নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যেই সুন্দর সুন্দরই আমার সৌন্দর্য

মো: মেহেরুল ইসলাম

আমি খুবই সাধারন একটা মানুষ।জ্ঞানের দিক থেকেও অতি ক্ষুদ্র ও নগন্য।তবে স্বপ্ন দেখি অনেক বিশাল।কারন স্বপ্ন দেখতে কোন খরচাপাতি লাগে না।আমি ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।তবে ধর্মান্ধ নই।

মো: মেহেরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

বিপ্লব হবেই

০৯ ই জুলাই, ২০১৮ রাত ৯:২১


তোষণ আর শোষণের নীতিতে চলে আমাদের তথাকথিত পুঁজিবাদী সমাজব্যাবস্থা। যার রন্ধে রন্ধে থাকে হেমলক বিষের বিস্তর সঞ্চালন। ফলশ্রুতিতে পুঁজিবাদের বিষক্রিয়ায় গোটা সমাজব্যাবস্থা তথা সমাজে বসবাসরত নাগরিকের মধ্যে অতি বিস্তর ফারাক, বৈষম্যর জন্ম হয়। বৈষম্যর জন্ম হয় শাসনে ,শোষণে,চিন্তায়,ভোগ-বিলাসে। আর ফায়দা লোটে, লুটতারাজ চালায় শাসকদল। এক শ্রেণি ধনের পাহাড় গড়ে ,আরেক শ্রেণি পড়ে থাকে নর্দমায়। নির্যাতিত শ্রেণি তাদের অজ্ঞতা,মূর্খতার কারনে এটা মেনেই নিয়েছে যে, তাদের শোষণ করে তোষণ কারী,শাসক শ্রেণির সম্পদের পাহাড় গড়া ,তাদের নির্যাতন সহ্য করা ,সুবিধাহীন জীবনযাপন সবটাই প্রকৃতিগত। অথচ এই নির্যাতিত শ্রেণি যদি তাদের সকল অজ্ঞতা ও মূর্খতাকে ছুড়ে ফেলে সত্যিকার্থে বাস্তব চিন্তাশীলতাকে,প্রগতিশীলতাকে আকড়ে ধরতো তবে তারা চিরসত্য এই কথাটি অনুধাবন করতে সচেষ্ট হতো যে, তাদের বঞ্চিত; নির্যাতিত হবার পেছনে প্রকৃতিগত নিয়ম নয় বরং পুঁজিবাদের মোড়কে সাজানো সমাজব্যাবস্থাই একমাত্র দায়ী, তবে তারা বিপ্লব করতো। বারবার বিদ্রোহ করে রণাঙ্গনে নিজেদের সব দিয়ে ঝাপিয়ে পড়তো। ছিনিয়ে আনতো তাদের অধিকার,অধিকারের পতাকা। আমি বিশ্বাস করি পুঁজিবাদের কশাঘাতে জর্জরিত, শোষণের প্রতাপে নির্যাতিত সাধারণ শ্রেণি অবশ্যই একদিন জাগ্রত হবে। ধর্মের গন্ধম জড়িবুটি উগলিয়ে,বমি করে তারাও আধুনিক হবে।অজ্ঞতাকে দূরে ফেলে তারাও জ্ঞানার্জন করতে, এক হয়ে প্রবল প্রতাপে আঘাতে আঘাতে ভেঙ্গে চুরমার করবে পুঁজিবাদের মোড়কে সাজানো এই ঘুণে ধরা সমাজব্যাবস্থার দেয়াল। বিপ্লব হবেই হবে শোষণের বিরুদ্ধে,তোষণের বিরুদ্ধে, ধনতন্ত্রের বিরুদ্ধে। দেয়াল ভাঙ্গার রাজনীতি,দেয়াল গড়ার রাজনীতি দূর হবেই একদিন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩২

রাজীব নুর বলেছেন: আপনি যা যা বলেন তার কিছুই হবে না। না হলেও আমাদের লিখে যেতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.