নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য আর মিথ্যাকে এক করি না। যারা অসত্য দিয়ে সত্যকে ঢাকতে চায়; তাদের সঙ্গ ধরি না। নতুন যে কোন কিছু শিখতে ভালো লাগে। কেউ কিছু শিখতে চাইলে সম্ভব সাধ্যমতো চেষ্ঠা করি। প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে আধুনিক জ্ঞানে দক্ষতা অর্জন করতে চাই।

মোঃ মঈনুদ্দিন

নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।

মোঃ মঈনুদ্দিন › বিস্তারিত পোস্টঃ

প্রেম করবো প্রিয়ার সনে, জানবে কেন জনে জনে?

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২৩



প্রেম; সত্যিকার

প্রেম করবো সংগোপনে
প্রিয়ার সনে একা,
রইবে সে মোর হৃদয়পটে
স্বর্ণাভ কালিতে আঁকা।
শয়নে স্বপনে ক্ষনে অণুক্ষণে
মম অস্তিত্বে রয়েছে যে মাখা,
তাকে ছাড়া এ জগত সংসারে,
সম্ভব কী বেঁচে থাকা?
না,
বাঁচতে চাই না তাকে ছাড়া।

তাহলে,
এ কী দেখছি?
কেন তাকে এত অপমান?
যাকে এত ভালবাসা!!
কেন এ অসম্মান?
যাকে নিয়েই যত আশা?
কেন সে ইজ্জত হারায়;
আমার আশ্রয়ে?
কেন তার সম্মানের বস্ত্র হরণ করি?
পথে-ঘাটে, পার্কে-রেস্তোঁরায়?
প্রকাশ্যে-লোকালয়ে,
চুমাচুমি, জড়াজড়ি, ধরাধরি?
নিশ্চয়ই এর নাম ভালবাসা নয়!
কেন একে ভালবাসা কয়;
আমি বুঝি না,
অযথা মাথা গরম হয়!!

সত্যিইতো-
এ কী দেখছি আজ?
চারিদিকে হুড়মুড় করে,
ভেঙ্গে যাচ্ছে শালীনতা
আর ভালবাসার গাঁথুনি!
যেখানেই যাই;
সর্বত্রই বেহায়াপনা আর বেলেল্লানাপনা!!
তাহলে, ভালবাসা এখানেই এসে
থমকে যায়, নষ্ট হয় আর ঐতিহ্য হারায়!
শুধু কষ্টগুলো রয়ে যায়!!



ছবি কার্টেসিঃ ইন্টারনেট।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: "কেন তার সম্মানের বস্ত্র হরণ করি?পথে-ঘাটে, পার্কে-রেস্তোঁরায়?প্রকাশ্যে-লোকালয়ে,চুমাচুমি, জড়াজড়ি, টিপাটিপি, ধরাধরি,------:P?"
--- বোটানিক্যাল গার্ডেনের কথা মনে পড়ল:P

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৫

মোঃ মঈনুদ্দিন বলেছেন: জ্বী ভাই একদম! তাছাড়া, কাকরাইল মসজিদের সাথেই তো রমনা! মানুষ আজ কত নিচে নেমেছে তার পরিমাপের বোধহয় কোন স্কেল আর পাওয়া যাবে না। ধন্যবাদ।

২| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৪১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমার এক ক্লাসমেট পার্কের ওসব ভিডিও করতো। :P

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৪৩

মোঃ মঈনুদ্দিন বলেছেন: নিশ্চয়ই সেটাও এক ধরণের ভ্রষ্টচারীতা, তাই না?

৩| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৪৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সেটা বললে তো নিজেই ফেঁসে যাব।:P সেই বয়সে ওসব ভিডিও যে দু-চারটা দেখি নি, তা তো নয়।।

তবে এখনকার পরিস্থিতি ভয়াবহ। তরুন-তরুনীদের সচেতন করতে হবে।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৫৩

মোঃ মঈনুদ্দিন বলেছেন: আপনি ঠিকই বলেছেন। কিন্তু, এখনকার পরিস্থিতি সত্যিই ভয়াবহ। আর, আফসোসের বিষয় এটাকে কেউই তেমন আমলে নিচ্ছে না। আল্লাহই জানেন এর শেষ পরিণতি কী হয়? পৃথিবীর প্রায় সভ্য দেশগুলোর একই হাল। কে করবে সচেতন? তরুণরা এখন নিজেরাই নিজেদের ধ্বংসের কারণ। বোধহয় একমাত্র ওরা থামলেই সব ঠিক হয়ে যাবে।

