নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘপিয়ন

মেঘপিয়ন › বিস্তারিত পোস্টঃ

তুই বললে - অর্ণব

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৬

কখনও জানতে চাসনি তোকে কতো খুঁজেছি যে কিভাবে
কখনও ডুবুরির বেশে রাঙ্গা মাটি পথ শেষে কতো কিভাবে
কখনও বুঝতে চাসনি আমি বলতে চেয়েছি যেভাবে
তোর নরম হাতের বোনা শীতের চাদরে ঘুম কাতুরে

তুই বললে কথা শীতের রোদ হীন দুপুর
রোদ জ্যোৎস্নায় মেখে রুপো হয়ে যেতো হয়ে যেতো
তুই বললে কথা অমাবস্যা রাতও
আকাশের কালো চিঁরে আলো জ্বেলে দিত জ্বেলে দিত

তুই বললে তুই বললে তুই বললে
তুই বললে তুই বললে তুই বললে

আজ হতে অনেক শীত বসন্ত আগে আমার সব মন খারাপের রাতে
রাত জোনাকির মিষ্টি গানে ঘুম পারাতিস আমায় এনে
ঘুম ভাঙ্গাতিস আমার কানে প্রজাপতির কলতানে
হাত বাড়াতিস আজ হতে অনেক আগে

কখনও দেখতে চাসনি আমি দেখতে চেয়েছি কিভাবে
যেভাবে গাছের ফাঁকের কোনও চাঁদের আলোয় পথ দেখাবে
কখনও শুনতে চাসনি তোকে বলতে চেয়েছি যেভাবে
বলেছি তোর কানে কিন্তু গোপনে ভোরের আজানে

তুই বললে কথা সেদিন চৈত্র মাসও
অকালে বসন্তের ফুলে ভরে যেতো ভরে যেতো
তুই বললে কথা শিউলি ফুলের কুঁড়ি
ভোরের বদলে বিকেলে তারা ফুটে যেতো ফুটে যেতো

তুই বললে কথা শীতের রোদ হীন দুপুর
রোদ জ্যোৎস্নায় মেখে রুপো হয়ে যেতো হয়ে যেতো
তুই বললে কথা অমাবস্যার রাতও
আকাশের কালো চিঁরে আলো জ্বেলে দিত জ্বেলে দিত

তুই বললে তুই বললে তুই বললে
তুই বললে তুই বললে তুই বললে


মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৬

শায়মা বলেছেন: সুন্দর গান!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.