নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে নিয়ে লেখার মত আপাতত কিছুই নেই। যেদিন লেখার মত কিছু অর্জন করতে পারবো সেদিন না হয় সময় করে লিখে ফেলবো।

অতঃপর হৃদয়

অতঃপর একটি কাল্পনিক চরিত্র

অতঃপর হৃদয় › বিস্তারিত পোস্টঃ

আজ ভ্যালেইটাইন\'স ডে

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৭


২৬৯ সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেইটাইন'স নামে একজন খৃষ্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন। ধর্ম প্রচার-অভিযোগে তৎকালীন রোমান সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তাঁকে বন্দী করেন। কারণ তখন রোমান সাম্রাজ্যে খৃষ্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। বন্দী অবস্থায় তিনি জনৈক কারারক্ষীর দৃষ্টহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এতে সেন্ট ভ্যালেইটাইনের জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন। সেই দিন ১৪ই ফেব্রুয়ারি ছিল। অতঃপর ৪৯৬ সালে পোপ সেন্ট জেলাসিউও ১ম জুলিয়াস ভ্যালেইটাইন'স স্মরণে ১৪ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন' দিবস ঘোষণা করেন।

পাশ্চাত্যের ক্ষেত্রে জন্মদিনের উৎসব, ধর্মোৎসব সবক্ষেত্রেই ভোগের বিষয়টি মুখ্য। তাই গির্জা অভ্যন্তরেও মদ্যপানে তারা কসুর করে না। খৃস্টীয় এই ভ্যালেন্টাইন দিবসের চেতনা বিনষ্ট হওয়ায় ১৭৭৬ সালে ফ্রান্স সরকার কর্তৃক ভ্যালেইটাইন উৎসব নিষিদ্ধ করা হয়। ইংল্যান্ডে ক্ষমতাসীন পিউরিটানরাও একসময় প্রশাসনিকভাবে এ দিবস উদযাপন নিষিদ্ধ ঘোষণা করে। এছাড়া অস্ট্রিয়া, হাঙ্গেরি ও জার্মানিতে বিভিন্ন সময়ে এ দিবস প্রত্যাখ্যাত হয়। বর্তমানকালে, পাশ্চাত্যে এ উৎসব মহাসমারোহে উদযাপন করা হয়। যুক্তরাজ্যে মোট জনসংখ্যার অর্ধেক প্রায় ১০০ কোটি পাউন্ড ব্যয় করে এই ভালোবাসা দিবসের জন্য কার্ড, ফুল, চকোলেট, অন্যান্য উপহারসামগ্রী ও শুভেচ্ছা কার্ড ক্রয় করতে, এবং আনুমানিক প্রায় ২.৫ কোটি শুভেচ্ছা কার্ড আদান-প্রদান করা হয়।

ভালোবাসা দিবসটি সেন্ট ভ্যালেইটাইন'স এর স্মরণে পালিত হয়। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ সহ বাংলাদেশেও পালিত হয় বিশ্ব ভালোবাসা দিবস, কিন্তু বেশীরভাগ মানুষ জানেনা এই ভালোবাসা দিবস কোথা থেকে আসলো, কেনই বা পালিত হয়। কেউ জানতেও চায় না। ভালোবাসা দিবসে প্রিয়জনের জন্য কত উপহার কিনে, প্রিয় জন কে নিয়ে ঘুরতে বের হয়, কিন্তু কেউ সেন্ট ভ্যালেন্টাইন’স কে একবারও স্মরণ করে না। যার জন্য এই দিবস তাকেই কেউ স্মরণ করে না, কি আজব তাইনা? হ্যাঁ আমরা এমন এক জাতি, কিছু না জেনে না বুঝে অন্যের দেখেদেখি অনেক কিছুই করি। তেমনি ভ্যালেনটাইন'স ডে পালন না করে ভালোবাসা দিবস পালন করি।

তথ্যঃ Google

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৪

জেন রসি বলেছেন: অনেকের মত আমিও উৎসব পছন্দ করি। আর মানুষ ভোগ করতে চায় বলেই ত্যাগ করে। সেটা জাগতিক ভোগবাদও হতে পারে আবার স্পিরিচুয়াল ভোগবাদও হতে পারে।

শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৩

অতঃপর হৃদয় বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৪

পলাশমিঞা বলেছেন: ফুলের দাম বেশি। আমি বেকার মানুষ। ফুল কিনতে পারব না। :(

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৯

অতঃপর হৃদয় বলেছেন: আপনি চাইলে আমি ফুল কিনে দিতে পারি! কিন্তু শর্ত আছে--ফুলটা আমাকেই দিতে হবে। :) :)

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। উৎস দিলে ভালো হতো।

আমি, আবার এসব পালন-টালন করি না !!!! :(

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৭

অতঃপর হৃদয় বলেছেন: উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। আমিও পালন করি না। ধন্যবাদ।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

অপ্‌সরা বলেছেন: আমার কাছে ভালোবাসার গান মানেই

ভালোবাসি ভালোবাসি

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২১

অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর গান! আজকের ভালোবাসা দিবস কেমন কাটলো?

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩১

সোনামণি বলেছেন: ভ্যালেনটাইন'স ডে এখন ভালোবাসা দিবসে পরিণত হয়েছে। আমরা না জেনেই এটা পালন করি। লজ্জা লজ্জা শুধুই লজ্জা!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৫৮

অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.