নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য আর মিথ্যাকে এক করি না। যারা অসত্য দিয়ে সত্যকে ঢাকতে চায়; তাদের সঙ্গ ধরি না। নতুন যে কোন কিছু শিখতে ভালো লাগে। কেউ কিছু শিখতে চাইলে সম্ভব সাধ্যমতো চেষ্ঠা করি। প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে আধুনিক জ্ঞানে দক্ষতা অর্জন করতে চাই।

মোঃ মঈনুদ্দিন

নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।

মোঃ মঈনুদ্দিন › বিস্তারিত পোস্টঃ

কিছু গুরুত্বপূর্ণ ওয়েব সাইটঃ যারা শিখতে চায়, শিখাতে চায় তাদের জন্য।

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২০

যে শিখে এবং যে শিখায় উভয়ই মহান।।



শিক্ষা হলো আলো আর অজ্ঞতা হলো আঁধার যা আলোর বিপরীত। বর্তমান বিশ্ব জ্ঞান নির্ভর, কিন্তু জ্ঞানের অপর্যাপ্ততা আমাদেরকে এক ধরণের কূপমন্ডুক করে রেখেছে। তাই, যখনই শেখার সুযোগ হয় শিখে নেয়াটাই আদর্শ পদক্ষেপ। ডিজিটাল এ যুগে শিক্ষা ও শিক্ষা উপকরণ সবকিছুরই আমূল চ্যাঞ্জ এসেছে। এখন শ্রেণিকক্ষে ও শ্রেণিকক্ষের বাইরে সবস্থানেই ইন্টারএকটিভ মিডিয়া তথা মাল্টিমিডিয়ার ব্যবহার বহুলাংশে বেড়েছে।

শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সকলের জন্যে নিম্নের ওয়েব লিংক গুলো খুবই দরকারী। যারা ন্যুনতম এন্ড্রয়েড ভার্সনের মোবাইল ব্যবহার করেন এরকম প্রত্যেকের জন্যেই এই লিংকগুলো কাজে আসবে।। ধন্যবাদ।

(০১ ) ব্র্যাক ই-শিক্ষা কর্মসূচীঃ এই সাইটে গেলে ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত সকল শ্রেণির ইন্টারেকটিভ কন্টেন্ট পাবেন। যা শিখন সহায়ক উপকরণে সমৃদ্ধ।।
ব্র্যাক ই- শিখন

(০২) রবি টেন মিনিট স্কুলঃ এই পেজটিও উপরেরটির মতোই নানা উন্নত কন্টেন্টে পূর্ণ। এখানে হায়ার সেকেন্ডারী লেভেলের বিভিন্ন বিষয়ের কন্টেন্ট রয়েছে। খুব কাজে দিবে।
রবি টেন মিনিট স্কুল

(০৩) ই-শিখন ডট কমঃ খুব সুন্দর কন্টেন্ট এ সমৃদ্ধ এই সাইটটি। এখানে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সহ নানা ধরণের আইটি বেইজড বিদ্যা শিখার বেস্ট প্লেস।।
ই-শিখন ডট কম

(০৪) শিক্ষক বাতায়নঃ এটা একটা হিউজ ডিজিটাল কন্টেন্ট বেইজড এডুকেশনাল সাইটঃ মনে হয় পৃথিবীর অন্যতম বিশাল একটা প্ল্যাটফরম যেখানে ৩,৪২,০৮৬ জন সদস্য; যারা প্রায় সবাই শিক্ষক। ১৪৪,৫৫০টি পিপিটি বা ডিজিটাল কন্টেন্ট রয়েছে। আর রয়েছে ৯৪৩টি মডেল কন্টেন্ট। ফ্রি' তেই ডাউনলোড করা যায়।।
শিক্ষক বাতায়ন

(০৫) শিক্ষা বিষয়ক ছবিঃ
এডু পিকঃ এডুকেশনাল পিকচারস

(০৬) কানেক্টঃ কিশোর বাতায়ন- শুধু কিশোরদের জন্য; শিক্ষা মূলক মজার এক সাইট।
কিশোর বাতায়ন

(০৭) মুক্তপাঠঃ মুক্তশিক্ষার আসর- ফ্রি'তেই শিখুন গ্রাফিক্স সহ আরো অনেক কিছু।
মুক্তপাঠ

(০৮) খান একাডেমি বাংলাঃ মনে হয় না বাংলাদেশী বংশোদ্ভূত সালমান খানকে চিনাতে হবে না। দারুণ একটা শিক্ষা মূলক সাইট।
খান একাডেমি বাংলা

(০৯) বিজ্ঞানী অর্গঃ বাংলাদেশি প্রখ্যাতসব বিজ্ঞানীদের সম্বন্ধে জানতে দেখুন।
বিজ্ঞানী অর্গ

