নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে নিয়ে লেখার মত আপাতত কিছুই নেই। যেদিন লেখার মত কিছু অর্জন করতে পারবো সেদিন না হয় সময় করে লিখে ফেলবো।

অতঃপর হৃদয়

অতঃপর একটি কাল্পনিক চরিত্র

অতঃপর হৃদয় › বিস্তারিত পোস্টঃ

ব্যাতিক্রম প্রপোজ

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৫৩


অনেক দিন থেকে ভাবছি আর দেরি নয় এবার প্রপোজটা করেই ফেলি। প্রতিদিনের মত আজও তার পিছু নিলাম। আজ অদ্ভুত সুন্দর দেখাচ্ছে নীলাকে। নীল ড্রেস পড়েছে কাধে একটা বই ভর্তি ব্যাগ। নামের সাথে ড্রেসের মিল রেখেই মনে হয় ড্রেস বানিয়েছে। নীলার পিছু নিতে নিতে ফাঁকা রাস্তায় এলাম। আশেপাশে কেউ ছিলন। নীলা হেঁটে যাচ্ছে আর আমি তার খানিক পিছনে। তবে মজার ব্যাপার হলো আজ বেশ কয়েকবার নীলা আমার দিকে তাকিয়েছে। তবে যখন তাকিয়েছে তখন আমি মাটির দিকে তাকিয়েছিলাম।

