নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যোমকেশ বক্সী

ব্যোমকেশের ডায়েরী

আমি সত্যান্বেষী

ব্যোমকেশের ডায়েরী › বিস্তারিত পোস্টঃ

ভালোবেসে চলে যেও না, ভালোবেসে চলে যেতে নেই...

২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:১৮

-কি করো?
-বারান্দায় বসে চাঁদ দেখি...
-একটা কথা বলব?
-বলো
-আমাকে বিয়ে করবা?
-হঠাৎ বিয়ে করার খাউস হইল কেন??
-এই, এইরকম বিশ্রী ভাষায় কথা বলবা না তো... মেজাজ খারাপ হয়ে যায়...
-আচ্ছা ঠিক আছে... বিয়ে করতে চাইলে কেন এবার বলো...
-বিয়ে করলে তোমাকে যখন ইচ্ছা চুমু খাওয়া যাবে...
-ইয়া মাবুত... এই মেয়ের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি...
-মাথা খারাপ হবে কেন??? আমাকে বিয়ে করলে চুমু খাবা না??
-সেটা কি আর বলা লাগে... :D
-বিয়ের তারিখ ঠিক করো...
-উম্ম... উম্ম... ১১/১২/১৩...
-ওয়াও আমি তো খেয়ালই করিনি... এত সুন্দর একটা তারিখ এই বছর আছে...
-হেহে
-আচ্ছা বিয়ের পর তো আমাদের ছেলেমেয়ে হবে... তাঁদের নাম কি রাখব?
-চারটা ছেলেমেয়ে থাকবে তো...
-ঐ বদমাইশ... চারটা মানে... দুইটা থাকবে... বুঝলি...
-বুঝলাম...
-এইবার ওদের নাম বল...
-প্রথম জনের নাম রাখব #ব্যোমকেশ_বক্সী
-কিসের বাক্স?
-বাক্স নারে, পাগলি... বক্সী, বক্সী... ব্যোমকেশ বক্সী
-ধুর... নাম উচ্চারণ করতে যেয়েই তো আমার দাঁত ভেঙ্গে যাচ্ছে... অন্য নাম বলো...
-আচ্ছা... তোমার নামের সাথে মিলিয়ে রাখব “সত্য”... আমার নামের সাথে মিলিয়ে রাখব “জিৎ”(আমাদের ডাক নামের আদ্যাক্ষর দিয়ে)... একসাথে সত্য-জিৎ... সুন্দর না??
-না... কেমন হিন্দুদের মত নাম হয়ে যায়... তোমার আর আমার নাম কি সুন্দর মুসলিম নাম... দুটো মুসলিম নাম ঠিক করো না...
-আচ্ছা... তাহলে বড় জনের নাম রাখব “পেয়ার আলি”, আর ছোটজনের নাম রাখব “মোহাব্বত খান”... আমরা ওদেরকে “পেয়ার-মোহাব্বত” বলে ডাকব... :v :v :v
-হাহাহহাহাহাহাহহাহাহাহাহাহাহাহাহাহাহা... ফয়সাল, তুমি না পুরা একটা জোকার... হাহাহাহাহা... আল্লাগো, হাসতে হাসতে আমার পেট ব্যাথা হয়ে গেল... তুমি এত হাসাও কিভাবে বলো তো...???
- :D :D
-হাহাহা...
-নিজের বউয়ের কাছে জোকার হওয়া যায়...
-আমি তোমার বউ...???
-কেন তুমিই তো একটু আমাকে বিয়ে করতে চাইলে... :o
-ও তাই তো... হিহিহি... আসলে কি জানো, আজকে আমার মনটা খুব খারাপ ছিল... তুমি ভালো করে দিলে... এইজন্যেই তোমাকে আমার এত ভালো লাগে...
- :D
========================================

কি আশ্চর্য, ১১/১২/১৩ তারিখেই অদিতির Engagement হয়েছিল... তবে আমার সাথে না... অন্য আরেকজনের সাথে... এটা তার মাস দুয়েক আগেকার কথা... ১১/১২/১৩ তারিখেই আমাদের শেষ কথা হয়...

সৃষ্টিকর্তা মাঝে মাঝে আমাদের সাথে খুব নিষ্ঠুর আচরণ করে... কেন করে???

একটা গানের কথা খুব মনে পড়ে, "ভালোবেসে চলে যেও না, ভালোবেসে চলে যেতে নেই..." :(

সংগৃহীতঃ ফয়সাল নামক আমার এক ভাইয়ের লেখা

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:০৩

গোল্ডেন গ্লাইডার বলেছেন: -হঠাৎ বিয়ে করার খাউস হইল কেন? B-)) B-))

২| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:২৩

বিডি আইডল বলেছেন: ফেসবুকে কপি মারবাম...মনে রাখার জন্য কমেন্ট করলাম

২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:০৪

ব্যোমকেশের ডায়েরী বলেছেন: কপি করে
কিন্তু সংগৃহীত এবং লেখকের নাম দিতে ভুলবেন না

৩| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩০

তুষার কাব্য বলেছেন: প্রথম জনের নাম রাখব #ব্যোমকেশ_বক্সী
-কিসের বাক্স?
-বাক্স নারে, পাগলি... বক্সী, বক্সী... =p~ B-))

৪| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৫৬

সরদার হারুন বলেছেন: আসলে এটা কি লিখলেন ? বুঝলাম না ।

ধন্য বাদ

২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:০৫

ব্যোমকেশের ডায়েরী বলেছেন: না বোঝার জন্য ধন্যবাদ

৫| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৭

ভরকেন্দ্র বলেছেন: চমৎকার

৬| ২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৩

কলমের কালি শেষ বলেছেন: :|| :|| :| :| :( :(আহারে পোলাডা কতইনা দুঃখ পাইলো ।

৭| ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪০

িত্রস্তান বলেছেন: সংগৃহীতঃ ফয়সাল নামক আমার এক ভাইয়ের লেখা


.................... বিশ্বাস হলো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.