(১০) http://www.pppst.com শিশু কিশোরদের জন্য পাঠদান উপযোগী মজার মজার কিছু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনঃ
www.pppst.com

(১১) আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্ণিং-টিচিং একটিভিটিস হিসেবে লিসেনিং স্পীকিং এর জন্যে মজায় মজায় শেখার অনবদ্য এক সাইটঃ লার্ণ উইথ ফান।।
মাইন্ড ইয়ুর লেঙ্গুয়েজ

এর বাইরেও আরো শত সহস্র শিক্ষামূলক ওয়েবসাইট রয়েছে সব কিছুতো আর একত্রে দেয়া যাবে না। নিম্নে আরো কয়েকটা ওয়েব এড্রেস দিচ্ছি।
ম্যাথ শেখার সাইটঃ

http://mathworld.wolfram.cm/, http://www.sosmath.com/, http://math.about.com/,

ইংরেজি শেখার সাইটঃ


http://www.english-online.org.uk/, http://eserver.org/, http://englishteststore.net/, http://www.english-the-easy-way.com.

ধন্যবাদ সবাই ভালো থাকবেন।।
সুত্রঃ ইন্টারনেট।

মন্তব্য ৩৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩০

ঋণাত্মক শূণ্য বলেছেন: বুকমার্ক করে রাখলাম। পরে চেক করে দেখবো, ইন শা আল্লাহ।

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৪

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ ভাই। প্রিত হলাম। ভালো থাকুন।

২| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩১

আর্কিওপটেরিক্স বলেছেন: আরও কিছু সাইট :
mathisfun.com
z2i.org
bissoy.com
mathforum.org
.....

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৮

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ ভাই। হ্যাঁ, ওই সাইটগুলো অসাধারণ। আরো কিছু রয়েছে। ভালো থাকুন।
www.brainetics.com
www.sparknotes.com/math/

৩| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৮

সজিব আহমেদ আরিয়ান বলেছেন: শিক্ষনীয় পোস্ট!

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪১

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ আরিয়ান ভাই।

৪| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪১

ঋণাত্মক শূণ্য বলেছেন: প্রথম সাইটেই কিচ্ছু নাই! বাকি লিষ্ট তো চেক করে দেখতেই বিরক্ত লাগবে ভায়া!

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৫

মোঃ মঈনুদ্দিন বলেছেন: দুঃখিত ভাই। শিক্ষা একটি দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া। আপনি ওখানে গিয়ে কিছু সময় ব্যয় করেছেন সেজন্য ধন্যবাদ। মূলতঃ ওখানের শ্রেণি ও বিষয়ভিত্তিক পোস্টগুলোতে ক্লিক করেই আপনার কন্টেন্ট পাবেন। যেমন-
http://e-education.brac.net/?avada_portfolio=english-grammar-class-6-10

৫| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৩

সুমন কর বলেছেন: ধন্যবাদ। প্রিয়তে রাখলাম। ভালো লাগা রইলো।

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৬

মোঃ মঈনুদ্দিন বলেছেন: প্রিয় ভাই। আপনার জন্যও অনেক শুভকামনা। ভালো থাকুন।

৬| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৯

হাবিব বলেছেন: প্রিয়তে রাখলাম..........

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০১

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ হাবিব ভাই। পরিশ্রম সার্থক হয়েছে। ভালো থাকুন।

৭| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: ওয়েব ডিজাইন শেখার জন্য http://www.w3schools.com সাইটাও দারুণ কাজের।

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৩

মোঃ মঈনুদ্দিন বলেছেন: জ্বী জুনাইদ ভাই। ওয়েব ডিজাইন শেখার জন্য ডব্লিউ থ্রীর বিকল্প নেই। ওই সাইট এর স্পেশালিটি হচ্ছে প্রচুর ওয়ার্কআউট রয়েছে। আর, উদাহরঙুলোও বেশ। ভালো থাকুন। ধন্যবাদ।

৮| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কাজের পোস্ট, প্রিয়তে...:)

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৬

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ। নিজেকে ধন্য মনে করছি। ভালো থাকুন।

৯| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৯

রাজীব নুর বলেছেন: শিক্ষিত হয়ে বেকার থাকাও ভালো।

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩২

মোঃ মঈনুদ্দিন বলেছেন: জ্বী একদম সত্য কথা। কিন্তু এখন শিক্ষা টাকায় পাওয়া যায়, যা সার্টিফিকেট দিয়ে মূল্যায়িত হয়। বিদ্যা এবং বিদ্যান এ দেশে এখন অচল পয়সা।। ধন্যবাদ ভালো থাকুন। শিক্ষার আলোয় উদ্ভাসিত হোক আমাদের প্রিয় বাংলাদেশ।

১০| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: Wolfram আমার সবচেয়ে প্রিয় সাইটগুলির একটি।

অনেক বছর যাবত Wolfram Alpha ইউজ করছি :)