৪| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১:০২

শাহরিয়ার কবীর বলেছেন: কিচ্ছু করার নাই স্বামী বিদেশ !!.... এই প্রেমগুলো আবার ভীষন ভয়ংকর ;)


এখনকার পোলাপান গো বেশি করে নৈতিকতার শিক্ষা দেওয়া লাগবে ।। ;)

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১:০৭

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ঠিকই বলেছেন ধন্যবাদ। বিদেশীদের পত্নীদের চেয়ে বর্তমানের ইয়ং জেনারেশন আছে আরো বড় বিপদে। অবশ্যই নৈতিকতার শিক্ষা দিতে হবে।

৫| ২২ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:১৭

জাহিদ অনিক বলেছেন:




হা তা না না,
প্রেমের কথা গোপন করলে গোপন থাকে না

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৭

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ ভালো বলেছেন। তা, ঠিক। প্রেমে লুকোচুরি থাকবে প্রকাশিত হবে কিন্তু তাতে বেলেল্লাপনা, বেহায়াপনা থাকবে না। আজকাল প্রেমিক বা প্রেমিকাকে নিয়ে সোজা পার্কে। একজায়গায় বাচ্চাকাচ্চাদের বেড়াতে নিয়ে গেলাম এসব আজব প্রেমজুটি দেখে যারপরনাই লজ্জিত হয়েছি। তাই, বলি প্রেম করবো সংগোপনে,একান্তে প্রিয়ার সনে, আজানবে কেন জনে জনে?

৬| ২২ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: লিখেছেন বেশ।

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৯

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই। ভালো থাকুন। অনেক শুভকামনা।

৭| ২২ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উপভোগ্য। সুন্দর।

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১০

মোঃ মঈনুদ্দিন বলেছেন: খুশি হোলাম আপনার ভালো লেগেছে জেনে। ভালো থাকুন। শুভকামনা রইলো।

৮| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:০১

সৈয়দ তাজুল বলেছেন:


বাঙালি নিজ ঐতিহ্য ও আভিজাত্য হারিয়ে আজ অন্যের অনুকরণবৃত্তিতে মত্ত। বিজাতীয় কালচারকে নিজের কালচার করার চেষ্টা করে উন্নতির পরিবর্তে ধবংসের দিকে যাচ্ছে। কবিতায় আপনি সে কথাগুলোই তুলে ধরেছেন; ভালো লাগলো।


শেষের ছবিটা কি আপনার আঁকা?

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৫

মোঃ মঈনুদ্দিন বলেছেন: সত্যিই এ চরম বেদনার কথা আমরা হারিয়ে ফেলছি আমাদের নিজস্বতা আর স্বকিয়তা। জানি না এর করাল গ্রাস থেকে আমাদের নিস্তার আছে কি নাই? ধন্যবাদ আপনার প্রশংসা আমার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ভালো থাকুন।
না ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত। আমিও আঁকতে পারি তবে, এত ভালো হয় না।

৯| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৭

রাজীব নুর বলেছেন: আগুনে হাত দিবেন আর হাত পুড়বে না?
প্রেম করবেন আর লোকে জানবে না।

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৯

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই। লোকে জানুক প্রেম করছি কিন্তু আমার আর প্রেমিকার গোপনিয়তা, আবেগ এসব লোকে জানবে কেন? আমি ইন জেনারেল মন্তব্য করেছি। মানুষের ভালোলাগা আর আবেগের বশবর্তী হয়ে প্রেমিকাকে হাতে ধরেছে; হয়তো একটু চুমুটুমু খেয়েছে কিন্তু জনগণকে তা দেখাতে হবে কেন? আমি এটাই বলতে চেয়েছি। ভালো থাকুন। সুখে থাকুন।

১০| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩২

সৈয়দ তাজুল বলেছেন: আপনার এই ব্লগপুস্টের সাথে আমার এই গল্পটির যথেষ্ট মিল আছে! দেখতে পারেন!

অনুগল্পঃ আভিজাত্য

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২০

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ ভাই। হ্যাঁ অবশ্যই পড়ে দেখব। কবিতাটি পড়ার ও মন্তব্য করার জন্য আবারো ধন্যবাদ।

১১| ১৪ ই জুন, ২০১৮ দুপুর ১:০৫

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: ভাল লাগল লেখাটি।

১৯ শে জুন, ২০১৮ রাত ১০:০৬

মোঃ মঈনুদ্দিন বলেছেন: Thanks for commenting. Eid Mubarak.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.