বেশ ভয়ে ভয়ে নীলাকে ডাকলাম। এই যে শুনছেন, হ্যা আপনাকেই বলছি। আমার কথা মনে হয় শুনতে পায়নি কিংবা শুনেও না শোনার ভান করেছে। তারপর আবার ডাকলাম আমার কথা শুনতে পাচ্ছেন, আপনাকেই ডাকছি। দাঁড়িয়ে পড়ল রাস্তায়, আমি ভীষণ ভয় পেলাম। কিছু না বলেই আরেকটু এগিয়ে গেলাম ঠিক তার সামনে মুখোমুখি দাঁড়ালাম।
-হ্যা বলুন কি বলবেন। আমি বেশ কিছুক্ষন থেকে দেখছি আপনি আমায় ফলো করছেন। বকাটে ছেলেদের মত পিছন পিছন ঘুর ঘুর করছেন কেন? দেখে তো বকাটে মনে হয় কিন্তু ব্যাবহার দেখে যেকেউ বকাটে বলবে।
-আচ্ছা আপনি দয়া করে আমাকে কিছু বলতে দেবেন, নাকি আপনি একাই বলে যাবেন।
-হ্যা বলুন কি বলবেন।
-আপনার সাথে আমার কিছু কথা ছিল যদি অনুমতি দেন তাহলে বলি।
-আমি অপরিচিত কারো সাথে কথা বলি না বুঝেছেন? আর হ্যাঁ পরেরবার যেন আমার পিছু পিছু আসতে না দেখি।
-এতক্ষণ যে আমার সাথে প্যাঁচাল পারলেন এগুলা তাহলে কথা ছিল না, তাই তো?
-আজব মানুষ তো আপনি।
-আচ্ছা আমি আজবই না হয় হলাম। যদি কিছু মনে না করেন তাহলে হাঁটতে হাঁটতে কথা বলি। তাহলে আপনার স্কুলে যাওয়াও তাড়াতাড়ি হবে আর আমার কথা গুলোও বলতে পারব।
-আচ্ছা চলুন। তবে হ্যা আমার ৩ হাত দূরে থাকতে হবে।
-বেশ আমি না হয় ৫ হাত দূরেই থাকবো। এবার খুশি তো?
-আচ্ছা চলুন, তার আগে আপনার নাম আর পরিচয় দিয়ে কথা শুরু করুন কি বলবেন।
-আমি হৃদয়। দশম শ্রেণীতে পড়ি। আমার বাসা মেডিকেলের পাশে। আর হ্যাঁ আমি আজ আপনাকে যেটা বলবো সেটা অনেক দিন থেকেই বলতে চাই ভয়ে বলতে পারিনি।
-আপনি এমন ভাবে কথা বলছেন। যেন আপনি আমাকে প্রপোজ করবেন। আর প্রপোজই যদি করেন তাহলে, ফূল কোথায়?
-ধরে নিন প্রপোজ করব। আর হ্যা ফুল ছাড়া কি প্রপোজ হয় না নাকি। ফুল দিয়েই যে প্রপোজ করতে হবে এমন তো কোন কথা না।
-আমার হাতে বেশি সময় নেই যা বলবেন সরাসরি বলুন।
- আপনাকে আমি যেদিন প্রথম দেখি সেদিনই আমার খুব ভাল লেগে যায়। তাই আজ আমার মনের কথাটা বলবো। নীলা আমি..!
-থামলেন কেন? মনে মনে যা ভেবেছি ঠিক তাই। আপনি জানেন আমিও ১০ এ পড়ি। আর আপনি যা বলবেন সেটা আমার দ্বারা হবে না বুঝেছেন। বাসায় গিয়ে পড়াশুনা করেন যান। আর কখনো আসবেন না আমার পিছু।
-আমার পুরো কথা না শুনেই এত গুলো কথা বললেন??
-আচ্ছা এবার তাহলে বলুন আপনার কথা শুনি আগে তারপর আগে যা যা বললাম আবার বলি।
-আসলে আমি আপনাকে ভাল একজন বন্ধু হিসেবে পেতে চাই।
-কী?
-I want to you as a good friend nothing else.
-আমি কখনো ভাবতেই পারিনি জীবনে কখনো কারো মুখ থেকে এরকম কিছু শুনবো। আর হ্যাঁ আপনি তাহলে বলছিলেন কেন যে আমাকে প্রপোজ করবেন?
-এটা কি তাহলে প্রপোজ এর মধ্যে পড়ে না? সবাই তো ভালবাসার প্রপোজ করে আমি নাহয় বন্ধুত্বের জন্য প্রপোজ করলাম।
-হুম বুঝলাম। আপনি আসলেই সবার চেয়ে ব্যতিক্রম। আর হ্যা বন্ধুত্ব করতে চাইলে কিন্তু "তুই" করে বলতে হবে? পারবেন তো?
-হ্যাঁ অবশ্যই পারবো। এখনো তো আমার কথার জবার দিলেন না। তার মানে প্রপোজ রিজেক্ট?
-আমি কখন বললাম যে প্রপোজ রিজেক্ট? হ্যাঁ আমি আমার একজন ভাল বন্ধু হিসেবে আপনাকে গ্রহন করলাম। এবার হ্যাপি?
-হুম, অনেক হ্যাপি। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।
-এত ভালোবাসা দিতে হবে না পরে কম পড়ে যাবে তাহলে। আজ অনেক দেরি হয়ে গেল, এখন স্কুলে যেতে হবে। আর হ্যাঁ এখন থেকেই "তুই" বলা শুরু করি Now Start. তুই এখন বাসায় গিয়ে মন দিয়ে বই পড় পরে কথা হবে।
-আচ্ছা আমি বাসায় যাচ্ছি। তুই আগে স্কুলের গেটের ভিতরে যা। আর হ্যাঁ মনে করে রাতে ফোন দিস।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ২:০৭

চাঁদগাজী বলেছেন:

গড়তে ২ দিন, ভাংতে ১ দিন।

২| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১৭

চাঁদগাজী বলেছেন:

আপনি কত নম্বের? সেটা জেনে নেবেন।

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ২:২১

অতঃপর হৃদয় বলেছেন: তাই, গড়তে দুই দিন ভাংতে এক দিম.!!!!!!!!!!!! বলেন কী.!!! জানতাম না তো.!!! আমি কত নম্বরে তা জানা হয় নি,!!!

৩| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ২:২৫

চাঁদগাজী বলেছেন:



মেয়েস্কুলে যাচ্ছিলেন, আপনার ক্লাশ ছিলো না?

৪| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৩৬

অতঃপর হৃদয় বলেছেন: এক দিন না হয় ক্লাস মিস দিলাম,তবুও তো তাকে বন্ধু হিসেবে পেলাম.!!!!! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.