ম্যাথ নিয়া একটা পোস্ট দেবো নাকি :-B

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৮

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই। ম্যাথ হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ১৯৯৩ সালের পর আর অংক করিনাই। কিন্তু আমার প্রজন্মদের কথা চিন্তা করে একটু ঘাঁটাঘাঁটি করি। মূলতঃ গণিত হচ্ছে মস্তিষ্কের নিষ্ক্রিয়তা কাটিয়ে সক্রিয় রাখে। ভালোইতো, দিন না একটা পোস্ট।। ভালো থাকুন।

১১| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৬

নতুন নকিব বলেছেন:



প্রিয়তে পোস্ট।

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪১

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ নকিব ভাই। ভালো থাকুন।

১২| ২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৩

বোকামানুষ বলেছেন: দরকারী পোস্ট ধন্যবাদ প্রিয়তে রাখলাম
৯তম +++++

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০

মোঃ মঈনুদ্দিন বলেছেন: শিক্ষার আলোয় আলোকিত হোক আমাদের বাংলাদেশের। বাংলাদেশ বর্তমানে অনেক এগিয়েছে এইদিক দিয়ে। শুধু প্রয়োজন আমাদের আন্তরিকতা আর নিষ্ঠা। উপরোল্লেখিত পেজগুলো ঘাঁটলে বা এসবের কন্টেন্টগুলো শেখা এবং শেখানো উভয় কাজেই সুন্দর কাজে দিবে। ধন্যবাদ ভাই। ভালো থাকুন।

১৩| ২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: জ্বী একদম সত্য কথা। কিন্তু এখন শিক্ষা টাকায় পাওয়া যায়, যা সার্টিফিকেট দিয়ে মূল্যায়িত হয়। বিদ্যা এবং বিদ্যান এ দেশে এখন অচল পয়সা।। ধন্যবাদ ভালো থাকুন। শিক্ষার আলোয় উদ্ভাসিত হোক আমাদের প্রিয় বাংলাদেশ।


ধন্যবাদ আমার মন্তব্যের সুন্দর উত্তর দেওয়ার জন্য।

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮

মোঃ মঈনুদ্দিন বলেছেন: আবার মন্তব্যের জন্য ধন্যবাদ। জানি না সঠিক জবাব দিলাম কী না; তবে, এটা সত্য যে শিক্ষিত হয়ে বেকার থাকাও ভালো। ভালো থাকুন।

১৪| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: অনেক উপকারী ওয়েবগুলোকে এক করে নিয়েছেন। খুব ভাল একটা উদ্যোগ।
আগে আমি প্রায়শই ১০মিনিট স্কুলে যেতাম, এখন আর অফিসের ব্যস্ততায় সময় করে উঠতে পারিনা! তবে আপনার লেখাটি প্রিয়তে রাখলাম।

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৬

মোঃ মঈনুদ্দিন বলেছেন: জ্বী শিক্ষানুরাগী সকলের কাছেই উপরে লিংক দেয়া ওয়েবসাইটগুলো গুরুত্বপুর্ণ। আমি শুধু এগুলোকে একটা প্ল্যাটফর্মে আনলাম। যাতে এক পেজে ঢুকে প্রয়োজনীয় সাইটগুলো ব্রাউজিং টাইম সেভ করতে পারেন। ধন্যবাদ আমার ক্ষুদ্র প্রয়াসকে স্বীকৃতি দেয়ার জন্য। ভালো থাকুন।

১৫| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫১

প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ।

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৭

মোঃ মঈনুদ্দিন বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

১৬| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৬

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ম্যাথ আর ইংরেজির জন্য দেয়া ওয়েব এড্রেসগুলোতে লিংক এড করা নাই। সুতরাং ওখানে ক্লিক করলে পেজ নট ফাউন্ড আসিবে। যারা ঐ পেজে যাবেন অবশ্যই গুগল সার্চবারে গিয়ে সার্চ করেই যাবেন। ধন্যবাদ।

১৭| ০৫ ই জুলাই, ২০২০ দুপুর ২:৪৫

Shitab Aziz বলেছেন: চমৎকার লিখেছেন। ধন্যবাদ আপনাকে। এরকম অনেক সাইট ই এখন শিক্ষাকার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার মাঝে আমার পরিচিত একটি হচ্ছে http://prosaracademy.org/ এটি ভালো কাজ করে যাচ্ছে।

১৩ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫১

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ ভাই। আমিও আপনার লিংকটা মার্ক করে রাখলাম। ভালো থাকুন। নিরাপদে থাকুন। বিল্মবে উত্তরের জন্য ক্ষমা চাইছি।

১৮| ০৫ ই জুলাই, ২০২০ দুপুর ২:৪৯

Shitab Aziz বলেছেন: Prosar Academy

১৩ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫২

মোঃ মঈনুদ্দিন বলেছেন: কপিড! ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.