নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যোমকেশ বক্সী

ব্যোমকেশের ডায়েরী

আমি সত্যান্বেষী

ব্যোমকেশের ডায়েরী › বিস্তারিত পোস্টঃ

লেখাটি পড়ার অনুরোধ রইল

২৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪০

#হযরত_ঈসা_আঃ এর একটি ঘটনা...

বেথেলহেমে জন্ম ঈসা (আঃ) এর... ওখানেই বড় হয়েছেন... ছোটবেলা থেকেই তার ব্যবহারের জন্য সবাই তাঁকে খুব ভালবাসত... কিন্তু যখন তিনি ওহী পেলেন এবং আল্লাহ্‌র বানী প্রচার করা শুরু করলেন, তখন সবাই তাঁকে ঘৃণা করা শুরু করল...

একদিন তিনি তাঁর এক সাহাবীকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছেন... রাস্তায় যে তাঁকে দেখছে, সেইই অকথ্য ভাষায় গালাগালি করছে... আর যে ব্যক্তি তাঁকে গাল দিচ্ছে উনি তার নাম ধরে আল্লাহ্‌র কাছে দোয়া করছেন (যেহেতু ছোটবেলা থেকেই তাঁদের সবাইকেই তিনি চেনেন)... যেই গালাগালি দেয়, তার নাম ধরে দোয়া করছেন... পরিস্থতি এমন হল যে, এক ব্যক্তি রাগের চোটে ঈসা (আঃ) এর উপর এসে কয়েকদিনের ময়লা,পচা,দুর্গন্ধযুক্ত আবর্জনা ফেলে দিল... তারপরও তিনি তার জন্য দোয়া করলেন...

ঘটনা দেখে সাহাবী অধৈর্য হয়ে নবীকে বললেন, “এরা আপনাকে এত অপমান করছে, আর আপনি তাদের জন্য দোয়া করছেন কেন??”

জবাবে নবী বললেন, “দেখ ভাই... ওদের কাছে যা আছে, তাই ওরা আমাকে দিচ্ছে... আর আমার কাছে দোয়া ছাড়া তো কিছুই নেই... এজন্যই আমি সেটা ওদের দিচ্ছি...”

====================================================

একটা মানুষের কতটুকু ধৈর্য আর ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকলে এমন পরিস্থিতেও এমন আচরণ করতে পারে... আমরা হলে কি করতাম??? আমাদের যদি কেউ কিছু বলে, সেই কথা মাটিতে পড়ার আগেই তার গায়ে হাত তুলে ফেলি কিংবা আর একটা বাজে কথা শুনিয়ে দেই... কেউ সমালোচনা করলে তাকে ছিলে ফেলতে আমাদের একটুও সময় লাগে না...

ধরেন, আপনাকে যদি কেউ গালি দেয় আর আপনি তাকে বললেন, “ভাই, তুমি আমাকে যা দিলে, সেটা রাখার জায়গা আমার নাই... এইগুলা তোমার কাছেই রাখো...” দেখবেন, সেই লোক কেমন লজ্জা পায়... আবার যদি কেউ সমালোচনা করে... বলবেন, “শোকর আলহামদুলিল্লাহ্‌... আপনি এত কষ্ট করে আমার দোষগুলো খুঁজে দিয়েছেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ... আমি এখন থেকে আর এই ভুলগুলো না করার চেষ্টা করব...”

মোট কথা, পরিস্থিতি যেমনই হোক, রেগে যাবেন না... তাহলে আপনার নিয়ন্ত্রণ চলে যাবে অন্যের হাতে... আর তখনি আপনি হেরে যাবেন...

সুতরাং, নিজের নিয়ন্ত্রণ কখনই অন্যের হাতে দেয়া যাবে না... দেখবেন শেষমেশ আপনিই জিতে গেছেন... :) :) :)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৫

বাউল আলমগী সরকার বলেছেন: সুন্দর সুন্দর ধৈর্য য় সর্বচ্চ গুন

২| ২৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৯

খেলাঘর বলেছেন:

ওহী তো আপনি পেয়েছেন মনে হয়, উনি ইহুদীদের ছেলে, ওরা কোথায়ও এসব লিখেনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.