নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যোমকেশ বক্সী

ব্যোমকেশের ডায়েরী

আমি সত্যান্বেষী

ব্যোমকেশের ডায়েরী › বিস্তারিত পোস্টঃ

একটু সচেতন হই

২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:০৭

কয়েকটা জিনিস একটু চোখ-কান খোলা রাখলেই বোঝা যায়...

-লোকজন রাস্তায় ফুটওভার ব্রিজ থাকা স্বত্বেও চলন্ত গাড়ির সামনে দিয়ে পারাপার হয়... যদি ড্রাইভার একটু ওদিক হয়ে যায়, তবেই পিতৃদত্ত প্রাণ পাখি নিমিষেই শেষ... আবার ড্রাইভার এদিক ওদিক হওয়ার পরও, এক্সিডেন্ট হতে হতে বেঁচে গেল... তাহলেই হয়েছে, উঠতি যৌবনকালের শেখা সব গালি মুখ দিয়ে বেরিয়ে যায়... কেন?

-কয়দিন আগে আমি আর আমার বন্ধু দেবাশিশ #শহীদ_মিনারে গিয়েছিলাম... সেখানে একটা সাইনবোর্ডে লেখা আছে, শহীদ মিনারে জুতা পরে উঠা নিষেধ... কিন্তু অতি দুঃখের বিষয় এই যে, কেউ সেখানে খালি পায়ে ওঠেনি... আমি আর আমার বন্ধু ছাড়া... শুধু এটুকু হলেও চলত... যেখানে সেখানে বাদামের খোসা, কলার খোসা, পলিথিন, প্রস্রাবের বিকট গন্ধ তো আছেই... একটু ভালোভাবে খেয়াল করে দেখলে আরও কয়েকটা জিনিস পাওয়া যায় :D :P ... কিন্তু অতি দুঃখের সাথে দেখলাম, সেখানে আমাদের কিছু পুলিশ ভাইয়েরাও আছেন, যারা জুতা পায়ে শহীদ মিনারের উপর দাড়িয়ে আইন শৃঙ্খলা তদারকি করছেন...

-বেশ কিছুদিন আগে, একটা আইন হল... পাবলিক প্লেসে ধূমপান নিষেধ... ধূমপান করলে ৫০০টাকা জরিমানা... পুলিশের সামনে দিয়ে কত লোক সিগারেট খেতে খেতে হেটে যাচ্ছে, কোন সময় জরিমানার ঘটনা চোখে পড়ল না...

-আরেকটা জিনিস... এখানে পার্কিং নিষেধ... ঐখানেই দেখবেন সব গাড়ি পার্ক করা... একই কাণ্ড প্রজোয্য “এখানে হিসু করা নিষেধ” লেখা জায়গাটিতে...

কেন? কেন পুলিশরা কোন ব্যবস্থা নেয় না???

আমি শুনেছি, সিঙ্গাপুরে কেউ যদি এমন আইন ভঙ্গ করে তাহলে তাকে কিচ্ছু বলে না... শুধু পুলিশ তাকে রাস্তায় দাড় করিয়ে একটা ‘লাভ লেটার’ ধরিয়ে দেয়... যেখানে লেখা থাকে, ‘তুমি আইন ভেঙ্গেছ... এত টাকা জরিমানা দিতে হবে... না হলে সোজা শ্বশুরবাড়ি...’

এখানে একটা কথা বলা জরুরি... এই যে আইন ভঙ্গের কারণে সাথে সাথে জরিমানা করা হচ্ছে, তার একটা অংশ পুলিশকে দেয়া হয়... যাতে সে উদ্যম নিয়ে কাজ করে... আমাদের দেশে এই নিয়ম যদি চালু করা হত... দেখা যেত, কেউ তখন ওভারব্রিজ ছাড়া রাস্তা পার হচ্ছে না, যেখানে যে নিয়ম সেই নিয়ম পালন করছে, গাড়ি ঠিকঠাক পার্কিং করছে...

পুলিশকে এভাবে উৎসাহ দিলে তখন বোঝা যাবে, পুলিশে ছুলে কত ঘা...

আর সবচেয়ে বড় কথা, আমাদের নিজেদেরই নিজেদের ভালোর জন্য আইন মানতে হবে... :)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৭

জেরিফ বলেছেন: B-) B-) B-)

২| ২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

মামুন রশিদ বলেছেন: প্রত্যেকেরই সচেতন হওয়া জরুরী ।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৮

আমিনুর রহমান বলেছেন:



আইন না মানাই এদেশে বড় আইন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.