নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে নিয়ে লেখার মত আপাতত কিছুই নেই। যেদিন লেখার মত কিছু অর্জন করতে পারবো সেদিন না হয় সময় করে লিখে ফেলবো।

অতঃপর হৃদয়

অতঃপর একটি কাল্পনিক চরিত্র

অতঃপর হৃদয় › বিস্তারিত পোস্টঃ

সামুর সমস্যার সমাধান কোথায়?

২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:২৮


অনেক দিনই তো হলো সামুর সমস্যার সমাধান কোথায়? প্রথমে সামু আগের চেয়ে অনেক স্লো হয়ে গেছে যার ফলে অনেক ব্লগার আগের মত আর আসছেন না। অনেকে আবার পোষ্ট করাই ছেড়ে দিয়েছে। পেজ লোড হতে প্রচুর সময় লাগে যার ফলে বিরক্তিরও শেষ নেই ব্লগারদের। কোন পোষ্টে মন্তব্য করতে গেলে অনেক সময় লাগে। অনেকে শেষ মেষ মন্তব্যই করেনা। এটা তো মাত্র একটা সমস্যার কথা বললাম আরো বেশ কিছু সমস্যার মুখো মুখি হচ্ছে ব্লগাররা। নোটিফিকেশন সমস্যাও বেশ ভোগাচ্ছে ব্লগারদের। আমার কথাই বলি আমি বেশ কিছু পোষ্টে মন্তব্য করেছি কয়েকদিন থেকে কিন্তু আমার মন্তব্যের প্রতিউত্তর করেছেন কিনা লেখক সেটাও জানবার উপায় নেই। আমার মন্তব্যের প্রতিউত্তরে লেখক কি লিখলেন না লিখলেন সেটা জানবার জন্য তার পোষ্ট চেক করতে হয় আর চেক করা সবার পক্ষে সম্ভব না কারণ সবার অত বেশি ধৈর্য নেই। আমরা চাই একটু ভালোভাবে ব্লগিং করতে কিন্তু এই সমস্যা গুলোর কারণে ভালো মত ব্লগিং করা হয়ে উঠছে না। অনেকে আবার এই সমস্যার কারণে ব্লগেও আসেনা। এরকম চলতে থাকলে সামু জনপ্রিয়তা হারাবে। সামুর এই সমস্যার সমাধান কবে হবে? জানতে চাই। কতৃপক্ষ চাইলে দ্রুত এই সমস্যা গুলোর সমাধান করে দিতে পারে। তাই আমি আশা করবো কতৃপক্ষ সমস্যা গুলোর প্রতি নজর দিক এবং তাড়াতাড়ি সমাধানের চেষ্টা করুক।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:১১

রক্তিম দিগন্ত বলেছেন:
অপেক্ষা করেন দ্রুতই ঠিক হবে।

(গত ২০ দিন ধইরা এইটাই কইতেছি।)

২৫ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৩

অতঃপর হৃদয় বলেছেন: অপেক্ষা করতে করতে বোর হইয়া গেছি। এত স্লো হইছে কেম্নে আল্লায় জানে সামুরে না খাইতে দিতে দিতে এক্কেরে দুব্বল কইরা দিছে অহন স্লো মারছে! তাড়াতাড়ি ঠিক হ বাছা আর যে সইতেছে না।

২| ২৪ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৪

অরুনি মায়া অনু বলেছেন: আমিও খুব দ্রুত এর সমাধান চাই

২৫ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৫

অতঃপর হৃদয় বলেছেন: সবাই দ্রুত সমস্যার সমাধান চায়। ধন্যবাদ।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৭

বিলিয়ার রহমান বলেছেন: কতৃপক্ষ সমস্যা গুলোর প্রতি নজর দিক এবং তাড়াতাড়ি সমাধানের চেষ্টা করুক।

গত এক মাস ধরে কতৃপক্ষের নজরের দিকেই তাকিয়ে আছি!:)

২৫ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৬

অতঃপর হৃদয় বলেছেন: আমিও সেম! ১ মাস এর বেশি হইলো আসি আর চেক মারি যে আগের মত হইছে নাকি! যখন দেখিতে পাই যে ঠিক হয় নাই তখন আবার চইলা যাই।

৪| ২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:০৩

কালীদাস বলেছেন: ৫০৪ এর কারণ কি? এতদিন পরে ব্লগে ফিরে ভাল লাগছে না বারবার এই সমস্যা দেখতে।

২৫ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৮

অতঃপর হৃদয় বলেছেন: আমারো একই অবস্থা। ব্লগে আসিনি অনেকদিন তারপর এসেই দেখি এই অবস্থা। সমস্যা সমাধান হবে খুব দ্রুত এটাই আশা করছি।

৫| ২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: সমাধান চাই

২৫ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৯

অতঃপর হৃদয় বলেছেন: আমিও চাই। সমাধান হলে সব ব্লগার ভালোমত ব্লগিং করতে পারবে।

৬| ২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৪

রাজীব নুর বলেছেন: হুম।

২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৫

অতঃপর হৃদয় বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.