নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে নিয়ে লেখার মত আপাতত কিছুই নেই। যেদিন লেখার মত কিছু অর্জন করতে পারবো সেদিন না হয় সময় করে লিখে ফেলবো।

অতঃপর হৃদয়

অতঃপর একটি কাল্পনিক চরিত্র

অতঃপর হৃদয় › বিস্তারিত পোস্টঃ

বিদায় সামহোয়্যার ইন ব্লগ

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪০


১ মাস থেকে সামুর সাথে আছি। খুব নতুন একজন ব্লগার। ১ মাসে ২০ টি পোষ্ট করেছি। আমি জানি আমি মোটেও ভাল লেখালেখি করতে পারিনা। তাই আমার জন্য ব্লগ না, তবুও আছি পাঠক হিসেবে। পড়তে পড়তে যখন লেখার জন্য মন ছটফট করে তখন দু এক কলম লিখি। আসলে ভারচুয়াল জগতে কেউ কাউ কে মনে রাখে না। আর আমি সবে মাত্র নতুন ব্লগার। আমাকে আর কেই বা মনে রাখবে। মনে রাখার কোন প্রশ্নই আসে না।

আসল কথা হচ্ছে, আমার সামনে এস এস সি পরীক্ষা। আমি বিজ্ঞান বিভাগের একজন ছাত্র। সারা বছর পড়াশুনা করি নাই। আমার মনে হয় ভাল করে ১ টি অধ্যায়ও পড়ি নাই। আমার না পড়ার পেছনে বিশাল বড় এক কারণ আছে সেই কারণ বললে অনেকেই আমার উপর আংগুল তুলবেন। বলবেন যে আমারই সব ভুল ছিল। আসলে ভুল কার ছিল সেটা চোখে না দেখলে বোঝা যাবে না। আমার পড়াশুনার অবনতির পেছনে কিছু মানুষের হাত আছে। কাদের আছে তাদের কথা না ই বা বললাম।

আমার এস সি পরীক্ষার আর মাত্র ৫৮ দিন বাকি আছে। এই ৫৮ দিনে যা করার করতে হবে। সামুর সকলের কাছে আমি দোয়া চাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আপাতত বিদায় সামু।

মন্তব্য ৪২ টি রেটিং +০/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৫

মঞ্জু রানী সরকার বলেছেন: শুভ কামনা

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৭

অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৭

রিফাত_হাসান বলেছেন: শুভ বুদ্ধির উদয় হয়েছে দেখে খুশি হলাম। মন দিয়ে পড়াশোনা করে পরীক্ষা দিন। ব্লগ তো আর পালিয়ে যাচ্চে না। পরীক্ষার পর না হয় আবার আসবেন। :)

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮

অতঃপর হৃদয় বলেছেন: জানি না আর কখনো ফিরব কি না। তবে খুব বেশি আপনাদের মনে পড়লে না ফিরে উপায় নেই। ধন্যবাদ ভাল থাকবেন।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৯

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: ভালো করে পড়ালেখা করো। গুড নিউজ শুনার অপেক্ষায় রইলাম।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫১

অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ ভাল থাকবেন।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫১

আত্মবিশ্বাসী লেখক বলেছেন: সতত শুভ কামনা রইল।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫

অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫১

শতদ্রু একটি নদী... বলেছেন: পরীক্ষার জন্য শুভকামনা রইলো। টাটা, বাই বাই। আবার যেন দেখা পাই। :)

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬

অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:


শুভকামনা রইলো।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭

অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭

অপর্ণা মম্ময় বলেছেন: অবনতির পিছনে যার বা যাদের হাতই থাকুক না কেন নিজের পড়াশুনাটা নিজেরই করতে হবে, আপনার পড়া বা পরীক্ষাটা কেউ দিয়ে দিবে না। পড়াশুনার সাথে নো কম্প্রোোমাইজ। সুতরাং এসব না দেখে পড়তে শুরু করেন। সারা বছরের পড়াশুনার চেয়ে পরিক্ষারাগের পড়াগুলো বেশি ইফেক্টিভ।

মন্তব্যের উত্তর দেয়ার জন্য সারাদিন সামুতে না এলেও চলবে। আমরা কিছু মনে করবো না।

পরীক্ষা ভালো হোক। রেজাল্ট ভালো হোক। রেজাল্ট হলে জানাইয়া যাইয়েন।
বিদায়

০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫

অতঃপর হৃদয় বলেছেন: আমি জানি পড়াশুনা টা নিজের কাছে। অনেক অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য। আর আমি মোবাইল দিয়ে ব্লগিং করি তাই কোন সমস্যা হয় না। মাজে মাজে যখন একা একা বসে থাকতে ভাল লাগে না তখন ব্লগে আসি। রেজাল্ট কি আসিবে আমি জানি না। আপনাদের দোয়া আর আমার পড়াশুনা দুটো এক সাথে থাকলে ইনশাল্লাহ ভাল কিছু হলেও হতে পারে।

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০১

গেম চেঞ্জার বলেছেন: আপনি তো বেশ ভালই পদচারণা করেছিলেন। তবে সামুতে সময় দেয়ার চেয়ে পড়াশোনাই যে ভীষণ দরকারি। আপনার এই রেজাল্ট কিন্তু জীবনের ভীত গড়ে দেবার জন্য যথেষ্ট। আশা করি পরিক্ষার পর আবারো আপনাকে সামুতে পাব। বিদায়!!

