছেন: পড়ে চোখে পানি চলে এসেছে ভাই।

২| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৯

জুন বলেছেন: যখন তুমি বাবা হবে আর তোমার ছেলে এমন করবে, তখন ঠিকই বুঝবা...”
ঠিক এই কথগুলো আমিও আমার ছেলে কে বলি । অত্যন্ত আবেগময় কথাগুলো মন ছুয়ে গেল ব্যোমকেশ ।
+

৩| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪৩

ভিটামিন সি বলেছেন: কিচ্ছু কমু না। খালি পইড়াই যামু।

৪| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪৫

জামান শেখ বলেছেন: আব্বা মাকে নিয়ে একসাথে থাকি, তা না হলে এই গল্পটে পড়ে কান্নাকাটি করে মা বাবার জন্য মাথা নষ্ট হয়ে বাড়ি যাবার জন্য মনটা অতিষ্ট হয়ে যেত।

৫| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫৫

ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল। ওরা না থাকলে বোঝা যায় ওরা কত প্রিয় ছিল!

৬| ২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৪

আমিনুর রহমান বলেছেন:



বাবা না হলে সত্যিই বুঝা যায় আমার আবেগ, অনুভূতি আর কষ্টগুলো।


আবেগীয় পোষ্টে +

৭| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৭

জাফরুল মবীন বলেছেন: হৃদয়স্পর্শী জীবন কথন।আল্লাহ আমার প্রতি মেহেরবান যে প্রায় ৮০বছরের বৃদ্ধ বাবা ও ৭০বছরের বৃদ্ধা মা’কে আজ অব্দি একসাথে বুকে জড়িয়ে রাখার তৌফিক দিয়েছেন।বৃদ্ধ বয়সে বাবা-মা’রা সন্তানদের একটু সাহচার্য পাওয়ার জন্য কী যে ব্যাকুল হয়ে থাকে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।আপনার লেখাটি পড়ে সন্তানদের বাবা-মা’র প্রতি দরদ অনেক অনেক গুণ বাড়ুক এ কামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.