০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৭

অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮

মাকড়সাঁ বলেছেন: দোয়া করব
শুভকামনা রইলো।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯

অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন।

১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪১

রাকিবুল হাসান ২০১০ বলেছেন: শুভ বুদ্ধির জন্য ধন্যবাদ । ৫৮ দিন পর পরীক্ষা । আপনার আরো আগেই সামু ত্যাগ করা উচিত ছিল । ভালভাবে লেখাপড়া করুন । পরিশ্রম করুন লেখাপড়ার পিছনে । সামু সামুের জায়গাতে থাকবে । আপনি ভালভাবে পরীক্ষা দিয়ে আসুন । আপনার জন্য দোয়া থাকবে ।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৯

অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন।

১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৯

সুমন কর বলেছেন: এখন সব কিছু বাদ দিয়ে পড়াশুনা করাই একমাত্র কাজ।

শুভকামনা রইলো।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১০

অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন।

১২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮

মো: আশিকুজ্জামান বলেছেন: শুভকামনা রইল।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯

অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ।

১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

অভ্রনীল হৃদয় বলেছেন: আপনার আরো আগে এই সিদ্ধান্ত গ্রহণ করা উচিৎ ছিলো। আর অতীতে যা হওয়ার তা হয়ে গেছে। আমি যখন এসএসসিতে প্রি-টেস্ট পরীক্ষা দেই। সেসময় আমার রেজাল্ট অনেক খারাপ হয়। পরের ক'মাস অমানসিক পরিশ্রম করেছিলাম। যার দরুণ এসএসসিতে রেজাল্ট আবার ভালোতে নিয়ে আসতে পারি। তাই বলছি আপনার হাতেও কিন্তু এখনও বেশ সময় আছে। একদিন সবকিছুকে দূরে সরিয়ে দিয়ে ভালো করে পড়াশোনা করুন। আশা করি অনেক ভালো একটা ফলাফল করে আবার আমাদের মাঝে ফিরে আসবেন।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২১

অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর পরামর্শ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৪

তামান্না তাবাসসুম বলেছেন: শুভকামনা। ভাল ফলাফল আসুক এই প্রতাশায় :)

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৯

অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন।

১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৩

কথাকথিকেথিকথন বলেছেন: কাজের কাজ করেছেন ।

অনেক শুভকামনা রইলো । :)

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২০

অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ, ভাল থাকেন।

১৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৩৫

আরণ্যক রাখাল বলেছেন: গুড| পড়

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২১

অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ ভাই.!!! দোয়া করিয়েন।

১৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

আবু শাকিল বলেছেন: আপনি বোঝেন ভাল।
শুভ কামনা রইল।
- মন্তব্য এর উত্তর না দিলে খুশি হই।
পরীক্ষার পর যেন উত্তর পাই :)

২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৭

অতঃপর হৃদয় বলেছেন: পরীক্ষা অনেক আগেই শেষ হয়েছে আজ মনে পড়লো যে আমাকে একটি মন্তব্যের উত্তর দিতে হবে তাই দিলাম।

১৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৬

রুদ্র জাহেদ বলেছেন: এইসব উপরিকাঠামো দিয়া কিচ্ছু হবে না।যদি মূল ব্যাপারটা ঠিক না রাখেন।যেটুকু সময় পাচ্ছেন তাতে অনেককিছুই হবে।শুভকামনা রইল।ভালোভাবে পরীক্ষা দিয়ে তারপর আবার আমাদের মাঝে আসিয়েন।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৪

অতঃপর হৃদয় বলেছেন: অনুপ্রেরণা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।

১৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এক মাসে ২১ পোস্ট কোন কাজের কথা নয় , যতটা কাজের এই মুহূর্তে পড়াশোনা ।
পরীক্ষা শেষ হওয়ার আগে তোমাকে ব্লগে বেশি সময় দেখলে আমরা খুশি হবনা ।
শুভকামনা , মিষ্টি মুখের অপেক্ষায় -----

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৪

অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন

২০| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০০

জুন বলেছেন: শুভকামনা রইলো ।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৩

অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ

২১| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০২

নতুন বলেছেন: wish you all the best...

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১২

অতঃপর হৃদয় বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.